Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Lifestyle News

কানে ব্যথা কমাতে পারে একটি মোজা, শিখে নিন দারুণ টোটকা

শেষবেলায় শীত বেশ জাঁকিয়ে পড়েছে। এই আবহাওয়ায় ঠান্ডা লাগা, ইনফেকশনের সমস্যায় প্রায়ই ভোগে বাচ্চারা। মিডল ইয়ারে ফ্লুইড জমে কানের ইনফেকশনের সমস্যায় ভুগতে দেখা যায় বাচ্চাদের। কানে পুঁজ জমা, চুলকানোর সমস্যা বাচ্চাদের খুবই বিব্রত করে তোলে।

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৭ ১২:২৩
Share: Save:
০১ ০৬
একটি সাদা মোজা নিন।

একটি সাদা মোজা নিন।

০২ ০৬
থা কমানোর জন্য সৈন্ধব লবণের উপকারিতার কথা সকলেই জানেন। এই টোটকার জন্য প্রয়োজন দেড় কাপ সৈন্ধব লবণ।

থা কমানোর জন্য সৈন্ধব লবণের উপকারিতার কথা সকলেই জানেন। এই টোটকার জন্য প্রয়োজন দেড় কাপ সৈন্ধব লবণ।

০৩ ০৬
মোজার মধ্যে সৈন্ধব লবণ ঢেলে দিন।

মোজার মধ্যে সৈন্ধব লবণ ঢেলে দিন।

০৪ ০৬
মোজার নীচের অংশে সৈন্ধব লবণ ভরে উপরের অংশ ভাল ভাবে বেঁধে নিন যাতে নুন বেরিয়ে না যায়।

মোজার নীচের অংশে সৈন্ধব লবণ ভরে উপরের অংশ ভাল ভাবে বেঁধে নিন যাতে নুন বেরিয়ে না যায়।

০৫ ০৬
প্যান গরম করে আঁচ একদম কম রেখে নুন ভরা মোজা গরম করে নিন। উল্টে দু’পিঠই গরম করবেন। তবে হালকা গরম। বেশি গরম যেন না হয়ে ওঠে।

প্যান গরম করে আঁচ একদম কম রেখে নুন ভরা মোজা গরম করে নিন। উল্টে দু’পিঠই গরম করবেন। তবে হালকা গরম। বেশি গরম যেন না হয়ে ওঠে।

০৬ ০৬
এ বার নুন ভরা গরম মোজার ব্যথা কানে চেপে ধরলে কিছুক্ষণের মধ্যে যন্ত্রণা সেরে যাবে। একই মোজা বার বার ব্যবহার করতে পারেন।

এ বার নুন ভরা গরম মোজার ব্যথা কানে চেপে ধরলে কিছুক্ষণের মধ্যে যন্ত্রণা সেরে যাবে। একই মোজা বার বার ব্যবহার করতে পারেন।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE