Advertisement
১৯ মার্চ ২০২৪
Narendra Modi

মোদী থেকে অমিত বা সনিয়া, সুষমাদের মতো এই ভারতীয় রাজনীতিকদের পুরনো ছবিগুলো দেখে চেনাই মুশকিল

বংশ পরম্পরায় রাজনীতিতে‌ যুক্ত কারও পরিবার। কেউ আবার নিজ চেষ্টাতেই হয়ে উঠেছেন ‘চাণক্য’। শুরুটা যে ভাবেই হোক না কেন, রাজনীতির ময়দানে আজ প্রতিষ্ঠিত তাঁরা। কিন্তু রাজনীতিতে অভিষেকের সময় ঠিক কেমন দেখতে ছিলেন এ দেশের রাজনীতিকরা? আর এতদিনের অভিজ্ঞতা কতটাই বা প্রভাব ফেলেছে তাঁদের চেহারায়?

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ মে ২০১৯ ১০:৪৪
Share: Save:
০১ ১২
বংশ পরম্পরায় রাজনীতিতে‌ যুক্ত কারও পরিবার। কেউ আবার নিজ চেষ্টাতেই হয়ে উঠেছেন ‘চাণক্য’। শুরুটা যে ভাবেই হোক না কেন, রাজনীতির ময়দানে আজ প্রতিষ্ঠিত তাঁরা। কিন্তু রাজনীতিতে অভিষেকের সময় ঠিক কেমন দেখতে ছিলেন এ দেশের রাজনীতিকরা? আর এতদিনের অভিজ্ঞতা কতটাই বা প্রভাব ফেলেছে তাঁদের চেহারায়?

বংশ পরম্পরায় রাজনীতিতে‌ যুক্ত কারও পরিবার। কেউ আবার নিজ চেষ্টাতেই হয়ে উঠেছেন ‘চাণক্য’। শুরুটা যে ভাবেই হোক না কেন, রাজনীতির ময়দানে আজ প্রতিষ্ঠিত তাঁরা। কিন্তু রাজনীতিতে অভিষেকের সময় ঠিক কেমন দেখতে ছিলেন এ দেশের রাজনীতিকরা? আর এতদিনের অভিজ্ঞতা কতটাই বা প্রভাব ফেলেছে তাঁদের চেহারায়?

০২ ১২
নরেন্দ্র মোদী: চা বিক্রেতার ছেলে থেকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের শাসক— এই দীর্ঘ যাত্রাপথে কম বিতর্কে জড়াননি নরেন্দ্র মোদী। কখনও গুজরাত দাঙ্গায় তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, তো কখনও আবার অভিযোগ উঠেছে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির কাজে হস্তক্ষেপের। তবে দেশের রাজনীতিতে এই মুহূর্তে তাঁর জুড়ি মেলা ভার।

নরেন্দ্র মোদী: চা বিক্রেতার ছেলে থেকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের শাসক— এই দীর্ঘ যাত্রাপথে কম বিতর্কে জড়াননি নরেন্দ্র মোদী। কখনও গুজরাত দাঙ্গায় তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, তো কখনও আবার অভিযোগ উঠেছে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির কাজে হস্তক্ষেপের। তবে দেশের রাজনীতিতে এই মুহূর্তে তাঁর জুড়ি মেলা ভার।

০৩ ১২
সনিয়া গাঁধী: পাঁচ দশক আগে রাজীব গাঁধীর হাত ধরে এ দেশে পা রেখেছিলেন। আর সেই সূত্রেই জড়িয়ে পড়েছিলেন ভারতীয় রাজনীতিতে। আজও সংসদে নিয়মিত হাজিরা দেন সনিয়া গাঁধী। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী হওয়া সত্ত্বেও, ‘বিদেশি’ কটাক্ষ শুনতে হয়েছে। কিন্তু কখনওই মেজাজ হারাতে দেখা যায়নি ইন্দিরা গাঁধীর পুত্রবধূকে।

সনিয়া গাঁধী: পাঁচ দশক আগে রাজীব গাঁধীর হাত ধরে এ দেশে পা রেখেছিলেন। আর সেই সূত্রেই জড়িয়ে পড়েছিলেন ভারতীয় রাজনীতিতে। আজও সংসদে নিয়মিত হাজিরা দেন সনিয়া গাঁধী। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী হওয়া সত্ত্বেও, ‘বিদেশি’ কটাক্ষ শুনতে হয়েছে। কিন্তু কখনওই মেজাজ হারাতে দেখা যায়নি ইন্দিরা গাঁধীর পুত্রবধূকে।

০৪ ১২
রাহুল গাঁধী: নেহরু-গাঁধী পরিবারের উত্তরাধিকারী তিনি। একটু ভুল চুক হলেই হল, অমনই নামের সঙ্গে সেঁটে যায় ‘পাপ্পু’ তকমা। তবে অনেকটা পথ পেরিয়েছেন রাজীব তনয়। কংগ্রেস সভাপতি হিসাবে সম্প্রতি দলের ব্যর্থতার দায়ও নিজের কাঁধে তুলে নিতে দেখা গিয়েছে তাঁকে।

রাহুল গাঁধী: নেহরু-গাঁধী পরিবারের উত্তরাধিকারী তিনি। একটু ভুল চুক হলেই হল, অমনই নামের সঙ্গে সেঁটে যায় ‘পাপ্পু’ তকমা। তবে অনেকটা পথ পেরিয়েছেন রাজীব তনয়। কংগ্রেস সভাপতি হিসাবে সম্প্রতি দলের ব্যর্থতার দায়ও নিজের কাঁধে তুলে নিতে দেখা গিয়েছে তাঁকে।

০৫ ১২
অমিত শাহ: নরেন্দ্র মোদী যদি অধিপতি হন, তা হলে অমিত শাহ নিঃসন্দেহে তাঁর সেনাপতি। এই মুহূর্তে তাঁর সিদ্ধান্তই শেষ কথা বিজেপিতে। সোহরাবউদ্দিন ভুয়ো এনকাউন্টার মামলায় নাম জড়ালেও, তা তাঁর রাজনৈতিক কেরিয়ারে বিশেষ প্রভাব ফেলতে পারেনি। বরং যাবতীয় বিতর্ক কাটিয়ে ভারতীয় রাজনীতিতে ‘চাণক্য’ তকমা হাসিল করে ফেলেছেন তিনি।

অমিত শাহ: নরেন্দ্র মোদী যদি অধিপতি হন, তা হলে অমিত শাহ নিঃসন্দেহে তাঁর সেনাপতি। এই মুহূর্তে তাঁর সিদ্ধান্তই শেষ কথা বিজেপিতে। সোহরাবউদ্দিন ভুয়ো এনকাউন্টার মামলায় নাম জড়ালেও, তা তাঁর রাজনৈতিক কেরিয়ারে বিশেষ প্রভাব ফেলতে পারেনি। বরং যাবতীয় বিতর্ক কাটিয়ে ভারতীয় রাজনীতিতে ‘চাণক্য’ তকমা হাসিল করে ফেলেছেন তিনি।

০৬ ১২
মমতা বন্দ্যোপাধ্যায়: ‘‘আন্দোলন লগ্নে জন্ম, আন্দোলন লগ্নেই মরব’’, বলে সম্প্রতি নিজেই মন্তব্য করেছিলেন। এ ব্যাপারে তাঁর সঙ্গে একমত হবেন অনেকেই। দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে একাধিক বার আন্দোলনে নেমেছেন। বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরও যা বদলায়নি। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়: ‘‘আন্দোলন লগ্নে জন্ম, আন্দোলন লগ্নেই মরব’’, বলে সম্প্রতি নিজেই মন্তব্য করেছিলেন। এ ব্যাপারে তাঁর সঙ্গে একমত হবেন অনেকেই। দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে একাধিক বার আন্দোলনে নেমেছেন। বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরও যা বদলায়নি। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়।

০৭ ১২
অখিলেশ যাদব: মুলায়ম সিংহ যাদবের ছেলে তিনি। এই পরিচয়েই রাজনীতিত‌ে পদার্পণ অখিলেশ যাদবের। তবে পুরনো ধ্যান ধারণা আঁকড়ে বসে থাকার পাত্র যে তিনি নন, তা বুঝিয়ে দিয়েছেন। বাবার আপত্তি সত্ত্বেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদল এনেছেন দলে।

অখিলেশ যাদব: মুলায়ম সিংহ যাদবের ছেলে তিনি। এই পরিচয়েই রাজনীতিত‌ে পদার্পণ অখিলেশ যাদবের। তবে পুরনো ধ্যান ধারণা আঁকড়ে বসে থাকার পাত্র যে তিনি নন, তা বুঝিয়ে দিয়েছেন। বাবার আপত্তি সত্ত্বেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদল এনেছেন দলে।

০৮ ১২
উদ্ধব ঠাকরে : শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের ছেলে তিনি। বাবার কাছেই রাজনীতির প্রাথমিক পাঠ। বাবার মৃত্যুর পর থেকে তাঁর হাতেই দলের যাবতীয় দায়িত্ব। আর দক্ষ হাতেই সব কিছু সামলাচ্ছেন তিনি।

উদ্ধব ঠাকরে : শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের ছেলে তিনি। বাবার কাছেই রাজনীতির প্রাথমিক পাঠ। বাবার মৃত্যুর পর থেকে তাঁর হাতেই দলের যাবতীয় দায়িত্ব। আর দক্ষ হাতেই সব কিছু সামলাচ্ছেন তিনি।

০৯ ১২
সুষমা স্বরাজ: পেশায় আইনজীবী। এক সময় সুপ্রিম কোর্টেও প্র্যাকটিস করেছেন। সাতের দশকে সঙ্ঘের শাখা সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে যোগ দেন। জরুরি অবস্থার পর বিজেপিতে চলে আসেন। তিনি-ই দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। ইন্দিরা গাঁধীর পর তিনি দেশের দ্বিতীয় মহিলা বিদেশমন্ত্রী।

সুষমা স্বরাজ: পেশায় আইনজীবী। এক সময় সুপ্রিম কোর্টেও প্র্যাকটিস করেছেন। সাতের দশকে সঙ্ঘের শাখা সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে যোগ দেন। জরুরি অবস্থার পর বিজেপিতে চলে আসেন। তিনি-ই দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। ইন্দিরা গাঁধীর পর তিনি দেশের দ্বিতীয় মহিলা বিদেশমন্ত্রী।

১০ ১২
স্মৃতি ইরানি: ঘটনাচক্রে রাজনীতিতে আবির্ভাব স্মৃতি ইরানির। ১৯৯৮ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেন তিনি। সেখান থেকেই অভিনয়ের সুযোগ চলে আসে। একতা কপূরের ‘কিউঁ কি সাস ভি কভি বহু থি’ সিরিয়ালে তুমুল জনপ্রিয়তা পান। এক সময় নরেন্দ্র মোদীর কট্টর সমালোচক থাকলেও, পরবর্তী কালে মোদী সরকারেরই মন্ত্রী নির্বাচিত হন।

স্মৃতি ইরানি: ঘটনাচক্রে রাজনীতিতে আবির্ভাব স্মৃতি ইরানির। ১৯৯৮ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেন তিনি। সেখান থেকেই অভিনয়ের সুযোগ চলে আসে। একতা কপূরের ‘কিউঁ কি সাস ভি কভি বহু থি’ সিরিয়ালে তুমুল জনপ্রিয়তা পান। এক সময় নরেন্দ্র মোদীর কট্টর সমালোচক থাকলেও, পরবর্তী কালে মোদী সরকারেরই মন্ত্রী নির্বাচিত হন।

১১ ১২
বসুন্ধরা রাজে: গ্বালিয়রের মহারাজ জিভাজিরাও সিন্ধিয়ার মেয়ে। বিয়ে হয় রাজস্থানের ঢোলপুরের মহারাজ রানা হেমন্ত সিংহের সঙ্গে। কিন্তু বিয়েক বছর খানেক পরেই দু’জনের বিচ্ছেদ হয়ে যায়। ১৯৮৪ সালে বিজেপির হাত ধরে রাজনীতিতে প্রবেশ। দু’-দু’বার রাজস্থানের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। তাঁর ছেলে দুষ্মন্ত সিংহও বিজেপি সাংসদ।

বসুন্ধরা রাজে: গ্বালিয়রের মহারাজ জিভাজিরাও সিন্ধিয়ার মেয়ে। বিয়ে হয় রাজস্থানের ঢোলপুরের মহারাজ রানা হেমন্ত সিংহের সঙ্গে। কিন্তু বিয়েক বছর খানেক পরেই দু’জনের বিচ্ছেদ হয়ে যায়। ১৯৮৪ সালে বিজেপির হাত ধরে রাজনীতিতে প্রবেশ। দু’-দু’বার রাজস্থানের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। তাঁর ছেলে দুষ্মন্ত সিংহও বিজেপি সাংসদ।

১২ ১২
এইচ ডি দেবগৌড়া: রাজনৈতিক জীবন শুরু কংগ্রেসের হাত ধরে। কিন্তু ১৯৬৯ সালে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ইন্দিরা গাঁধীকে দল থেকে বহিষ্কার করা হলে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (অর্গানাইজেশন)-এ যোগ দেন দেবগৌড়া। জরুরি অবস্থার সময় গ্রেফতারও হন তিনি। পরবর্তী কালে জনতা দল (সেকুলার)-এ যোগ দেন। প্রধানমন্ত্রীও হন তিনি।

এইচ ডি দেবগৌড়া: রাজনৈতিক জীবন শুরু কংগ্রেসের হাত ধরে। কিন্তু ১৯৬৯ সালে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ইন্দিরা গাঁধীকে দল থেকে বহিষ্কার করা হলে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (অর্গানাইজেশন)-এ যোগ দেন দেবগৌড়া। জরুরি অবস্থার সময় গ্রেফতারও হন তিনি। পরবর্তী কালে জনতা দল (সেকুলার)-এ যোগ দেন। প্রধানমন্ত্রীও হন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE