Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Adventure sports

অ্যাডভেঞ্চার স্পোর্টস পছন্দ, এই জায়গাগুলিতে বেড়াতে গিয়েছেন?

অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য এই জায়গাগুলো আদর্শ।

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৮ ১২:৫০
Share: Save:
০১ ১০
বাইকে চেপে ট্রেকিং কিংবা প্যারাশুটে চড়ে শূন্যে ভেসে বেড়ানোর ইচ্ছা রয়েছে মনে? কিংবা সমুদ্রের নীচের রঙিন প্রবাল ছুঁয়ে দেখতে চান নিজের হাতে? দেশের বেশ কয়েকটি জায়গায় রয়েছে এই সব অ্যাডভেঞ্চার স্পোর্টসের সুযোগ।

বাইকে চেপে ট্রেকিং কিংবা প্যারাশুটে চড়ে শূন্যে ভেসে বেড়ানোর ইচ্ছা রয়েছে মনে? কিংবা সমুদ্রের নীচের রঙিন প্রবাল ছুঁয়ে দেখতে চান নিজের হাতে? দেশের বেশ কয়েকটি জায়গায় রয়েছে এই সব অ্যাডভেঞ্চার স্পোর্টসের সুযোগ।

০২ ১০
মাউন্টেন স্লাইকিং: সাইকেলটা তুখোড় চালাতে জানতে হবে কিন্তু। পশ্চিমবঙ্গের সিঙ্গালিলা হোক কিংবা লাদাখের পাং থেকে রুমৎসে, দু’ চাকায় ঘুরে আসতে পারেন আপনিও। চ্যালেঞ্জিং রাইড, কিন্তু অ্যাডভেঞ্চার জাঙ্কিদের হট ফেভারিট।

মাউন্টেন স্লাইকিং: সাইকেলটা তুখোড় চালাতে জানতে হবে কিন্তু। পশ্চিমবঙ্গের সিঙ্গালিলা হোক কিংবা লাদাখের পাং থেকে রুমৎসে, দু’ চাকায় ঘুরে আসতে পারেন আপনিও। চ্যালেঞ্জিং রাইড, কিন্তু অ্যাডভেঞ্চার জাঙ্কিদের হট ফেভারিট।

০৩ ১০
প্যারাগ্লাইডিং: লাদাখের স্তোক কাংরি উপত্যকায় হোক বা হিমাচল প্রদেশের বীর, মেঘের মাঝে একটা প্যারাশুটে চড়ে ভেসে বেড়াতে চাইলে প্যারাগ্লাইডিং বেছে নিতে পারেন। মহারাষ্ট্রের কামশেতেও রয়েছে এই সুযোগ।

প্যারাগ্লাইডিং: লাদাখের স্তোক কাংরি উপত্যকায় হোক বা হিমাচল প্রদেশের বীর, মেঘের মাঝে একটা প্যারাশুটে চড়ে ভেসে বেড়াতে চাইলে প্যারাগ্লাইডিং বেছে নিতে পারেন। মহারাষ্ট্রের কামশেতেও রয়েছে এই সুযোগ।

০৪ ১০
রিভার র‌্যাফটিং-কায়াকিং-জেট স্কিং: উত্তরাখণ্ডের হৃষিকেশ, গোয়া কিংবা কর্নাটকের কালি নদী হল ওয়াটার স্পোর্টসের আদর্শ জায়গা। র‌্যাফটিং বোটে লাইফসেভিং জ্যাকেট চড়ে উঠে তবেই হাল ধরে নদী বা সমুদ্রপথে ভেসে বেড়াতে পারবেন।

রিভার র‌্যাফটিং-কায়াকিং-জেট স্কিং: উত্তরাখণ্ডের হৃষিকেশ, গোয়া কিংবা কর্নাটকের কালি নদী হল ওয়াটার স্পোর্টসের আদর্শ জায়গা। র‌্যাফটিং বোটে লাইফসেভিং জ্যাকেট চড়ে উঠে তবেই হাল ধরে নদী বা সমুদ্রপথে ভেসে বেড়াতে পারবেন।

০৫ ১০
স্নরকেলিং-স্কুবা ডাইভিং: আন্দামান দ্বীপপুঞ্জ, কর্নাটকের নেত্রানি কিংবা লাক্ষাদ্বীপ, সারা বিশ্বের পর্যটকরা আসেন সমুদ্রের নীচের জগৎটাকে দেখতে। ডাইভিং মাস্ক, আর পায়ে ফিন-শু দিয়ে তবেই সমুদ্রে ঝাঁপ দেওয়া যাবে।

স্নরকেলিং-স্কুবা ডাইভিং: আন্দামান দ্বীপপুঞ্জ, কর্নাটকের নেত্রানি কিংবা লাক্ষাদ্বীপ, সারা বিশ্বের পর্যটকরা আসেন সমুদ্রের নীচের জগৎটাকে দেখতে। ডাইভিং মাস্ক, আর পায়ে ফিন-শু দিয়ে তবেই সমুদ্রে ঝাঁপ দেওয়া যাবে।

০৬ ১০
বাঞ্জি জাম্পিং: গোয়া, হৃষিকেশ, দিল্লি, বেঙ্গালুরু- এই চারটি জায়গায় রয়েছে বাঞ্জি জাম্পিংয়ের সুযোগ। পায়ে একটা মারাত্মক শক্ত দড়ি বেঁধে দেওয়া হয়, থাকে লাইভসেভিং জ্যাকেটও। তারপরই ঝাঁপ।

বাঞ্জি জাম্পিং: গোয়া, হৃষিকেশ, দিল্লি, বেঙ্গালুরু- এই চারটি জায়গায় রয়েছে বাঞ্জি জাম্পিংয়ের সুযোগ। পায়ে একটা মারাত্মক শক্ত দড়ি বেঁধে দেওয়া হয়, থাকে লাইভসেভিং জ্যাকেটও। তারপরই ঝাঁপ।

০৭ ১০
হেলি স্কিইং: কাশ্মীরের গুলমার্গ, মানালি-সহ হিমাচলপ্রদেশের বেশ কয়েকটি জায়গায় চালু এই স্পোর্টস। শুধুমাত্র প্রশিক্ষণপ্রাপ্তরাই অংশগ্রহণ করতে পারেন। বরফ ঢাকা পাহাড়ের ঢাল গড়িয়ে নিচে নামতে হলে লাইফ জ্যাকেট আর স্কিইং শু মাস্ট।

হেলি স্কিইং: কাশ্মীরের গুলমার্গ, মানালি-সহ হিমাচলপ্রদেশের বেশ কয়েকটি জায়গায় চালু এই স্পোর্টস। শুধুমাত্র প্রশিক্ষণপ্রাপ্তরাই অংশগ্রহণ করতে পারেন। বরফ ঢাকা পাহাড়ের ঢাল গড়িয়ে নিচে নামতে হলে লাইফ জ্যাকেট আর স্কিইং শু মাস্ট।

০৮ ১০
ওয়াটারফল র‌্যাপলিং: কর্নাটকের কুর্গ, মহারাষ্ট্রের ভিহিগাঁওয়ে রয়েছে পাথুরে পথে খরস্রোতা ঝর্না বেয়ে নেমে পড়ার সুযোগ। তবে পুরোটাই পোক্ত দড়ি বেয়ে। অ্যাড্রিনালিন রাশের সুযোগ ছেড়ে দেবেন?

ওয়াটারফল র‌্যাপলিং: কর্নাটকের কুর্গ, মহারাষ্ট্রের ভিহিগাঁওয়ে রয়েছে পাথুরে পথে খরস্রোতা ঝর্না বেয়ে নেমে পড়ার সুযোগ। তবে পুরোটাই পোক্ত দড়ি বেয়ে। অ্যাড্রিনালিন রাশের সুযোগ ছেড়ে দেবেন?

০৯ ১০
স্কাই ডাইভিং: মহারাষ্ট্রের অ্যাম্বি উপত্যকা, গুজরাতের দিশা, কর্নাটকের মাইসোরে যেতে হবে পাখির মতো ভেসে বেড়াতে হলে। এয়ারক্র্যাফ্ট থেকে ঝাঁপ দিতেই খুলে যাবে প্যারাশুট, আর তারপর আকাশপথ থেকে ধীরে সুস্থে ল্যান্ডিং।

স্কাই ডাইভিং: মহারাষ্ট্রের অ্যাম্বি উপত্যকা, গুজরাতের দিশা, কর্নাটকের মাইসোরে যেতে হবে পাখির মতো ভেসে বেড়াতে হলে। এয়ারক্র্যাফ্ট থেকে ঝাঁপ দিতেই খুলে যাবে প্যারাশুট, আর তারপর আকাশপথ থেকে ধীরে সুস্থে ল্যান্ডিং।

১০ ১০
হট এয়ার বেলুনিং: রাজস্থানের জয়পুর, পুষ্কর, রণথম্বোরে রয়েছে বেলুনে চড়ে ঐতিহাসিক প্রাসাদগুলির ‘বার্ড আই ভিউ’ দেখার চল। বেলুনের বাতাস গরম হলেই এটি ভাসতে থাকে।

হট এয়ার বেলুনিং: রাজস্থানের জয়পুর, পুষ্কর, রণথম্বোরে রয়েছে বেলুনে চড়ে ঐতিহাসিক প্রাসাদগুলির ‘বার্ড আই ভিউ’ দেখার চল। বেলুনের বাতাস গরম হলেই এটি ভাসতে থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE