Advertisement
২০ এপ্রিল ২০২৪

যে কোনও সংস্থার পুরনো ডঙ্গল বদলে নিন নতুন জিওফাই দিয়ে, সঙ্গে ২,২০০ টাকা ক্যাশব্যাক!

ফের নতুন অফার আনল জিও। পুরনো ডঙ্গল বদলে নিন নতুন জিওফাই দিয়ে। সঙ্গে ক্যাশব্যাক পান ২ হাজার ২০০ টাকা। কী ভাবে এই অফারের সুবিধা পাবেন দেখে নিন

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৮ ১০:৫৭
Share: Save:
০১ ০৭
ফের নতুন অফার আনল জিও। পুরনো ডঙ্গল বদলে নিন নতুন জিওফাই দিয়ে। সঙ্গে ক্যাশব্যাক পান ২ হাজার ২০০ টাকা। কী ভাবে এই অফারের সুবিধা পাবেন দেখে নিন

ফের নতুন অফার আনল জিও। পুরনো ডঙ্গল বদলে নিন নতুন জিওফাই দিয়ে। সঙ্গে ক্যাশব্যাক পান ২ হাজার ২০০ টাকা। কী ভাবে এই অফারের সুবিধা পাবেন দেখে নিন

০২ ০৭
প্রথম ধাপ: এর জন্য আপনাকে কিনতে হবে জিওফাই পোর্টেবল ওয়াইফাই রাউটার। যার দাম পড়বে ৯৯৯ টাকা।

প্রথম ধাপ: এর জন্য আপনাকে কিনতে হবে জিওফাই পোর্টেবল ওয়াইফাই রাউটার। যার দাম পড়বে ৯৯৯ টাকা।

০৩ ০৭
দ্বিতীয় ধাপ: সিমটাকে সক্রিয় করুন। ১৯৮ টাকা বা ২৯৯ টাকা এবং সঙ্গে ৯৯ টাকা (জিও প্রাইম) রিচার্জ করুন।

দ্বিতীয় ধাপ: সিমটাকে সক্রিয় করুন। ১৯৮ টাকা বা ২৯৯ টাকা এবং সঙ্গে ৯৯ টাকা (জিও প্রাইম) রিচার্জ করুন।

০৪ ০৭
তৃতীয় ধাপ: যে কোনও জিও স্টোর, রিল্যায়েন্স ডিজিটাল স্টোরে গিয়ে আপনার পুরনো অন্য সংস্থার ডঙ্গল জমা করুন।

তৃতীয় ধাপ: যে কোনও জিও স্টোর, রিল্যায়েন্স ডিজিটাল স্টোরে গিয়ে আপনার পুরনো অন্য সংস্থার ডঙ্গল জমা করুন।

০৫ ০৭
চতুর্থ ধাপ: এর পর ওই স্টোরেই আপনার পুরনো ডঙ্গল এবং নতুন জিওফাই পোর্টেবল ওয়াইফাই রাউটারের যাবতীয় তথ্য জানান। কী কী তথ্য জানাতে হবে তা স্টোরে উপস্থিত প্রতিনিধিই আপনাকে জানিয়ে দেবেন।

চতুর্থ ধাপ: এর পর ওই স্টোরেই আপনার পুরনো ডঙ্গল এবং নতুন জিওফাই পোর্টেবল ওয়াইফাই রাউটারের যাবতীয় তথ্য জানান। কী কী তথ্য জানাতে হবে তা স্টোরে উপস্থিত প্রতিনিধিই আপনাকে জানিয়ে দেবেন।

০৬ ০৭
পঞ্চম ধাপ: খুব তাড়াতাড়ি আপনার ‘মাইজিও অ্যাকাউন্টে’ ক্যাশব্যাক পেয়ে যাবেন ২,২০০ টাকা। ৪৪টি ভাউচারে ৫০ টাকা করে মোট ২,২০০ টাকা ক্যাশব্যাক পাবেন।

পঞ্চম ধাপ: খুব তাড়াতাড়ি আপনার ‘মাইজিও অ্যাকাউন্টে’ ক্যাশব্যাক পেয়ে যাবেন ২,২০০ টাকা। ৪৪টি ভাউচারে ৫০ টাকা করে মোট ২,২০০ টাকা ক্যাশব্যাক পাবেন।

০৭ ০৭
২০১৬ সালে এই পোর্টেবল হটস্পট সামনে আসে। এটি এক সঙ্গে ১০টি ওয়াই-ফাই ডিভাইসকে যুক্ত করতে পারে। নেটওয়ার্ক, ওয়াই-ফাই স্ট্যাটাস জানার জন্য সামনে একটা এলইডি ডিসপ্লেও রয়েছে।

২০১৬ সালে এই পোর্টেবল হটস্পট সামনে আসে। এটি এক সঙ্গে ১০টি ওয়াই-ফাই ডিভাইসকে যুক্ত করতে পারে। নেটওয়ার্ক, ওয়াই-ফাই স্ট্যাটাস জানার জন্য সামনে একটা এলইডি ডিসপ্লেও রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE