Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Life style news

পুজোয় সুস্থ থাকুন, নিজেকে দূরে রাখুন এই সব ভুল ঘরোয়া পদ্ধতি থেকে

পুজো শুরু গিয়েছে। এর মধ্যে ছোটখাটো বিষয়ে ডাক্তারি করতে গিয়ে যেন কোনও ভুল না হয়, তার খেয়াল রাখুন। এই সমস্ত ঘরোয়া পদ্ধতি ভুলেও প্রয়োগ করতে যাবেন না

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৮ ১৮:৪৬
Share: Save:
০১ ০৬
পুজো শুরু গিয়েছে। এর মধ্যে ছোটখাটো বিষয়ে ডাক্তারি করতে গিয়ে যেন কোনও ভুল না হয়, তার খেয়াল রাখুন। এই সমস্ত ঘরোয়া পদ্ধতি ভুলেও প্রয়োগ করতে যাবেন না

পুজো শুরু গিয়েছে। এর মধ্যে ছোটখাটো বিষয়ে ডাক্তারি করতে গিয়ে যেন কোনও ভুল না হয়, তার খেয়াল রাখুন। এই সমস্ত ঘরোয়া পদ্ধতি ভুলেও প্রয়োগ করতে যাবেন না

০২ ০৬
কোথাও পুড়ে গেলে তৎক্ষণাৎ তাতে মাখন বা তেল লাগিয়ে দেওয়া। এটা অনেকেই করে থাকেন। কিন্তু এটা ভুল পদ্ধতি। বরং ঠাণ্ডা জল দেওয়া উচিত।

কোথাও পুড়ে গেলে তৎক্ষণাৎ তাতে মাখন বা তেল লাগিয়ে দেওয়া। এটা অনেকেই করে থাকেন। কিন্তু এটা ভুল পদ্ধতি। বরং ঠাণ্ডা জল দেওয়া উচিত।

০৩ ০৬
ব্রণ বা মুখের কোনও ক্ষতে অনেকেই টুথপেস্ট লাগানোর পরামর্শ দেন। কিন্তু এতে হিতে বিপরীত হতে পারে। সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

ব্রণ বা মুখের কোনও ক্ষতে অনেকেই টুথপেস্ট লাগানোর পরামর্শ দেন। কিন্তু এতে হিতে বিপরীত হতে পারে। সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

০৪ ০৬
প্রচণ্ড ঠাণ্ডায় গলায় ব্যথা? মাউথওয়াশ নিয়ে ভুলেও গার্গলিং করতে যাবেন না। মাউথওয়াশে উপস্থিত রাসায়নিক আরও ক্ষতি পারতে পারে।

প্রচণ্ড ঠাণ্ডায় গলায় ব্যথা? মাউথওয়াশ নিয়ে ভুলেও গার্গলিং করতে যাবেন না। মাউথওয়াশে উপস্থিত রাসায়নিক আরও ক্ষতি পারতে পারে।

০৫ ০৬
র্যা শ বা ওয়াট হলে কি নিজেরাই ডাক্তার হয়ে ওঠেন আর নখ বা কাঁচি দিয়ে জায়গাটা ভুলেও তুলে ফেলবেন না। মারাত্মক আকারের সংক্রমণ হতে পারে এর থেকে।

র্যা শ বা ওয়াট হলে কি নিজেরাই ডাক্তার হয়ে ওঠেন আর নখ বা কাঁচি দিয়ে জায়গাটা ভুলেও তুলে ফেলবেন না। মারাত্মক আকারের সংক্রমণ হতে পারে এর থেকে।

০৬ ০৬
অনেকের আবার এমন ধারণা রয়েছে, হুইস্কি দিয়ে খুব ভাল দাঁতের যত্ন নেওয়া যায়। কিন্তু একেবারেই তা নয়। বরং হুইস্কিতে উপস্থিত অ্যালকোহল দাঁতের ক্ষতি করতে পারে।

অনেকের আবার এমন ধারণা রয়েছে, হুইস্কি দিয়ে খুব ভাল দাঁতের যত্ন নেওয়া যায়। কিন্তু একেবারেই তা নয়। বরং হুইস্কিতে উপস্থিত অ্যালকোহল দাঁতের ক্ষতি করতে পারে।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE