Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Indian Restaurants

রেস্তোরাঁ এই রকম অদ্ভুত! খেয়েছেন কখনও এখানে?

রেস্তোরাঁয় তো আকছার খেতে যান। দেশের মাটিতেই যদি স্বাদের সঙ্গে যদি মিশে যায় অ্যাডভেঞ্চার— মন্দ হয় না বলুন! মন ভাল করতে ভিন্ন স্বাদের এমনই আটটি ভারতীয় রেস্তোরাঁর খোঁজ রইল গ্যালারির পাতায়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৭ ১৭:০৬
Share: Save:
০১ ০৮
নিউ লাকি রেস্তোরাঁ, অমদাবাদ: শতাব্দী প্রাচীন কবরের মাঝে বসে খেতে কেমন লাগবে আপনার? যেমনই লাগুক, অমদাবাদের বাসিন্দাদের বোধহয় মজাই লাগছে। তা না হলে কী কবরস্থানে খোলা রেস্তোরাঁ এত জমজমাট হয়। লোভনীয় সব দক্ষিণী খাবারে সাজানো এই রেস্তোরাঁয় খেতে হলে আপনাকে যেতে হবে অমদাবাদের লাল দরজা এলাকার নিউ লাকি রেস্তোরাঁয়। এখানে সাজানো সব টেবলের পাশে ছড়ানো রয়েছে এক ডজন সমাধি।

নিউ লাকি রেস্তোরাঁ, অমদাবাদ: শতাব্দী প্রাচীন কবরের মাঝে বসে খেতে কেমন লাগবে আপনার? যেমনই লাগুক, অমদাবাদের বাসিন্দাদের বোধহয় মজাই লাগছে। তা না হলে কী কবরস্থানে খোলা রেস্তোরাঁ এত জমজমাট হয়। লোভনীয় সব দক্ষিণী খাবারে সাজানো এই রেস্তোরাঁয় খেতে হলে আপনাকে যেতে হবে অমদাবাদের লাল দরজা এলাকার নিউ লাকি রেস্তোরাঁয়। এখানে সাজানো সব টেবলের পাশে ছড়ানো রয়েছে এক ডজন সমাধি।

০২ ০৮
টেস্ট অফ ডার্কনেস, হায়দরাবাদ: গা ছমছমে পরিবেশে সুস্বাদু খাবারের মজা নিতে চাইলে চলে আসুন হায়দরাবাদের টেস্ট অফ ডার্কনেস ক্যাফেতে। গোটা রেস্তোরাঁতেই রয়েছে এক রকম আলো আঁধারি পরিবেশ। দৃষ্টিহীন মানুষেরা অন্ধকারের মধ্যেও জীবনকে কেমন করে উপভোগ করেন সেটা বোঝাতেই এমন পরিবেশ তৈরি করা হয়েছে।

টেস্ট অফ ডার্কনেস, হায়দরাবাদ: গা ছমছমে পরিবেশে সুস্বাদু খাবারের মজা নিতে চাইলে চলে আসুন হায়দরাবাদের টেস্ট অফ ডার্কনেস ক্যাফেতে। গোটা রেস্তোরাঁতেই রয়েছে এক রকম আলো আঁধারি পরিবেশ। দৃষ্টিহীন মানুষেরা অন্ধকারের মধ্যেও জীবনকে কেমন করে উপভোগ করেন সেটা বোঝাতেই এমন পরিবেশ তৈরি করা হয়েছে।

০৩ ০৮
নেচার’স টয়লেট ক্যাফে, অমদাবাদ: নাম শুনেই বোঝা যাচ্ছে এই ক্যাফের সাজসজ্জা একটু অভিনব। ঠিকই ধরেছেন। ক্যাফের ভিতর সাজানো রয়েছে সারি সারি কমোড এবং ইউরিনাল। এগুলিই আদতে বসার জায়গা। রেস্তোরাঁর অন্দরসজ্জায় পুরনো দিনের আবহ আনা হয়েছে। একটু ভিন্ন স্বাদ নিতে আসতে পারেন অমদাবাদের এই ক্যাফেতে।

নেচার’স টয়লেট ক্যাফে, অমদাবাদ: নাম শুনেই বোঝা যাচ্ছে এই ক্যাফের সাজসজ্জা একটু অভিনব। ঠিকই ধরেছেন। ক্যাফের ভিতর সাজানো রয়েছে সারি সারি কমোড এবং ইউরিনাল। এগুলিই আদতে বসার জায়গা। রেস্তোরাঁর অন্দরসজ্জায় পুরনো দিনের আবহ আনা হয়েছে। একটু ভিন্ন স্বাদ নিতে আসতে পারেন অমদাবাদের এই ক্যাফেতে।

০৪ ০৮
হাইজ্যাক ক্যাফে, অমদাবাদ: ভয় নেই। কেউ আপনাকে হাইজ্যাক করবে না। এটি অমদাবাদের বিখ্যাত চলমান ক্যাফে। দোতলা বাসের মধ্যেই সাজিয়ে তোলা হয়েছে রেস্তোরাঁ। খাবারের মজা নিতে নিতে এই বাস আপনাকে নিয়ে পাড়ি দেবে ছোট্ট ট্যুরে। ঘণ্টা দুই-তিন খাবারের সঙ্গে ভ্রমণের মজাও নিতে পারবেন খরিদ্দাররা।

হাইজ্যাক ক্যাফে, অমদাবাদ: ভয় নেই। কেউ আপনাকে হাইজ্যাক করবে না। এটি অমদাবাদের বিখ্যাত চলমান ক্যাফে। দোতলা বাসের মধ্যেই সাজিয়ে তোলা হয়েছে রেস্তোরাঁ। খাবারের মজা নিতে নিতে এই বাস আপনাকে নিয়ে পাড়ি দেবে ছোট্ট ট্যুরে। ঘণ্টা দুই-তিন খাবারের সঙ্গে ভ্রমণের মজাও নিতে পারবেন খরিদ্দাররা।

০৫ ০৮
ভেলি লেক ফ্লোটিং রেস্তোরাঁ, তিরুঅনন্তপুরম: জলে ভাসতে ভাসতেই ক্যান্ডেল লাইট ডিনারের মজা নিতে চলে আসুন কেরলের ভেলি লেক ক্যাফেতে। ভেলি গ্রামে অবস্থিত এই ক্যাফের সাজসজ্জা পুরোদস্তুর গ্রামীণ জীবনের স্বাদ এনে দেবে। সাবধান! নড়বড়ে সাঁকো পেরিয়ে কিন্তু এই রেস্তোরাঁয় পৌঁছতে হবে।

ভেলি লেক ফ্লোটিং রেস্তোরাঁ, তিরুঅনন্তপুরম: জলে ভাসতে ভাসতেই ক্যান্ডেল লাইট ডিনারের মজা নিতে চলে আসুন কেরলের ভেলি লেক ক্যাফেতে। ভেলি গ্রামে অবস্থিত এই ক্যাফের সাজসজ্জা পুরোদস্তুর গ্রামীণ জীবনের স্বাদ এনে দেবে। সাবধান! নড়বড়ে সাঁকো পেরিয়ে কিন্তু এই রেস্তোরাঁয় পৌঁছতে হবে।

০৬ ০৮
বার স্টক এক্সচেঞ্জ, মুম্বই: আপনি কি শেয়ার বাজারের সব খবর রাখেন? তা না হলে চলে আসুন বার স্টক এক্সচেঞ্জে। শেয়ারের ওঠাপড়ার সঙ্গে তাল মিলিয়েই এই পাবের খাবার এবং ড্রিঙ্কসের দাম বাড়ে কমে। অবাক হচ্ছেন! এসেই দেখুন না।

বার স্টক এক্সচেঞ্জ, মুম্বই: আপনি কি শেয়ার বাজারের সব খবর রাখেন? তা না হলে চলে আসুন বার স্টক এক্সচেঞ্জে। শেয়ারের ওঠাপড়ার সঙ্গে তাল মিলিয়েই এই পাবের খাবার এবং ড্রিঙ্কসের দাম বাড়ে কমে। অবাক হচ্ছেন! এসেই দেখুন না।

০৭ ০৮
ক্রস ক্যাফে, মুম্বই: এই ক্যাফের আগে নাম ছিল হিটলার ক্রস ক্যাফে। হিটলার যুগের ইতিহাসের আবহ তৈরি করা হয়েছে এই ক্যাফেতে। খাবার স্বাদ নিতে নিতে আপনি পৌঁছে যাবেন ঐতিহাসিক যুগে। সম্প্রতি এই ক্যাফের নামে কিছু পরিবর্তন আনা হয়েছে। ক্রস শব্দটির মধ্যে একটি ‘স্বস্তিক’ চিহ্নের ডিজাইন এনেছেন রেস্তোরাঁ কর্তৃপক্ষ।

ক্রস ক্যাফে, মুম্বই: এই ক্যাফের আগে নাম ছিল হিটলার ক্রস ক্যাফে। হিটলার যুগের ইতিহাসের আবহ তৈরি করা হয়েছে এই ক্যাফেতে। খাবার স্বাদ নিতে নিতে আপনি পৌঁছে যাবেন ঐতিহাসিক যুগে। সম্প্রতি এই ক্যাফের নামে কিছু পরিবর্তন আনা হয়েছে। ক্রস শব্দটির মধ্যে একটি ‘স্বস্তিক’ চিহ্নের ডিজাইন এনেছেন রেস্তোরাঁ কর্তৃপক্ষ।

০৮ ০৮
৭০ এমএম, হায়দরাবাদ: সিনেমাপ্রেমীদের জন্য সুখবর। হায়দরাবাদের ৭০ এমএম রেস্তোরাঁ আপনাকে দেবে সিনেমা হলের আবহ। আস্ত একটি সিনেমা হলের আদলে তৈরি হয়েছে এই রেস্তোরাঁ। সারি সারি বলিউড অভিনেতা অভিনেত্রীর ছবির সাজানো রয়েছে রেস্তোরাঁর দেওয়ালে। সুস্বাদু খাবারের স্বাদ নিতে নিতে আপনি পৌঁছে যাবেন বি-টাউনে।

৭০ এমএম, হায়দরাবাদ: সিনেমাপ্রেমীদের জন্য সুখবর। হায়দরাবাদের ৭০ এমএম রেস্তোরাঁ আপনাকে দেবে সিনেমা হলের আবহ। আস্ত একটি সিনেমা হলের আদলে তৈরি হয়েছে এই রেস্তোরাঁ। সারি সারি বলিউড অভিনেতা অভিনেত্রীর ছবির সাজানো রয়েছে রেস্তোরাঁর দেওয়ালে। সুস্বাদু খাবারের স্বাদ নিতে নিতে আপনি পৌঁছে যাবেন বি-টাউনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE