Advertisement
১৯ এপ্রিল ২০২৪
fashion

এই উপায়ে সেলিব্রিটিদের ব্যবহার করা ব্র্যান্ডের অধিকারী হবেন আপনিও!

জানেন কি, এমন অনেক ব্র্যান্ডই বাজারে চালু আছে, সেলেবরা তার সঙ্গে যুক্ত থাকলেও তা আপনারও পকেটসই। দেখে নিন সে সব কী কী।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৮ ১২:০৭
Share: Save:
০১ ০৮
ফ্যাশন আর তারকা— এই দুই শব্দ যেন হাত ধরাধরি করে চলে। তবে তাঁদের তৈরি বা ব্যবহার করা ব্র্যান্ড মানেই নাম আর দাম দুই-ই আকাশছোঁয়া। ফ্যাশন সচেতন হলেও কেনা হয়ে ওঠে না পকেটের চাপে। কিন্তু জানেন কি, এমন অনেক ব্র্যান্ডই বাজারে চালু আছে, সেলেবরা তার সঙ্গে যুক্ত থাকলেও তা আপনারও পকেটসই। দেখে নিন সে সব কী কী, আর ভরে ফেলুন আলমারি! ছবি: পিক্সঅ্যাবে।

ফ্যাশন আর তারকা— এই দুই শব্দ যেন হাত ধরাধরি করে চলে। তবে তাঁদের তৈরি বা ব্যবহার করা ব্র্যান্ড মানেই নাম আর দাম দুই-ই আকাশছোঁয়া। ফ্যাশন সচেতন হলেও কেনা হয়ে ওঠে না পকেটের চাপে। কিন্তু জানেন কি, এমন অনেক ব্র্যান্ডই বাজারে চালু আছে, সেলেবরা তার সঙ্গে যুক্ত থাকলেও তা আপনারও পকেটসই। দেখে নিন সে সব কী কী, আর ভরে ফেলুন আলমারি! ছবি: পিক্সঅ্যাবে।

০২ ০৮
পুমা ওয়ান এইট: বিরাট কোহালি আর এই ব্র্যান্ডের নাম যেন মিলেমিশে আছে। তিনি শুধু এর ব্র্যান্ড অ্যাম্বাসাডরই নন, বরং এই ব্র্যান্ডের টুপি, টি-শার্ট, শ্রাগ, জুতো ও ট্রাকস্যুটে মাঝে মাঝেই দেখা যায় তাঁকে। মোটামুটি  দুই থেকে আড়াই হাজার খরচ করলেই এই ব্র্যান্ডে ভরিয়ে তুলতে পারেন আপনার শপিং ব্যাগ।

পুমা ওয়ান এইট: বিরাট কোহালি আর এই ব্র্যান্ডের নাম যেন মিলেমিশে আছে। তিনি শুধু এর ব্র্যান্ড অ্যাম্বাসাডরই নন, বরং এই ব্র্যান্ডের টুপি, টি-শার্ট, শ্রাগ, জুতো ও ট্রাকস্যুটে মাঝে মাঝেই দেখা যায় তাঁকে। মোটামুটি দুই থেকে আড়াই হাজার খরচ করলেই এই ব্র্যান্ডে ভরিয়ে তুলতে পারেন আপনার শপিং ব্যাগ।

০৩ ০৮
বিইং হিউম্যান: এই ব্র্যান্ডকে বাজারজাত করেছেন খোদ সলমন খান। তাঁর মাচো শরীরে ‘বিইং হিউম্যান’ টি-শার্টের ছবি কে না দেখেছে! এই ব্র্যান্ডের চাহিদা এখন প্রচুর। এখনও কিনে না থাকলে, ব্যবহার করে দেখতেই পারেন। মোটামুটি ১৫০০-২৫০০ টাকার মধ্যেই মেলে এদের শার্টও।

বিইং হিউম্যান: এই ব্র্যান্ডকে বাজারজাত করেছেন খোদ সলমন খান। তাঁর মাচো শরীরে ‘বিইং হিউম্যান’ টি-শার্টের ছবি কে না দেখেছে! এই ব্র্যান্ডের চাহিদা এখন প্রচুর। এখনও কিনে না থাকলে, ব্যবহার করে দেখতেই পারেন। মোটামুটি ১৫০০-২৫০০ টাকার মধ্যেই মেলে এদের শার্টও।

০৪ ০৮
এইচআরএক্স: ব্যাগ, জুতো, সাধের ট্র্যাক প্যান্ট— এ সবে ‘এইচারএক্স’-কে পছন্দ করেন অনেক ফ্যাশন সচেতন মানুষ। হৃতিক রোশন যুক্ত এই ব্যান্ডের সঙ্গে। ৭০০-৮০০ টাকার মধ্যে ব্যাগ, ১৮০০-২০০০ টাকার মধ্যে ট্র্যাক প্যান্ট সহজেই মিলবে। জুতোর দাম একটু চড়া। ৪০০০ টাকা খরচ করলে পেতে পারেন এদের ঝাঁ চকচকে স্পোর্টস শু!

এইচআরএক্স: ব্যাগ, জুতো, সাধের ট্র্যাক প্যান্ট— এ সবে ‘এইচারএক্স’-কে পছন্দ করেন অনেক ফ্যাশন সচেতন মানুষ। হৃতিক রোশন যুক্ত এই ব্যান্ডের সঙ্গে। ৭০০-৮০০ টাকার মধ্যে ব্যাগ, ১৮০০-২০০০ টাকার মধ্যে ট্র্যাক প্যান্ট সহজেই মিলবে। জুতোর দাম একটু চড়া। ৪০০০ টাকা খরচ করলে পেতে পারেন এদের ঝাঁ চকচকে স্পোর্টস শু!

০৫ ০৮
রেসন: সোনম কপূরকে মাঝেমধ্যেই এই ব্র্যান্ডেড পোশাকে দেখে থাকতে পারেন। ভারতীয় বাজারে এদের হুডের চাহিদা তুঙ্গে। সোনমকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে পেয়ে বিপুল লাভ হয়েছে বলে সংস্থার দাবি। এদের হুড, টপ, সোয়েট শার্ট এ সব পেতেই পারেন ১০০০-১৫০০ টাকার মধ্যে। কোনও কোনও আইটেমের দাম ৫০০-রও নীচে!

রেসন: সোনম কপূরকে মাঝেমধ্যেই এই ব্র্যান্ডেড পোশাকে দেখে থাকতে পারেন। ভারতীয় বাজারে এদের হুডের চাহিদা তুঙ্গে। সোনমকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে পেয়ে বিপুল লাভ হয়েছে বলে সংস্থার দাবি। এদের হুড, টপ, সোয়েট শার্ট এ সব পেতেই পারেন ১০০০-১৫০০ টাকার মধ্যে। কোনও কোনও আইটেমের দাম ৫০০-রও নীচে!

০৬ ০৮
নাশ: মূলত মেয়েদের জামাকাপড় তৈরি করে অনুষ্কা শর্মার তৈরি এই ব্যান্ড। তাঁর আলমারিতেও এই পোশাকের সংগ্রহ রয়েছে। তিনি ‘নাশ’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডরও। বাজারে হরেক টপ, ক্যাজুয়াল প্যান্ট, টি শার্ট রয়েছে এই ব্র্যান্ডের। টি শার্ট পেতে পারেন মাত্র ৮০০-৯০০ টাকার মধ্যেই। টপ ও প্যান্টও মেনে ১৫০০-২০০০ টাকার আশপাশেই।

নাশ: মূলত মেয়েদের জামাকাপড় তৈরি করে অনুষ্কা শর্মার তৈরি এই ব্যান্ড। তাঁর আলমারিতেও এই পোশাকের সংগ্রহ রয়েছে। তিনি ‘নাশ’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডরও। বাজারে হরেক টপ, ক্যাজুয়াল প্যান্ট, টি শার্ট রয়েছে এই ব্র্যান্ডের। টি শার্ট পেতে পারেন মাত্র ৮০০-৯০০ টাকার মধ্যেই। টপ ও প্যান্টও মেনে ১৫০০-২০০০ টাকার আশপাশেই।

০৭ ০৮
ট্রু ব্লু: ভারতীয় ক্রিকেট দলের জার্সির রং নীল, আর তার সঙ্গে সঙ্গতি রেখেই স‌ংস্থাটির এমন নাম। যুক্ত খোদ সচিন তেন্ডুলকর! তবে এরা খেলার সামগ্রী বিক্রি করে না। বরং টি-শার্ট, ওয়েস্টকোট, ট্রাউজার, স্যুট এ সবই বেচে এই ব্র্যান্ড। ১০-১১ হাজার টাকার লোভনীয় স্যুট যেমন পাবেন, তেমনই পাবেন ২০০০-২৫০০-র মধ্যে মনকাড়া শার্টও!

ট্রু ব্লু: ভারতীয় ক্রিকেট দলের জার্সির রং নীল, আর তার সঙ্গে সঙ্গতি রেখেই স‌ংস্থাটির এমন নাম। যুক্ত খোদ সচিন তেন্ডুলকর! তবে এরা খেলার সামগ্রী বিক্রি করে না। বরং টি-শার্ট, ওয়েস্টকোট, ট্রাউজার, স্যুট এ সবই বেচে এই ব্র্যান্ড। ১০-১১ হাজার টাকার লোভনীয় স্যুট যেমন পাবেন, তেমনই পাবেন ২০০০-২৫০০-র মধ্যে মনকাড়া শার্টও!

০৮ ০৮
ট্রাঙ্ক লেবেল: বিপাশা বসুকেই নিজেদের ফ্যাশন আইটেমকে বাজারজাত করার জন্য বেছে নিয়েছে এই সংস্থা। মেয়েদের ব্যাগ, ক্লাচ, বাহারি জুতো ও জুয়েলারির বিপুল সম্ভার এদের। দামও পকেটসই। ২০০০-২৫০০ টাকার মধ্যেই পাবেন বিপাশা বসুর পছন্দের এই ব্র্যান্ডকে। নানা পার্টিতে এই ব্র্যান্ডের জুতো ও ব্যাগ হাতে দেখাও গিয়েছে বিপাশা বসুকে।

ট্রাঙ্ক লেবেল: বিপাশা বসুকেই নিজেদের ফ্যাশন আইটেমকে বাজারজাত করার জন্য বেছে নিয়েছে এই সংস্থা। মেয়েদের ব্যাগ, ক্লাচ, বাহারি জুতো ও জুয়েলারির বিপুল সম্ভার এদের। দামও পকেটসই। ২০০০-২৫০০ টাকার মধ্যেই পাবেন বিপাশা বসুর পছন্দের এই ব্র্যান্ডকে। নানা পার্টিতে এই ব্র্যান্ডের জুতো ও ব্যাগ হাতে দেখাও গিয়েছে বিপাশা বসুকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE