Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Bike

কাওয়াসাকি নিয়ে এল নিনজা ৩০০, দেখে নিন দাম ও ফিচার

ভারতের বাজারে স্পোর্টস ও অ্যা়ডভেঞ্চার বাইকের চাহিদা দিন দিন বাড়ছে। সেই চাহিদার কথা মাথায় রেখেই বিএমডব্লিউ, ডুকাটি-র মতো ইতিমধ্যেই সংস্থাগুলো প্রতিযোগিতায় নেমে পড়েছে। পিছিয়ে নেই কাওয়াসাকিও। ভারতের বাজারে দুর্দান্ত বাইক নিয়ে এল তারা। কী রয়েছে তাতে দেখে নেওয়া যাক।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ জুলাই ২০১৮ ১৬:৪৯
Share: Save:
০১ ০৬
ভারতের বাজারে স্পোর্টস ও অ্যা়ডভেঞ্চার বাইকের চাহিদা দিন দিন বাড়ছে। সেই চাহিদার কথা মাথায় রেখেই বিএমডব্লিউ, ডুকাটি-র মতো ইতিমধ্যেই সংস্থাগুলো প্রতিযোগিতায় নেমে পড়েছে। পিছিয়ে নেই কাওয়াসাকিও। ভারতের বাজারে দুর্দান্ত বাইক নিয়ে এল তারা। কী রয়েছে তাতে দেখে নেওয়া যাক।

ভারতের বাজারে স্পোর্টস ও অ্যা়ডভেঞ্চার বাইকের চাহিদা দিন দিন বাড়ছে। সেই চাহিদার কথা মাথায় রেখেই বিএমডব্লিউ, ডুকাটি-র মতো ইতিমধ্যেই সংস্থাগুলো প্রতিযোগিতায় নেমে পড়েছে। পিছিয়ে নেই কাওয়াসাকিও। ভারতের বাজারে দুর্দান্ত বাইক নিয়ে এল তারা। কী রয়েছে তাতে দেখে নেওয়া যাক।

০২ ০৬
কাওয়াসাকি নিয়ে এল নিনজা ৩০০। এর দাম তিন লাখের আশপাশেই।

কাওয়াসাকি নিয়ে এল নিনজা ৩০০। এর দাম তিন লাখের আশপাশেই।

০৩ ০৬
নিনজা ৩০০-এ রয়েছে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম। দুটো রঙের পাওয়া যাচ্ছে এই বাইক—লাইম গ্রিন এবং ক্যান্ডি প্লাজমা ব্লু।

নিনজা ৩০০-এ রয়েছে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম। দুটো রঙের পাওয়া যাচ্ছে এই বাইক—লাইম গ্রিন এবং ক্যান্ডি প্লাজমা ব্লু।

০৪ ০৬
২৯৬ সিসির বাইক এটি। রয়েছে প্যারালাল টুইন ইঞ্জিন, ৩৯ পিএস, ২৭ এনএম টর্ক এবং ৬ স্পিড গিয়ার বক্স।

২৯৬ সিসির বাইক এটি। রয়েছে প্যারালাল টুইন ইঞ্জিন, ৩৯ পিএস, ২৭ এনএম টর্ক এবং ৬ স্পিড গিয়ার বক্স।

০৫ ০৬
বাইকটিতে টিবিউলার স্টিল ফ্রেম ব্যবহার করা হয়েছে। বাইকটির ওজন ১৭২ কিলোগ্রাম।

বাইকটিতে টিবিউলার স্টিল ফ্রেম ব্যবহার করা হয়েছে। বাইকটির ওজন ১৭২ কিলোগ্রাম।

০৬ ০৬
আরও আকর্ষণীয় করতে বাইকে গ্রাফিক ব্যবহার করা হয়েছে। ক্লাচ ও গিয়ারের কাজ আরও চটপট করা যায় সে জন্য ব্যবহার করা হয়েছে অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ।

আরও আকর্ষণীয় করতে বাইকে গ্রাফিক ব্যবহার করা হয়েছে। ক্লাচ ও গিয়ারের কাজ আরও চটপট করা যায় সে জন্য ব্যবহার করা হয়েছে অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE