Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Milestone

মাইলস্টোনের আলাদা আলাদা রঙের মানে জানেন

লং ড্রাইভে যাওয়ার সময় রাস্তার পাশে মাইলস্টোন দেখেছেন নিশ্চয়ই। খেয়াল করেছেন কি এই মাইলস্টোন কিন্তু একেক জায়গায় একেক রঙের হয়। কোথাও কালো, কোথাও হলুদ তো কোথাও আবার সবুজ। আসুন জেনে নেওয়া যাক এই রঙের মানে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৭ ০৯:৪২
Share: Save:
০১ ০৫
লং ড্রাইভে যাওয়ার সময় রাস্তার পাশে মাইলস্টোন দেখেছেন নিশ্চয়ই। খেয়াল করেছেন কি এই মাইলস্টোন কিন্তু একেক জায়গায় একেক রঙের হয়। কোথাও কালো, কোথাও হলুদ তো কোথাও আবার সবুজ। আসুন জেনে নেওয়া যাক এই রঙের মানে।

লং ড্রাইভে যাওয়ার সময় রাস্তার পাশে মাইলস্টোন দেখেছেন নিশ্চয়ই। খেয়াল করেছেন কি এই মাইলস্টোন কিন্তু একেক জায়গায় একেক রঙের হয়। কোথাও কালো, কোথাও হলুদ তো কোথাও আবার সবুজ। আসুন জেনে নেওয়া যাক এই রঙের মানে।

০২ ০৫
রাস্তার ধারে আপনি যদি হলুদ রঙের মাইলস্টোন দেখেন, তা হলে বুঝবেন আপনি কোনও জাতীয় সড়কে রয়েছেন। এই সড়কগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের।

রাস্তার ধারে আপনি যদি হলুদ রঙের মাইলস্টোন দেখেন, তা হলে বুঝবেন আপনি কোনও জাতীয় সড়কে রয়েছেন। এই সড়কগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের।

০৩ ০৫
আপনি যদি কোথাও কালো রঙের মাইলস্টোন দেখেন, তা হলে বুঝবেন আপনি কোনও বড় শহর বা জেলার বড় রাস্তায় রয়েছেন।

আপনি যদি কোথাও কালো রঙের মাইলস্টোন দেখেন, তা হলে বুঝবেন আপনি কোনও বড় শহর বা জেলার বড় রাস্তায় রয়েছেন।

০৪ ০৫
রাস্তার ধারে আপনি যদি কোথাও সবুজ রঙের মাইলস্টোন দেখেন, তা হলে তার অর্থ আপনি কোনও রাজ্য সড়কে রয়েছেন। এই সড়কগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজ্য সরকারের।

রাস্তার ধারে আপনি যদি কোথাও সবুজ রঙের মাইলস্টোন দেখেন, তা হলে তার অর্থ আপনি কোনও রাজ্য সড়কে রয়েছেন। এই সড়কগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজ্য সরকারের।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE