Advertisement
১৯ এপ্রিল ২০২৪
child

আপনার শিশু খুব হাত-পা ছোড়ে, কোলে নিলেই কান টানে! কেন জানেন?

যত দিন শিশু কথা বলতে পারে না, তত দিন সে নানা দৈহিক ভঙ্গিতে তার মনের ভাব প্রকাশ করে। যদি আপনিও তা বুঝে নিতে চান, তা হলে জেনে নিন কোন ভঙ্গির কী মানে!

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৮ ১১:৫৯
Share: Save:
০১ ০৭
বাড়িতে শিশু থাকলে তাকে নিয়েই বাড়ির সদস্যদের সময় কেটে যায়। যত দিন শিশু কথা বলতে পারে না, তত দিন সে নানা দৈহিক ভঙ্গিতে তার মনের ভাব প্রকাশ করে। সাধারণত, প্রকৃতির নিয়মে মা কিছুটা আঁচ করতে পারেন শিশুর চাহিদা। যদি আপনিও তা বুঝে নিতে চান, তা হলে জেনে নিন কোন ভঙ্গির কী মানে! ছবি: পিক্সঅ্যাবে।

বাড়িতে শিশু থাকলে তাকে নিয়েই বাড়ির সদস্যদের সময় কেটে যায়। যত দিন শিশু কথা বলতে পারে না, তত দিন সে নানা দৈহিক ভঙ্গিতে তার মনের ভাব প্রকাশ করে। সাধারণত, প্রকৃতির নিয়মে মা কিছুটা আঁচ করতে পারেন শিশুর চাহিদা। যদি আপনিও তা বুঝে নিতে চান, তা হলে জেনে নিন কোন ভঙ্গির কী মানে! ছবি: পিক্সঅ্যাবে।

০২ ০৭
দুই পা ছোড়া: অধিকাংশ শিশুই শুয়ে শুয়ে পা ছোড়ে। এক এক সময় তো কোনও কোনও শিশু এতই বেশি পা ছোড়ে যে স্নানের সময়ও তাদের সামলানো যায় না। আসলে, এ সব খোশ মেজাজের লক্ষণ। শিশু পা ছুড়লে জানবেন, সে শরীর ও মনে ভাল আছে। এ তার আনন্দ প্রকাশের ভঙ্গি। এ সময় তার সঙ্গে নানা খেলায় মাতলে সে আরও আনন্দ পায়। ছবি: শাটারস্টক।

দুই পা ছোড়া: অধিকাংশ শিশুই শুয়ে শুয়ে পা ছোড়ে। এক এক সময় তো কোনও কোনও শিশু এতই বেশি পা ছোড়ে যে স্নানের সময়ও তাদের সামলানো যায় না। আসলে, এ সব খোশ মেজাজের লক্ষণ। শিশু পা ছুড়লে জানবেন, সে শরীর ও মনে ভাল আছে। এ তার আনন্দ প্রকাশের ভঙ্গি। এ সময় তার সঙ্গে নানা খেলায় মাতলে সে আরও আনন্দ পায়। ছবি: শাটারস্টক।

০৩ ০৭
কান ধরে টানা: শিশুকে কোলে নিলেই সে আপনার কান মুলে দেয় কিংবা কান ধরে টানে! আর তার পরেই খিলখিলিয়ে হাসি। এ দিকে তার কান মুলে দেওয়ার খেলায় আপনি জেরবার। মনোবিদদের মতে, গোটা মুখের মধ্যে কান তার সবচেয়ে আগে নজরে আসে। নিজের চেহারার মধ্যেও কান তাকে সবচেয়ে বেশি অবাক করে। তাই নিজের কান ধরেও টানে সে। ছবি: শাটারস্টক।

কান ধরে টানা: শিশুকে কোলে নিলেই সে আপনার কান মুলে দেয় কিংবা কান ধরে টানে! আর তার পরেই খিলখিলিয়ে হাসি। এ দিকে তার কান মুলে দেওয়ার খেলায় আপনি জেরবার। মনোবিদদের মতে, গোটা মুখের মধ্যে কান তার সবচেয়ে আগে নজরে আসে। নিজের চেহারার মধ্যেও কান তাকে সবচেয়ে বেশি অবাক করে। তাই নিজের কান ধরেও টানে সে। ছবি: শাটারস্টক।

০৪ ০৭
আর্চ: শিশু কাঁদতে কাঁদতে বারবার আর্চ করার মতো বেঁকিয়ে তুলছে শরীর? তা হলে সাবধান! জানবেন, নিশ্চয় ওর কোথাও ব্যথা করছে। শারীরিক কোনও ব্যথা থেকেই এমনটা করতে থাকে শিশু। এমন হলে যদি বুঝতে পারেন, কোথায় ব্যথা তা নিরাময়ের চেষ্টা করুন, নয়তো চিকিৎসকের কাছে নিয়ে যান। ছবি: শাটারস্টক।

আর্চ: শিশু কাঁদতে কাঁদতে বারবার আর্চ করার মতো বেঁকিয়ে তুলছে শরীর? তা হলে সাবধান! জানবেন, নিশ্চয় ওর কোথাও ব্যথা করছে। শারীরিক কোনও ব্যথা থেকেই এমনটা করতে থাকে শিশু। এমন হলে যদি বুঝতে পারেন, কোথায় ব্যথা তা নিরাময়ের চেষ্টা করুন, নয়তো চিকিৎসকের কাছে নিয়ে যান। ছবি: শাটারস্টক।

০৫ ০৭
মুষ্টিবদ্ধ হাত ছোড়া: তিন মাস অতিক্রম করলেই এমন ভঙ্গি প্রকাশে সক্ষম হয় বেশির ভাগ শিশুই। আপনি যদি ভাবেন এ নেহাতই খেলার ছল, তা হলে ভুল করছেন। আসলে ওর খিদে পেয়েছে। বড়দের মতো নিজেই নিজের খিদে মেটাতে পারে না সে, তাই খিদের জানান দেয় হাত মুঠো করে হাওয়ায় ঘুষি মেরে! অনেক সময়ই এ সময় কেঁদে ফেলে বেচারা। ছবি: শাটারস্টক।

মুষ্টিবদ্ধ হাত ছোড়া: তিন মাস অতিক্রম করলেই এমন ভঙ্গি প্রকাশে সক্ষম হয় বেশির ভাগ শিশুই। আপনি যদি ভাবেন এ নেহাতই খেলার ছল, তা হলে ভুল করছেন। আসলে ওর খিদে পেয়েছে। বড়দের মতো নিজেই নিজের খিদে মেটাতে পারে না সে, তাই খিদের জানান দেয় হাত মুঠো করে হাওয়ায় ঘুষি মেরে! অনেক সময়ই এ সময় কেঁদে ফেলে বেচারা। ছবি: শাটারস্টক।

০৬ ০৭
হাঁটু ভাঁজ: মুখ কাঁচুমাচু করে বার বার হাঁটু ভাঁজ করে বুকের কাছে তুলে আনছে সে? না, খিদের জ্বালায় নয়, আসলে আগের খাবারটা হজম করতে কোনও রকম সমস্যায় পড়েছে সে। শিশুরোগ বিশেষজ্ঞদের মতে, হজমে গোলমাল বা পেটে ব্যথা করলে শিশু হাঁটু ভাঁজ করে পা বুকের কাছে টেনে আনে। এমন হলে ওর আরামের ব্যবস্থা করুন। ছবি: শাটারস্টক।

হাঁটু ভাঁজ: মুখ কাঁচুমাচু করে বার বার হাঁটু ভাঁজ করে বুকের কাছে তুলে আনছে সে? না, খিদের জ্বালায় নয়, আসলে আগের খাবারটা হজম করতে কোনও রকম সমস্যায় পড়েছে সে। শিশুরোগ বিশেষজ্ঞদের মতে, হজমে গোলমাল বা পেটে ব্যথা করলে শিশু হাঁটু ভাঁজ করে পা বুকের কাছে টেনে আনে। এমন হলে ওর আরামের ব্যবস্থা করুন। ছবি: শাটারস্টক।

০৭ ০৭
হাত ঝাঁকানো: হঠাৎই জোরে জোরে হাত ঝাঁকাচ্ছে সে? চাইল্ড বিহেভেরিয়াল এক্সপার্টদের মতে,চারপাশের কোনও ঘটনায় উত্তেজিত হয়ে পড়লে বা চড়া আলো-শব্দের সংস্পর্শে এলে সে চমকে যায়। শরীরে আপদকালীন হরমোন ক্ষরণ শুরু হয়। তখনই জোরে জোরে সে হাত ঝাঁকাতে থাকে। কাছের মানুষটিকে তার দিকতে মন দিতে বলার সংকেত পাঠায়। ছবি: শাটারস্টক।

হাত ঝাঁকানো: হঠাৎই জোরে জোরে হাত ঝাঁকাচ্ছে সে? চাইল্ড বিহেভেরিয়াল এক্সপার্টদের মতে,চারপাশের কোনও ঘটনায় উত্তেজিত হয়ে পড়লে বা চড়া আলো-শব্দের সংস্পর্শে এলে সে চমকে যায়। শরীরে আপদকালীন হরমোন ক্ষরণ শুরু হয়। তখনই জোরে জোরে সে হাত ঝাঁকাতে থাকে। কাছের মানুষটিকে তার দিকতে মন দিতে বলার সংকেত পাঠায়। ছবি: শাটারস্টক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE