Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Lifestyle News

১৫ হাজারের কম দামেই মিলছে এই ল্যাপটপগুলি

আজকাল একটা স্মার্টফোন কিনতেই হাজার পনেরো খসে যায়। সেই দামে কি ল্যাপটপ পাওয়া সম্ভব? প্রশ্নটা শুনেই ঘাবড়ে যাবেন না! কারণ, সত্যিই এমন কমদামি ল্যাপটপ এখন আপনার হাতের মুঠোয়। দামে কম হলেও খামতি নেই এর পারফরম্যান্সে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৫৭
Share: Save:
০১ ০৮
আরডিপি থিনবুক। গত বছরের অগস্টে বাজারে এসেছিল এটি। সে সময় ১৪ ইঞ্চির<br>
ল্যাপটপের মধ্যে এটিই সবচেয়ে কমদামি ছিল। উইন্ডোজ ১০ হোম ওএস ছাড়াও রয়েছে<br>
ইন্টেল অ্যাটম এক্স৫-জেড৮৩০০এসওসি প্রসেসর। ২ জিবি র‌্যামের এই ল্যাপটপের<br>
স্টোরেজ বাড়ানো যেতে পারে ৩২ জিবি পর্যন্ত। দাম ৯,৯৯৯ টাকা।

আরডিপি থিনবুক। গত বছরের অগস্টে বাজারে এসেছিল এটি। সে সময় ১৪ ইঞ্চির<br> ল্যাপটপের মধ্যে এটিই সবচেয়ে কমদামি ছিল। উইন্ডোজ ১০ হোম ওএস ছাড়াও রয়েছে<br> ইন্টেল অ্যাটম এক্স৫-জেড৮৩০০এসওসি প্রসেসর। ২ জিবি র‌্যামের এই ল্যাপটপের<br> স্টোরেজ বাড়ানো যেতে পারে ৩২ জিবি পর্যন্ত। দাম ৯,৯৯৯ টাকা।

০২ ০৮
লেনোভো আইডিয়াপ্যাড ১০০এস। আরডিপি থিনবুকের মতোই এই ল্যাপটপে রয়েছে উইন্ডোজ ১০ ওএস।<br>
তবে এর ডিসপ্লে মাত্র ১১.৬ ইঞ্চির। ইন্টেল অ্যাটম প্রসেসর ছাড়াও এতে রয়েছে ২ জিবি র‌্যাম। দাম ১৪,৯৯৯ টাকা।

লেনোভো আইডিয়াপ্যাড ১০০এস। আরডিপি থিনবুকের মতোই এই ল্যাপটপে রয়েছে উইন্ডোজ ১০ ওএস।<br> তবে এর ডিসপ্লে মাত্র ১১.৬ ইঞ্চির। ইন্টেল অ্যাটম প্রসেসর ছাড়াও এতে রয়েছে ২ জিবি র‌্যাম। দাম ১৪,৯৯৯ টাকা।

০৩ ০৮
আইবল এক্সেমপ্লেয়ার কম্পবুক। এর ১৪ ইঞ্চির ডিসপ্লেতে রয়েছে ১৩৬৬x৭৬৮ রেজোলিউশন।<br>
আগের ল্যাপটপ দু’টোর মতো এতেও রয়েছে ২ জিবি র‌্যাম। ৩২ জিবি স্টোরেজ থাকলেও<br>
মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে তা আরও বাড়ানো যেতে পারে।<br>
উইন্ডোজ ১০ ওএস চালিত এই ল্যাপটপের দাম ১৩,৯৯৯ টাকা।

আইবল এক্সেমপ্লেয়ার কম্পবুক। এর ১৪ ইঞ্চির ডিসপ্লেতে রয়েছে ১৩৬৬x৭৬৮ রেজোলিউশন।<br> আগের ল্যাপটপ দু’টোর মতো এতেও রয়েছে ২ জিবি র‌্যাম। ৩২ জিবি স্টোরেজ থাকলেও<br> মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে তা আরও বাড়ানো যেতে পারে।<br> উইন্ডোজ ১০ ওএস চালিত এই ল্যাপটপের দাম ১৩,৯৯৯ টাকা।

০৪ ০৮
মাইক্রোম্যাক্স ক্যানভাস এলটি৬৬৬ ল্যাপট্যাব। উইন্ডোজ ১০ ওএস–সহ এই ল্যাপটপের<br>
ডিসপ্লে ১০.১ ইঞ্চির। তবে এর ডিসপ্লে এইচডি কোয়ালিটির। এর ফোর্থ জেনারেশনের<br>
ইন্টেল অ্যাটম প্রসেসর। ২ জিবি র‌্যাম ছাডাও এতে রয়েছে ২ এমপি ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা। দাম ১৪,৯৯৯ টাকা।

মাইক্রোম্যাক্স ক্যানভাস এলটি৬৬৬ ল্যাপট্যাব। উইন্ডোজ ১০ ওএস–সহ এই ল্যাপটপের<br> ডিসপ্লে ১০.১ ইঞ্চির। তবে এর ডিসপ্লে এইচডি কোয়ালিটির। এর ফোর্থ জেনারেশনের<br> ইন্টেল অ্যাটম প্রসেসর। ২ জিবি র‌্যাম ছাডাও এতে রয়েছে ২ এমপি ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা। দাম ১৪,৯৯৯ টাকা।

০৫ ০৮
আইবল এক্সেলেন্স কম্পবুক। এক্সেমপ্লেয়ার কম্পবুকের সঙ্গেই এটি বাজারে এনেছিল আইবল।<br>
উইন্ডোজ ১০ ল্যাপটপগুলির মধ্যে এটি বেশ সস্তা। এতে রয়েছে ১১.৬ ইঞ্চির এইচডি<br>
কোয়ালিটির ডিসপ্লে। ইন্টেল অ্যাটম জেড৩৭৩৫এফ কোয়াড-কোর প্রসেসর ছাড়াও<br>
এতে রয়েছে ২ জিবি র‌্যাম। যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। দাম ৯,৯৯৯ টাকা।

আইবল এক্সেলেন্স কম্পবুক। এক্সেমপ্লেয়ার কম্পবুকের সঙ্গেই এটি বাজারে এনেছিল আইবল।<br> উইন্ডোজ ১০ ল্যাপটপগুলির মধ্যে এটি বেশ সস্তা। এতে রয়েছে ১১.৬ ইঞ্চির এইচডি<br> কোয়ালিটির ডিসপ্লে। ইন্টেল অ্যাটম জেড৩৭৩৫এফ কোয়াড-কোর প্রসেসর ছাড়াও<br> এতে রয়েছে ২ জিবি র‌্যাম। যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। দাম ৯,৯৯৯ টাকা।

০৬ ০৮
মাইক্রোম্যাক্স ক্যানভাস ল্যাপবুক এল১১৬০। দাম ১০,৪৯৯ টাকা। মাইক্রোম্যাক্সের অন্য ল্যাপটপটির<br>
মতোই এতে রয়েছে উইন্ডোজ ১০ ওএস-সহ ১১.৬ ইঞ্চির ডিসপ্লে। এতে রয়েছে ইন্টেল<br>
অ্যাটম কোয়াড-কোর প্রসেসর। অন্যান্য ল্যাপটপের মতোই এর র‌্যাম<br>
২ জিবি-র যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। দাম ১০,৪৯৯ টাকা।

মাইক্রোম্যাক্স ক্যানভাস ল্যাপবুক এল১১৬০। দাম ১০,৪৯৯ টাকা। মাইক্রোম্যাক্সের অন্য ল্যাপটপটির<br> মতোই এতে রয়েছে উইন্ডোজ ১০ ওএস-সহ ১১.৬ ইঞ্চির ডিসপ্লে। এতে রয়েছে ইন্টেল<br> অ্যাটম কোয়াড-কোর প্রসেসর। অন্যান্য ল্যাপটপের মতোই এর র‌্যাম<br> ২ জিবি-র যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। দাম ১০,৪৯৯ টাকা।

০৭ ০৮
এসার ওয়ান ১০ এস১০০২-১৫এক্সআর। অন্যান্য ল্যাপটপের তুলনায় এটিতে রয়েছে রোটেশনাল ডিসপ্লে।<br>
তবে এটিতে উইন্ডোজ ৮.১ ওএস রয়েছে। তবে তা উইন্ডোজ ১০-এ আপগ্রেড করা যাবে।<br>
এতে রয়েছে ১০.১ ইঞ্চির ডব্লিউএক্সজিএ ডিসপ্লে। ইন্টেল অ্যাটম জেড৩৭৩৫এফ কোয়াড-কোর<br>
প্রসেসর-সহ এই ল্যাপটপে রয়েছে ২ জিবি র‌্যাম। এর দাম ১৪,৯৯০ টাকা।

এসার ওয়ান ১০ এস১০০২-১৫এক্সআর। অন্যান্য ল্যাপটপের তুলনায় এটিতে রয়েছে রোটেশনাল ডিসপ্লে।<br> তবে এটিতে উইন্ডোজ ৮.১ ওএস রয়েছে। তবে তা উইন্ডোজ ১০-এ আপগ্রেড করা যাবে।<br> এতে রয়েছে ১০.১ ইঞ্চির ডব্লিউএক্সজিএ ডিসপ্লে। ইন্টেল অ্যাটম জেড৩৭৩৫এফ কোয়াড-কোর<br> প্রসেসর-সহ এই ল্যাপটপে রয়েছে ২ জিবি র‌্যাম। এর দাম ১৪,৯৯০ টাকা।

০৮ ০৮
ভারতীয় বাজারে মাইক্রোম্যাক্সের আর একটি ল্যাপটপ ক্যানভাস এল১১৬১ ল্যাপবুক।<br>
এতে উইন্ডোজ ১০ ওএস-সহ ১১.৬ ইঞ্চির এইচডি ডিসপ্লে রয়েছে। ইন্টেল অ্যাটম<br>
কোয়াড-কোর প্রসেসর-সহ এই ল্যাপটপের র‌্যাম ২ জিবি-র। তা ছাড়া, ৩২ জিবি<br>
ইনবিল্ট স্টোরেজ ছাড়াও এতে রয়েছে মাইক্রোএসডি কার্ডের সুবিধা। দাম ১৩,৯৯৯ টাকা।

ভারতীয় বাজারে মাইক্রোম্যাক্সের আর একটি ল্যাপটপ ক্যানভাস এল১১৬১ ল্যাপবুক।<br> এতে উইন্ডোজ ১০ ওএস-সহ ১১.৬ ইঞ্চির এইচডি ডিসপ্লে রয়েছে। ইন্টেল অ্যাটম<br> কোয়াড-কোর প্রসেসর-সহ এই ল্যাপটপের র‌্যাম ২ জিবি-র। তা ছাড়া, ৩২ জিবি<br> ইনবিল্ট স্টোরেজ ছাড়াও এতে রয়েছে মাইক্রোএসডি কার্ডের সুবিধা। দাম ১৩,৯৯৯ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE