Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Blood

জেনে নিন কোন অসুখে রক্তের কোন উপাদান দেওয়া হয়

বিভিন্ন শারীরিক অসুখে বিভিন্ন সময় রক্ত দেওয়ার প্রয়োজন হয়। কিন্তু সব অসুখের ক্ষেত্রে হোল ব্লাড দেওয়ার প্রয়োজন হয় না। এতে রক্ত নষ্ট হয়। সাধারণত রক্তের কোনও একটি কম্পোনেন্টের জন্য কোনও বিশেষ অসুখ হয়ে থাকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৮ ১৪:৫৭
Share: Save:
০১ ০৭
বিভিন্ন শারীরিক অসুখে বিভিন্ন সময় রক্ত দেওয়ার প্রয়োজন হয়। কিন্তু সব অসুখের ক্ষেত্রে হোল ব্লাড দেওয়ার প্রয়োজন হয় না। এতে রক্ত নষ্ট হয়। সাধারণত রক্তের কোনও একটি কম্পোনেন্টের জন্য কোনও বিশেষ অসুখ হয়ে থাকে। তাই নির্দিষ্ট অসুখের ক্ষেত্রে রক্তের নির্দিষ্ট কম্পোনেন্ট দিলেই রোগীকে সারিয়ে তোলা যায়। জেনে নিন কোন রোগে কোন কম্পোনেন্ট প্রয়োজন। 

বিভিন্ন শারীরিক অসুখে বিভিন্ন সময় রক্ত দেওয়ার প্রয়োজন হয়। কিন্তু সব অসুখের ক্ষেত্রে হোল ব্লাড দেওয়ার প্রয়োজন হয় না। এতে রক্ত নষ্ট হয়। সাধারণত রক্তের কোনও একটি কম্পোনেন্টের জন্য কোনও বিশেষ অসুখ হয়ে থাকে। তাই নির্দিষ্ট অসুখের ক্ষেত্রে রক্তের নির্দিষ্ট কম্পোনেন্ট দিলেই রোগীকে সারিয়ে তোলা যায়। জেনে নিন কোন রোগে কোন কম্পোনেন্ট প্রয়োজন। 

০২ ০৭
ডেঙ্গি ছাড়াও যে কোনও গুরুতর সংক্রমণে (সেপ্টিসিমিয়া) প্লেটলেট কমে গেলে রোগীকে প্লেটলেট দিতে হয়।

ডেঙ্গি ছাড়াও যে কোনও গুরুতর সংক্রমণে (সেপ্টিসিমিয়া) প্লেটলেট কমে গেলে রোগীকে প্লেটলেট দিতে হয়।

০৩ ০৭
অ্যানিমিয়া সহ রক্তের অন্যান্য অসুখে লোহিত কণিকা কমে গেলে তাঁদের কনসেন্ট্রেটেড রেড ব্লাড সেল দেওয়া উচিত।

অ্যানিমিয়া সহ রক্তের অন্যান্য অসুখে লোহিত কণিকা কমে গেলে তাঁদের কনসেন্ট্রেটেড রেড ব্লাড সেল দেওয়া উচিত।

০৪ ০৭
হিমোফিলিয়া সহ রক্তের জমাট বাঁধার সমস্যা হলে ক্রায়োপ্রেসিপিটেট দেওয়া দরকার।

হিমোফিলিয়া সহ রক্তের জমাট বাঁধার সমস্যা হলে ক্রায়োপ্রেসিপিটেট দেওয়া দরকার।

০৫ ০৭
লিভারের গুরুতর অসুখ বা লিভার ফেলিওরের রোগীদের প্লাজমা দিলে রোগীর সেরে উঠতে সুবিধে হয়। এ ছাড়া নন স্পেসিফিক কোঅ্যাগুলেশন ডিজঅর্ডার হলেও প্লাজমা দিতে হয়।

লিভারের গুরুতর অসুখ বা লিভার ফেলিওরের রোগীদের প্লাজমা দিলে রোগীর সেরে উঠতে সুবিধে হয়। এ ছাড়া নন স্পেসিফিক কোঅ্যাগুলেশন ডিজঅর্ডার হলেও প্লাজমা দিতে হয়।

০৬ ০৭
কর্নিয়ার চিকিৎসার জন্য ফিব্রিট ফিন্যান্ট, হেয়ার ট্রান্সপ্লান্টের জন্যে গ্রোথ ফ্যাক্টর ইত্যাদি ব্যবহার করলে দ্রুত কাজ হয়।

কর্নিয়ার চিকিৎসার জন্য ফিব্রিট ফিন্যান্ট, হেয়ার ট্রান্সপ্লান্টের জন্যে গ্রোথ ফ্যাক্টর ইত্যাদি ব্যবহার করলে দ্রুত কাজ হয়।

০৭ ০৭
ইদানীং ত্বক ও চুলের সমস্যায় প্লেটলেট রিচ প্লাজমা ব্যবহার করা হচ্ছে।

ইদানীং ত্বক ও চুলের সমস্যায় প্লেটলেট রিচ প্লাজমা ব্যবহার করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE