Advertisement
২০ এপ্রিল ২০২৪
Happy children's day

ছোটদের থেকে এগুলো শিখতে পারি আমরা

শুধু কি ছোটরাই বড়দের থেকে শেখে? ছোটদের থেকেও আমাদের অনেক কিছু শেখার রয়েছে। তারা কিন্তু মোটেই হেলাফেলা করার পাত্র নয়। জীবনকে সুন্দর রাখতে তাই অনুসরণ করুন ছোটদের। দেখে নিন কী কী তাদের থেকে শিখতে পারি আমরা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৭ ১৩:১৩
Share: Save:
০১ ০৭
শুধু কি ছোটরাই বড়দের থেকে শেখে? ছোটদের থেকেও আমাদের অনেক কিছু শেখার রয়েছে। তারা কিন্তু মোটেই হেলাফেলা করার পাত্র নয়। জীবনকে সুন্দর রাখতে তাই অনুসরণ করুন ছোটদের। দেখে নিন কী কী তাদের থেকে শিখতে পারি আমরা।

শুধু কি ছোটরাই বড়দের থেকে শেখে? ছোটদের থেকেও আমাদের অনেক কিছু শেখার রয়েছে। তারা কিন্তু মোটেই হেলাফেলা করার পাত্র নয়। জীবনকে সুন্দর রাখতে তাই অনুসরণ করুন ছোটদের। দেখে নিন কী কী তাদের থেকে শিখতে পারি আমরা।

০২ ০৭
ছোটরা কথনই হাল ছাড়ে না। আর বড় হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বড্ড বেশি অধৈর্য হয়ে পড়ি। একটুতেই হাল ছেড়ে হতাশ হয়ে যাই। জীবনে সাফল্য পেতে ছোটদের থেকে এটা শেখা খুবই জরুরি।

ছোটরা কথনই হাল ছাড়ে না। আর বড় হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বড্ড বেশি অধৈর্য হয়ে পড়ি। একটুতেই হাল ছেড়ে হতাশ হয়ে যাই। জীবনে সাফল্য পেতে ছোটদের থেকে এটা শেখা খুবই জরুরি।

০৩ ০৭
ছোটদের থেকে আর একটি শেখার বিষয় হল সাহসীকতা। ছোটরা কিন্তু ভীষণ রোমাঞ্চ প্রিয় হয়ে থাকে। আর জীবনে রোমাঞ্চের প্রয়োজন অবশ্যই রয়েছে। তাই সব সময় ভয়ে ভয়ে না থেকে একটু সাহস জোগান। জীবনটাকে রোমাঞ্চকর করে তুলুন।

ছোটদের থেকে আর একটি শেখার বিষয় হল সাহসীকতা। ছোটরা কিন্তু ভীষণ রোমাঞ্চ প্রিয় হয়ে থাকে। আর জীবনে রোমাঞ্চের প্রয়োজন অবশ্যই রয়েছে। তাই সব সময় ভয়ে ভয়ে না থেকে একটু সাহস জোগান। জীবনটাকে রোমাঞ্চকর করে তুলুন।

০৪ ০৭
আমাদের অবস্থা এখন ঠিক রামগড়ুরের ছানার মতো। কাজের চাপ, দৈন্যন্দিন চাপের সঙ্গে পাল্লা দিয়ে রীতিমতো হাসতে ভুলে যাচ্ছি আমরা। সুস্থ থাকতে হাসিখুশি থাকাটা খুবই জরুরি। ছোটদের থেকে শিখে ফেলুন, কী ভাবে ছোটখাটো বিষয়েও তারা হেসে ওঠে।

আমাদের অবস্থা এখন ঠিক রামগড়ুরের ছানার মতো। কাজের চাপ, দৈন্যন্দিন চাপের সঙ্গে পাল্লা দিয়ে রীতিমতো হাসতে ভুলে যাচ্ছি আমরা। সুস্থ থাকতে হাসিখুশি থাকাটা খুবই জরুরি। ছোটদের থেকে শিখে ফেলুন, কী ভাবে ছোটখাটো বিষয়েও তারা হেসে ওঠে।

০৫ ০৭
ছোটদের কৌতূহলের কোনও শেষ নেই। খুঁটিনাটি বিষয় নিয়ে তারা প্রশ্ন করতে থাকে। তাদের মতো হয়ে উঠুন। কলুর বলদ না হয়ে নিজের মধ্যে কৌতূহল জাগিয়ে তুলুন। প্রশ্ন করুন অন্যকে। প্রশ্ন করুন নিজেকেও।

ছোটদের কৌতূহলের কোনও শেষ নেই। খুঁটিনাটি বিষয় নিয়ে তারা প্রশ্ন করতে থাকে। তাদের মতো হয়ে উঠুন। কলুর বলদ না হয়ে নিজের মধ্যে কৌতূহল জাগিয়ে তুলুন। প্রশ্ন করুন অন্যকে। প্রশ্ন করুন নিজেকেও।

০৬ ০৭
শরীর-স্বাস্থ্য ভাল রাখতে গেলে সারাদিন সক্রিয় থাকুন। ঠিক যেমন ছোটরা থাকে। সারাদিন খেলাধুলো করে তারা। সারাদিন খেলাধুলো করা অবশ্য আপনার সম্ভব হবে না। তাই সময় বের করে নিয়মিত শরীরচর্চা করুন।

শরীর-স্বাস্থ্য ভাল রাখতে গেলে সারাদিন সক্রিয় থাকুন। ঠিক যেমন ছোটরা থাকে। সারাদিন খেলাধুলো করে তারা। সারাদিন খেলাধুলো করা অবশ্য আপনার সম্ভব হবে না। তাই সময় বের করে নিয়মিত শরীরচর্চা করুন।

০৭ ০৭
অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যা ছোটদের থেকে অবশ্যই শেখা উচিত তা হল বন্ধুত্ব কী ভাবে বজায় রাখতে হয়। সম্পর্কের মূল্য দিন। আর বন্ধুর সঙ্গে থাকুন।

অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যা ছোটদের থেকে অবশ্যই শেখা উচিত তা হল বন্ধুত্ব কী ভাবে বজায় রাখতে হয়। সম্পর্কের মূল্য দিন। আর বন্ধুর সঙ্গে থাকুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE