Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Life style news

শুধু খাবেন কেন? কফির সদ্ব্যবহার এ ভাবেও তো করা যায়

সারাদিনের ক্লান্তি কাটাতে কফি বেশ জনপ্রিয় পানীয়। শীতের তার চাহিদা আরও অনেকটা বেড়ে যায়। কিন্তু জানেন কি কফির আরও অনেক গুণ রয়েছে। পান না করেও এ ভাবে কফির সদ্ব্যবহার করতে পারেন আপনি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৯ ১৫:০৯
Share: Save:
০১ ০৮
সারাদিনের ক্লান্তি কাটাতে কফি বেশ জনপ্রিয় পানীয়। শীতের তার চাহিদা আরও অনেকটা বেড়ে যায়। কিন্তু জানেন কি কফির আরও অনেক গুণ রয়েছে। পান না করেও এ ভাবে কফির সদ্ব্যবহার করতে পারেন আপনি।

সারাদিনের ক্লান্তি কাটাতে কফি বেশ জনপ্রিয় পানীয়। শীতের তার চাহিদা আরও অনেকটা বেড়ে যায়। কিন্তু জানেন কি কফির আরও অনেক গুণ রয়েছে। পান না করেও এ ভাবে কফির সদ্ব্যবহার করতে পারেন আপনি।

০২ ০৮
কফির একটা তরতাজা সুগন্ধ রয়েছে। আর এই সুগন্ধকেই কাজে লাগান হাতে। মানে? হাতের সুগন্ধী হিসাবে ব্যবহার করে দেখতে পারেন। সারাদিন নানা কাজ করে আপনার হাতও কিন্তু ক্লান্ত। হাতে অনেক সময় খারাপ গন্ধও হয়। তাঁদের এই পদ্ধতি খুব কাজে লাগবে। সামান্য জলের সঙ্গে কফি পাউডার হাতে ঘষে নিলেই যথেষ্ট।

কফির একটা তরতাজা সুগন্ধ রয়েছে। আর এই সুগন্ধকেই কাজে লাগান হাতে। মানে? হাতের সুগন্ধী হিসাবে ব্যবহার করে দেখতে পারেন। সারাদিন নানা কাজ করে আপনার হাতও কিন্তু ক্লান্ত। হাতে অনেক সময় খারাপ গন্ধও হয়। তাঁদের এই পদ্ধতি খুব কাজে লাগবে। সামান্য জলের সঙ্গে কফি পাউডার হাতে ঘষে নিলেই যথেষ্ট।

০৩ ০৮
স্কিনের জন্যও কফি খুব উপকারি। রিঙ্কল দূর করে, মৃত কোষ দূর করে এমনকি অ্যান্টি-অক্সিড্যান্টও কফি। এক চা চমক বেকিং সোডার সঙ্গে কফি পাউডার মেশান। তারপর মিশ্রণটা মুখে লাগিয়ে কিছু ক্ষণ রেখে ভাল করে ধুয়ে নিন।

স্কিনের জন্যও কফি খুব উপকারি। রিঙ্কল দূর করে, মৃত কোষ দূর করে এমনকি অ্যান্টি-অক্সিড্যান্টও কফি। এক চা চমক বেকিং সোডার সঙ্গে কফি পাউডার মেশান। তারপর মিশ্রণটা মুখে লাগিয়ে কিছু ক্ষণ রেখে ভাল করে ধুয়ে নিন।

০৪ ০৮
ফ্রিজে দুর্গন্ধের সঙ্গে আমরা কম-বেশি সকলেই পরিচিত। একটা কাপে কিছুটা কফি রেখে দিন ফ্রিজের মধ্যে। কফির সমস্ত দুর্গন্ধ টেনে নেবে। ফ্রিজকে দুর্গন্ধ মুক্ত রাখবে।

ফ্রিজে দুর্গন্ধের সঙ্গে আমরা কম-বেশি সকলেই পরিচিত। একটা কাপে কিছুটা কফি রেখে দিন ফ্রিজের মধ্যে। কফির সমস্ত দুর্গন্ধ টেনে নেবে। ফ্রিজকে দুর্গন্ধ মুক্ত রাখবে।

০৫ ০৮
আপনি কি জানেন, কফি দিয়ে আপনার পোষ্যেরও যত্ন নিতে পারেন? পোষ্যকে স্নান করানোর পর তার উপর কিছুটা কফি পাউডার ছড়িয়ে দিন। কফির কড়া গন্ধ পোষ্যকে পোকামাকড় থেকে নিরাপদ রাখবে।

আপনি কি জানেন, কফি দিয়ে আপনার পোষ্যেরও যত্ন নিতে পারেন? পোষ্যকে স্নান করানোর পর তার উপর কিছুটা কফি পাউডার ছড়িয়ে দিন। কফির কড়া গন্ধ পোষ্যকে পোকামাকড় থেকে নিরাপদ রাখবে।

০৬ ০৮
এমনকি, নিজের বাগানের গাছেরও যত্ন নিতে পারেন এই কফি দিয়ে। জলের সঙ্গে মিশিয়ে বা জৈব সারের সঙ্গে মিশিয়েও দিতে পারেন। এতে মাটির নাইট্রোজেন বৃদ্ধি পায়। গাছের বৃদ্ধিও ভাল হয়। তবে কফির মাত্রা যেন খুব বেশি না হয়, লক্ষ রাখবেন।

এমনকি, নিজের বাগানের গাছেরও যত্ন নিতে পারেন এই কফি দিয়ে। জলের সঙ্গে মিশিয়ে বা জৈব সারের সঙ্গে মিশিয়েও দিতে পারেন। এতে মাটির নাইট্রোজেন বৃদ্ধি পায়। গাছের বৃদ্ধিও ভাল হয়। তবে কফির মাত্রা যেন খুব বেশি না হয়, লক্ষ রাখবেন।

০৭ ০৮
কফি দিয়ে কাঠের আসবাবপত্রও খুব ভাল পরিষ্কার করা যায়। কফি ঠান্ডা করে একটি কাপড়ের সাহায্যে সেটা কাঠের আসবাবের উপরে লাগিয়ে দিন। পরিষ্কারও যেমন হবে, একই সঙ্গে আসবাবের রংও ফিরে পাবেন।

কফি দিয়ে কাঠের আসবাবপত্রও খুব ভাল পরিষ্কার করা যায়। কফি ঠান্ডা করে একটি কাপড়ের সাহায্যে সেটা কাঠের আসবাবের উপরে লাগিয়ে দিন। পরিষ্কারও যেমন হবে, একই সঙ্গে আসবাবের রংও ফিরে পাবেন।

০৮ ০৮
বেপাড়ার বিড়াল তাড়াতেও কিন্তু ওস্তাদ এই কফি। একটু ফাঁক পেয়েছে কি বাড়িতে বিড়াল এসে হাজির, এই অভিজ্ঞতা প্রায় সকলেরই রয়েছে। বিড়ালের অনধিকার প্রবেশ রুখতে জানলার পাশে বেশ কিছুটা কফি রেখে দিন। কফির কড়া গন্ধ বিড়ালের পক্ষে অস্বস্তিকর।

বেপাড়ার বিড়াল তাড়াতেও কিন্তু ওস্তাদ এই কফি। একটু ফাঁক পেয়েছে কি বাড়িতে বিড়াল এসে হাজির, এই অভিজ্ঞতা প্রায় সকলেরই রয়েছে। বিড়ালের অনধিকার প্রবেশ রুখতে জানলার পাশে বেশ কিছুটা কফি রেখে দিন। কফির কড়া গন্ধ বিড়ালের পক্ষে অস্বস্তিকর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE