Advertisement
১৯ এপ্রিল ২০২৪
nose bleeding

নাক দিয়ে রক্ত? ওষুধ ছাড়াই এই সব উপায়ে রক্ত বন্ধ করুন দ্রুত

হঠাৎ নাক থেকে রক্ত পড়তে দেখলে স্বাভাবিক ভাবেই ভয় পায় মানুষ। নাক থেকে রক্ত বেরতে পারে নানা কারণেই। জানেন, ঘরোয়া কী কী উপায়ে তা প্রতিরোধ করা সম্ভব? দেখে নিন সে সব।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৮ ১১:৪৩
Share: Save:
০১ ০৬
হঠাৎ নাক থেকে রক্ত পড়তে দেখলে স্বাভাবিক ভাবেই ভয় পায় মানুষ। যদিও প্রেশার বেড়ে যাওয়া নাক থেকে রক্ত পড়ার সরাসরি কারণ নয়, তবু উচ্চ রক্তচাপ এর প্রবণতা বাড়ায়। জীবাণুর সংক্রমণ হোক বা অক্সিজেনের ঘাটতি— নাক থেকে রক্ত বেরতে পারে এমন নানা কারণেই। দেখে নিন, এমন হলে তা প্রতিরোধ করার ঘরোয়া কিছু উপায়। ছবি: শাটারস্টক।

হঠাৎ নাক থেকে রক্ত পড়তে দেখলে স্বাভাবিক ভাবেই ভয় পায় মানুষ। যদিও প্রেশার বেড়ে যাওয়া নাক থেকে রক্ত পড়ার সরাসরি কারণ নয়, তবু উচ্চ রক্তচাপ এর প্রবণতা বাড়ায়। জীবাণুর সংক্রমণ হোক বা অক্সিজেনের ঘাটতি— নাক থেকে রক্ত বেরতে পারে এমন নানা কারণেই। দেখে নিন, এমন হলে তা প্রতিরোধ করার ঘরোয়া কিছু উপায়। ছবি: শাটারস্টক।

০২ ০৬
নাক থেকে রক্ত পড়লে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে রক্ত বন্ধ করা তারও আগে জরুরি। মেডিসিন বিশেষজ্ঞ শঙ্কর দাস জানালেন এমন কিছু উপায়ের কাথা। রক্ত বেরলেই নাকের উপর চেপে ধরুন কাপড়ে জড়ানো বরফ টুকরো। এর সঙ্গেই নাক দিয়ে টানুন ঠান্ডা জল। এতে নাকের মিউকাস পর্দা জল পাবে, রক্ত বন্ধ হবে। ছবি: শাটারস্টক।

নাক থেকে রক্ত পড়লে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে রক্ত বন্ধ করা তারও আগে জরুরি। মেডিসিন বিশেষজ্ঞ শঙ্কর দাস জানালেন এমন কিছু উপায়ের কাথা। রক্ত বেরলেই নাকের উপর চেপে ধরুন কাপড়ে জড়ানো বরফ টুকরো। এর সঙ্গেই নাক দিয়ে টানুন ঠান্ডা জল। এতে নাকের মিউকাস পর্দা জল পাবে, রক্ত বন্ধ হবে। ছবি: শাটারস্টক।

০৩ ০৬
নাকের নরম অংশকে দুই আঙুলে চেপে ধরে থাকুন মিনিট পাঁচেক। এই সময় মুখ দিয়ে শ্বাস নিন। ধীরে ধীরে চাপ কমান। এতে সেপ্টামের উপর চাপ পড়ে ও রক্ত বন্ধ হয়। নাক দিয়ে রক্ত বেরলে শান্ত হয়ে বসুন বা শুয়ে পড়ুন। হাঁটাহাঁটি বা হুড়োহুড়ি রক্তের পরিমাণ বাড়িয়ে দেয়। ছবি: শাটারস্টক।

নাকের নরম অংশকে দুই আঙুলে চেপে ধরে থাকুন মিনিট পাঁচেক। এই সময় মুখ দিয়ে শ্বাস নিন। ধীরে ধীরে চাপ কমান। এতে সেপ্টামের উপর চাপ পড়ে ও রক্ত বন্ধ হয়। নাক দিয়ে রক্ত বেরলে শান্ত হয়ে বসুন বা শুয়ে পড়ুন। হাঁটাহাঁটি বা হুড়োহুড়ি রক্তের পরিমাণ বাড়িয়ে দেয়। ছবি: শাটারস্টক।

০৪ ০৬
অনেক সময়, বিশেষত শীতকালে নাকের ভিতরের শুকনো ভাব নাক থেকে রক্ত পড়ার অন্যতম কারণ। ঘরোয়া নুন-চিনির জল এই সমস্যা দূর করে। নাকের ভিতরে আর্দ্রতা ফিরিয়ে আনতে নুন-চিনির জল তুলোয় করে নাকের ভিতরে দিন। এতে সোডিয়ামও প্রবেশ করে শরীরে। রক্ত পড়া দ্রুত কমে। ছবি: শাটারস্টক।

অনেক সময়, বিশেষত শীতকালে নাকের ভিতরের শুকনো ভাব নাক থেকে রক্ত পড়ার অন্যতম কারণ। ঘরোয়া নুন-চিনির জল এই সমস্যা দূর করে। নাকের ভিতরে আর্দ্রতা ফিরিয়ে আনতে নুন-চিনির জল তুলোয় করে নাকের ভিতরে দিন। এতে সোডিয়ামও প্রবেশ করে শরীরে। রক্ত পড়া দ্রুত কমে। ছবি: শাটারস্টক।

০৫ ০৬
গোলমরিচ গুঁড়ো মেশানো জল উদ্দীপকের কাজ করে। রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এটি অত্যন্ত কার্যকর, ফলে রক্ত চলাচল স্বাভাবিক করতে পারে। নাক দিয়ে রক্ত পড়লে এক চা চামচ গোলমরিচ গুঁড়ো জলে মিশিয়ে খাইয়ে দিন রোগীকে। অনেকটাই সুস্থ বোধ করবেন। ছবি: পিক্সঅ্যাবে।

গোলমরিচ গুঁড়ো মেশানো জল উদ্দীপকের কাজ করে। রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এটি অত্যন্ত কার্যকর, ফলে রক্ত চলাচল স্বাভাবিক করতে পারে। নাক দিয়ে রক্ত পড়লে এক চা চামচ গোলমরিচ গুঁড়ো জলে মিশিয়ে খাইয়ে দিন রোগীকে। অনেকটাই সুস্থ বোধ করবেন। ছবি: পিক্সঅ্যাবে।

০৬ ০৬
বাড়িতে আপেল সাইডার ভিনিগার মজুত রাখুন। কেবল রান্নার কাজেই নয়, নাক থেকে রক্ত পড়লেও এই ঘরোয়া উপাদান কার্যকর। একটি তুলোয় কিছুটা আপেল সাইডার ভিনিগার নিয়ে নাকের ভিতরে লাগান। ড্রপারে করে কয়েক ফোঁটা ফেলেও দিতে পারেন। এতে নাকের রক্তজালকগুলি মজবুত হয়ে রক্তপাত কমাতে সক্ষম হবে। ছবি: আনস্প্ল্যাশ।

বাড়িতে আপেল সাইডার ভিনিগার মজুত রাখুন। কেবল রান্নার কাজেই নয়, নাক থেকে রক্ত পড়লেও এই ঘরোয়া উপাদান কার্যকর। একটি তুলোয় কিছুটা আপেল সাইডার ভিনিগার নিয়ে নাকের ভিতরে লাগান। ড্রপারে করে কয়েক ফোঁটা ফেলেও দিতে পারেন। এতে নাকের রক্তজালকগুলি মজবুত হয়ে রক্তপাত কমাতে সক্ষম হবে। ছবি: আনস্প্ল্যাশ।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE