Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Bikes

ভারতের বাজারে সবচেয়ে দামি বাইক এগুলোই, দেখে নিন দাম ও ফিচার

ভারতের বাজারে বিদেশি সংস্থাগুলো দামি বাইক নিয়ে হাজির হচ্ছে। কাওয়াসাকি, ডুকাটি, হার্লে ডেভিডসনের মতো সংস্থাগুলো ইতিমধ্যেই এ দেশের বাজারে বিভিন্ন মডেলের বহু লক্ষাধিক টাকার বাইক আনায় বাইকপ্রেমীদের মধ্যে বেশ সাড়া ফেলে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ জুন ২০১৮ ১১:২৭
Share: Save:
০১ ০৬
ভারতের বাজারে বিদেশি সংস্থাগুলো দামি বাইক নিয়ে হাজির হচ্ছে। কাওয়াসাকি, ডুকাটি, হার্লে ডেভিডসনের মতো সংস্থাগুলো ইতিমধ্যেই এ দেশের বাজারে বিভিন্ন মডেলের বহু লক্ষাধিক টাকার বাইক আনায় বাইকপ্রেমীদের মধ্যে বেশ সাড়া ফেলে দিয়েছে।

ভারতের বাজারে বিদেশি সংস্থাগুলো দামি বাইক নিয়ে হাজির হচ্ছে। কাওয়াসাকি, ডুকাটি, হার্লে ডেভিডসনের মতো সংস্থাগুলো ইতিমধ্যেই এ দেশের বাজারে বিভিন্ন মডেলের বহু লক্ষাধিক টাকার বাইক আনায় বাইকপ্রেমীদের মধ্যে বেশ সাড়া ফেলে দিয়েছে।

০২ ০৬
কাওয়াসাকি নিনজা এইচ ২ আর: এটি সুপারচার্জড সুপারস্পোর্ট শ্রেণির বাইক। নিনজা স্পোর্ট বাইক সিরিজের মধ্যে এইচ ২ আর সবচেয়ে শক্তিশালী আর দ্রুত গতির বাইক। সর্বোচ্চ গতি৪০০ কিলোমিটার/ঘণ্টা। ৩১০ হর্সপওয়ার, ১৪০০০ আরপিএম। ৯৯৮ সিসির বাইক এটি।দাম প্রায় ৭০ লক্ষ টাকা।

কাওয়াসাকি নিনজা এইচ ২ আর: এটি সুপারচার্জড সুপারস্পোর্ট শ্রেণির বাইক। নিনজা স্পোর্ট বাইক সিরিজের মধ্যে এইচ ২ আর সবচেয়ে শক্তিশালী আর দ্রুত গতির বাইক। সর্বোচ্চ গতি৪০০ কিলোমিটার/ঘণ্টা। ৩১০ হর্সপওয়ার, ১৪০০০ আরপিএম। ৯৯৮ সিসির বাইক এটি।দাম প্রায় ৭০ লক্ষ টাকা।

০৩ ০৬
বিগ ডগ কে ৯ রেড চপার: বাইকটির প্রস্তুতকারক মার্কিন সংস্থা বিগ ডগ মোটরসাইকেলস। সংস্থাটি রোড ক্রুজার, চপার তৈরির জন্য বিখ্যাত। ১৮০৭ সিসির বাইক এটি। ওজন ৩০৪ কেজি। দাম ৫৯ লক্ষ টাকা।

বিগ ডগ কে ৯ রেড চপার: বাইকটির প্রস্তুতকারক মার্কিন সংস্থা বিগ ডগ মোটরসাইকেলস। সংস্থাটি রোড ক্রুজার, চপার তৈরির জন্য বিখ্যাত। ১৮০৭ সিসির বাইক এটি। ওজন ৩০৪ কেজি। দাম ৫৯ লক্ষ টাকা।

০৪ ০৬
ডুকাটি ১২৯৯ প্যানিগেল ফাইনাল এডিশন: ডুকাটির টুইন সিলিন্ডার ইঞ্জিনের প্যানিগেল শ্রেণির বাইক ১৯৮৮ থেকে ২০১৭ পর্যন্ত ওয়ার্ল্ড সুপারবাইক চ্যাম্পিয়নশিপের সেরা পারফর্মার। ১২৮৫ সিসির এই বাইকের দাম প্রায় ৫২ লক্ষ টাকা।

ডুকাটি ১২৯৯ প্যানিগেল ফাইনাল এডিশন: ডুকাটির টুইন সিলিন্ডার ইঞ্জিনের প্যানিগেল শ্রেণির বাইক ১৯৮৮ থেকে ২০১৭ পর্যন্ত ওয়ার্ল্ড সুপারবাইক চ্যাম্পিয়নশিপের সেরা পারফর্মার। ১২৮৫ সিসির এই বাইকের দাম প্রায় ৫২ লক্ষ টাকা।

০৫ ০৬
এমভি অগাস্টা এফ৪ আরসি: অনেকটা ডুকাটির ফাইনাল এডিশনের মতো এই বাইকটির লুক। ৪ সিলিন্ডারের সুপার স্পোর্ট বাইকটি ৯৯৮ সিসির। ওজন ১৭৫ কেজি। সর্বোচ্চ গতি ৩০২ কিলোমিটার প্রতি ঘণ্টা। দাম প্রায় ৫১ লক্ষ টাকা।

এমভি অগাস্টা এফ৪ আরসি: অনেকটা ডুকাটির ফাইনাল এডিশনের মতো এই বাইকটির লুক। ৪ সিলিন্ডারের সুপার স্পোর্ট বাইকটি ৯৯৮ সিসির। ওজন ১৭৫ কেজি। সর্বোচ্চ গতি ৩০২ কিলোমিটার প্রতি ঘণ্টা। দাম প্রায় ৫১ লক্ষ টাকা।

০৬ ০৬
হার্লে ডেভিডসন সিভিও লিমিটেড: হার্লের নতুন এডিশন এটি। ৪৩১ কেজি ওজনের বাইকটির দাম প্রায় ৫০ লক্ষ টাকা। ১৯২৩ সিসির বাইক এটি।

হার্লে ডেভিডসন সিভিও লিমিটেড: হার্লের নতুন এডিশন এটি। ৪৩১ কেজি ওজনের বাইকটির দাম প্রায় ৫০ লক্ষ টাকা। ১৯২৩ সিসির বাইক এটি।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE