Advertisement
২০ এপ্রিল ২০২৪
Photogallery

ভারতীয় শিল্পপতিদের এই কৃতী কন্যাদের চেনেন?

মুকেশ অম্বানী, আদিত্য বিড়লাদের সঙ্গে পাল্লা দেন এঁরা। দেশের প্রথম সারির শিল্পপতিদের তালিকার একেবারে প্রথম দিকেই থাকবেন এই মহিলা ব্রিগেড। পরিচয় করে নেওয়া যাক দেশের সেরা মহিলা শিল্পপতিদের সঙ্গে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৭ ১৩:১০
Share: Save:
০১ ১০
অশ্বিনী বিয়ানী:  ফিউচার গ্রুপের কর্ণধার কিশোর বিয়ানীর মেয়ে অশ্বিনী বিয়ানী। বর্তমানে তিনি এই গ্রুপের অন্যতম ডিরেক্টরের পদে রয়েছেন। টেক্সটাইল ডিজাইন নিয়ে স্নাতক এবং পরবর্তীকেল সিনারিও প্ল্যানিং নিয়ে ক্যালিফোর্নিয়ার স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন অশ্বিনী। পারিবারিক ব্যবসায় তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অশ্বিনী বিয়ানী: ফিউচার গ্রুপের কর্ণধার কিশোর বিয়ানীর মেয়ে অশ্বিনী বিয়ানী। বর্তমানে তিনি এই গ্রুপের অন্যতম ডিরেক্টরের পদে রয়েছেন। টেক্সটাইল ডিজাইন নিয়ে স্নাতক এবং পরবর্তীকেল সিনারিও প্ল্যানিং নিয়ে ক্যালিফোর্নিয়ার স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন অশ্বিনী। পারিবারিক ব্যবসায় তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

০২ ১০
বনিশা মিত্তল: দেশের সর্ববৃহৎ স্টিল কোম্পানির মালিক লক্ষ্মীনারায়ণ মিত্তলের একমাত্র মেয়ে বনিশা মিত্তল লন্ডন বিশ্ববিদ্যালয় এবং ইউরোপিয়ান বিজনেস স্কুল থেকে পড়াশোনা করেছেন। ২০০৪ সাল থেকে মিত্তল গ্রুপের এলএনএম হোল্ডিং সংস্থার অন্যতম ডিরেক্টর তিনি। বিয়ে করেছেন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার অমিত ভাটিয়াকে।

বনিশা মিত্তল: দেশের সর্ববৃহৎ স্টিল কোম্পানির মালিক লক্ষ্মীনারায়ণ মিত্তলের একমাত্র মেয়ে বনিশা মিত্তল লন্ডন বিশ্ববিদ্যালয় এবং ইউরোপিয়ান বিজনেস স্কুল থেকে পড়াশোনা করেছেন। ২০০৪ সাল থেকে মিত্তল গ্রুপের এলএনএম হোল্ডিং সংস্থার অন্যতম ডিরেক্টর তিনি। বিয়ে করেছেন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার অমিত ভাটিয়াকে।

০৩ ১০
অক্ষতা মূর্তি: ইনফোসিসের প্রতিষ্ঠাতা ও প্রাণপুরুষ নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতা মূর্তি। বর্তমানে তিনি একটি বেসরকারি সংস্থায় মার্কেটিং ডিরেক্টরের পদে রয়েছেন।

অক্ষতা মূর্তি: ইনফোসিসের প্রতিষ্ঠাতা ও প্রাণপুরুষ নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতা মূর্তি। বর্তমানে তিনি একটি বেসরকারি সংস্থায় মার্কেটিং ডিরেক্টরের পদে রয়েছেন।

০৪ ১০
তানিয়া দুবাশ: গোদরেজ গ্রুপের চেয়ারম্যান আদি গোদরেজের মেয়ে তানিয়া বর্তমানে ওই সংস্থার চিফ ব্র্যান্ড অফিসার। ভারতীয় মহিলা ব্যাঙ্কের বোর্ড অফ চেয়ারম্যানের অন্যতম সদস্যও তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি থেকে অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তানিয়া।

তানিয়া দুবাশ: গোদরেজ গ্রুপের চেয়ারম্যান আদি গোদরেজের মেয়ে তানিয়া বর্তমানে ওই সংস্থার চিফ ব্র্যান্ড অফিসার। ভারতীয় মহিলা ব্যাঙ্কের বোর্ড অফ চেয়ারম্যানের অন্যতম সদস্যও তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি থেকে অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তানিয়া।

০৫ ১০
নিশা গোদরেজ: গোদরেজ গ্রুপের চেয়ারম্যান আদি গোদরেজের অন্য মেয়ে নিশা গোদরেজ বর্তমানে গোদরেজ কনসিউমার প্রোডাক্টসের চেয়ারম্যানের পদে রয়েছেন। গোদরেজ অ্যাগ্রোভেট এবং টেক ফর ইন্ডিয়া বোর্ডেরও সদস্যা তিনি। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ারটন স্কুল থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক এবং পরে হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ করেছেন নিশা।

নিশা গোদরেজ: গোদরেজ গ্রুপের চেয়ারম্যান আদি গোদরেজের অন্য মেয়ে নিশা গোদরেজ বর্তমানে গোদরেজ কনসিউমার প্রোডাক্টসের চেয়ারম্যানের পদে রয়েছেন। গোদরেজ অ্যাগ্রোভেট এবং টেক ফর ইন্ডিয়া বোর্ডেরও সদস্যা তিনি। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ারটন স্কুল থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক এবং পরে হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ করেছেন নিশা।

০৬ ১০
পিয়া সিংহ: দেশের অন্যতম রিয়েল এস্টেট সংস্থার কর্ণধার কুশল সিংহের মেয়ে পিয়া ডিএলএফ রিটেল ডেভলপার লিমিটেডের অন্যতম চেয়ারম্যান। এ ছাড়া স্কিল অ্যাকাডেমি প্রাইভেট লিমিটেডের সহযোগী চেয়ারম্যানের পদও সামলান তিনি।

পিয়া সিংহ: দেশের অন্যতম রিয়েল এস্টেট সংস্থার কর্ণধার কুশল সিংহের মেয়ে পিয়া ডিএলএফ রিটেল ডেভলপার লিমিটেডের অন্যতম চেয়ারম্যান। এ ছাড়া স্কিল অ্যাকাডেমি প্রাইভেট লিমিটেডের সহযোগী চেয়ারম্যানের পদও সামলান তিনি।

০৭ ১০
রোশনি নাদার: এইচসিএল এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা শিব নাদারের মেয়ে রোশনি বর্তমানে ওই সংস্থার অন্যতম কর্ণধার এবং একজিকিউটিভ ডিরেক্টর। শাস্ত্রীয় সঙ্গীতেও তাঁর খ্যাতি রয়েছে।

রোশনি নাদার: এইচসিএল এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা শিব নাদারের মেয়ে রোশনি বর্তমানে ওই সংস্থার অন্যতম কর্ণধার এবং একজিকিউটিভ ডিরেক্টর। শাস্ত্রীয় সঙ্গীতেও তাঁর খ্যাতি রয়েছে।

০৮ ১০
অনন্যাশ্রী বিড়লা: দেশের প্রসিদ্ধ শিল্পপতি কুমারমঙ্গলম বিড়লার মেয়ে অনন্যাশ্রী বিড়লা মাইক্রো ফিনান্স সংস্থা ‘স্বতন্ত্র’র প্রতিষ্ঠাতা। ব্যবসা সামলানোর পাশাপাশি গান বাজনাতেও তাঁর প্রবল আগ্রহ। তিনি নিজে একজন সঙ্গীতজ্ঞা, পছন্দ করেন সন্তুর বাজাতে।

অনন্যাশ্রী বিড়লা: দেশের প্রসিদ্ধ শিল্পপতি কুমারমঙ্গলম বিড়লার মেয়ে অনন্যাশ্রী বিড়লা মাইক্রো ফিনান্স সংস্থা ‘স্বতন্ত্র’র প্রতিষ্ঠাতা। ব্যবসা সামলানোর পাশাপাশি গান বাজনাতেও তাঁর প্রবল আগ্রহ। তিনি নিজে একজন সঙ্গীতজ্ঞা, পছন্দ করেন সন্তুর বাজাতে।

০৯ ১০
ঈশা অম্বানী: এশিয়ার প্রথম ১২ জন মহিলা শিল্পপতির তালিকায় প্রথম দিকে স্থান পেয়েছেন মুকেশ ও নিতা অম্বানীর মেয়ে ঈশা অম্বানী। ফোর্বসের প্রকাশিত এশিয়ার প্রভাবশালী মহিলা শিল্পপতিদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ঈশা। নিজের দক্ষতা এবং যোগ্যতার প্রমাণ দিয়ে রিলায়েন্সের অন্তর্গত দুটি সংস্থার শীর্ষপদাধিকারীর দায়িত্ব পেয়েছেন।

ঈশা অম্বানী: এশিয়ার প্রথম ১২ জন মহিলা শিল্পপতির তালিকায় প্রথম দিকে স্থান পেয়েছেন মুকেশ ও নিতা অম্বানীর মেয়ে ঈশা অম্বানী। ফোর্বসের প্রকাশিত এশিয়ার প্রভাবশালী মহিলা শিল্পপতিদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ঈশা। নিজের দক্ষতা এবং যোগ্যতার প্রমাণ দিয়ে রিলায়েন্সের অন্তর্গত দুটি সংস্থার শীর্ষপদাধিকারীর দায়িত্ব পেয়েছেন।

১০ ১০
নন্দিনী পিরামল: দেশের অন্যতম বড় ফার্মাসিউটিকাল সংস্থা পিরামল এন্টারপ্রাইজের কর্ণধার অজয় পিরামলের মেয়ে নন্দিনী পিরামল বর্তমানে ওই সংস্থার একজিকিউটিভ ডিরেক্টর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্যতম মেধাবী ছাত্রী নন্দিনী বাবার সঙ্গে কাঁধ মিলিয়ে পারিবারিক ব্যবসাকে উচ্চতার অন্যতম শিখরে নিয়ে গিয়েছেন।

নন্দিনী পিরামল: দেশের অন্যতম বড় ফার্মাসিউটিকাল সংস্থা পিরামল এন্টারপ্রাইজের কর্ণধার অজয় পিরামলের মেয়ে নন্দিনী পিরামল বর্তমানে ওই সংস্থার একজিকিউটিভ ডিরেক্টর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্যতম মেধাবী ছাত্রী নন্দিনী বাবার সঙ্গে কাঁধ মিলিয়ে পারিবারিক ব্যবসাকে উচ্চতার অন্যতম শিখরে নিয়ে গিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE