Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Rajasthan

এই গ্রামের প্রতিটি পুরুষ দু’বার বিয়ে করেন! কারণ জানলে অবাক হবেন

দু বার বিয়ে। কিন্তু, তাতে কোনও সামাজিক বা আইনগত সমস্যা হয় না এই গ্রামে। রাজস্থানের এই প্রত্যন্ত গ্রামের রীতি পুরুষদের দু’বার বিয়ে করা। কেন জানেন? দেখে নেওয়া যাক কারণগুলি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৮ ১০:৪৮
Share: Save:
০১ ০৯
দু বার বিয়ে। কিন্তু, তাতে কোনও সামাজিক বা আইনগত সমস্যা হয় না এই গ্রামে। রাজস্থানের এই প্রত্যন্ত গ্রামের রীতি পুরুষদের দু’বার বিয়ে করা। কেন জানেন? দেখে নেওয়া যাক কারণগুলি।

দু বার বিয়ে। কিন্তু, তাতে কোনও সামাজিক বা আইনগত সমস্যা হয় না এই গ্রামে। রাজস্থানের এই প্রত্যন্ত গ্রামের রীতি পুরুষদের দু’বার বিয়ে করা। কেন জানেন? দেখে নেওয়া যাক কারণগুলি।

০২ ০৯
ভারত-পাকিস্তান সীমান্তের কাছে রাজস্থানের ছোট্ট গ্রাম দেরাসর। বারমেঢ় জেলার এই গ্রামের প্রত্যেক পুরুষেরই দু’বার বিয়ে বাধ্যতামূলক।

ভারত-পাকিস্তান সীমান্তের কাছে রাজস্থানের ছোট্ট গ্রাম দেরাসর। বারমেঢ় জেলার এই গ্রামের প্রত্যেক পুরুষেরই দু’বার বিয়ে বাধ্যতামূলক।

০৩ ০৯
গ্রামে প্রায় ৬০০ মানুষের বাস। গ্রামটি মূলত মুসলিম প্রভাবিত। রয়েছে কম বেশি ৭০টি পরিবার।

গ্রামে প্রায় ৬০০ মানুষের বাস। গ্রামটি মূলত মুসলিম প্রভাবিত। রয়েছে কম বেশি ৭০টি পরিবার।

০৪ ০৯
গ্রামবাসীদের দাবি, প্রত্যেক পরিবারই নাকি পরম্পরাগত ভাবে বিয়ে নিয়ে এই রীতি মেনে আসছে।

গ্রামবাসীদের দাবি, প্রত্যেক পরিবারই নাকি পরম্পরাগত ভাবে বিয়ে নিয়ে এই রীতি মেনে আসছে।

০৫ ০৯
এক প্রকার জোর করেই ছেলেদের দ্বিতীয়বার বিয়ে দিতে বাধ্য করে তাদের পরিবার।

এক প্রকার জোর করেই ছেলেদের দ্বিতীয়বার বিয়ে দিতে বাধ্য করে তাদের পরিবার।

০৬ ০৯
গ্রামবাসীদের দাবি, আগে গ্রামে যত জন পুরুষ বিয়ে করতেন, তাঁদের কারওরই প্রথম পক্ষের স্ত্রী-র সন্তান হত না। তাই দ্বিতীয় বার বিয়ে করতে হত। সেই দ্বিতীয় পক্ষের স্ত্রীর গর্ভে নাকি সন্তান আসত।

গ্রামবাসীদের দাবি, আগে গ্রামে যত জন পুরুষ বিয়ে করতেন, তাঁদের কারওরই প্রথম পক্ষের স্ত্রী-র সন্তান হত না। তাই দ্বিতীয় বার বিয়ে করতে হত। সেই দ্বিতীয় পক্ষের স্ত্রীর গর্ভে নাকি সন্তান আসত।

০৭ ০৯
বহুকাল ধরে এমন ঘটনাই ঘটছে। তার পর সেটাকেই রীতি হিসেবে মেনে নেন গ্রামবাসীরা।

বহুকাল ধরে এমন ঘটনাই ঘটছে। তার পর সেটাকেই রীতি হিসেবে মেনে নেন গ্রামবাসীরা।

০৮ ০৯
এখনও নাকি এমন ঘটনাই ঘটে চলেছে গ্রামটিতে। যদিও এই ঘটনার কোনও ব্যাখ্যা দিতে পারেননি কেউই। গ্রামবাসীদের কথায়, প্রথমবার বিয়ের পর অনেকেই দীর্ঘকাল সন্তানের জন্য অপেক্ষা করেছেন, এ রকম উদাহরণ প্রচুর রয়েছে।

এখনও নাকি এমন ঘটনাই ঘটে চলেছে গ্রামটিতে। যদিও এই ঘটনার কোনও ব্যাখ্যা দিতে পারেননি কেউই। গ্রামবাসীদের কথায়, প্রথমবার বিয়ের পর অনেকেই দীর্ঘকাল সন্তানের জন্য অপেক্ষা করেছেন, এ রকম উদাহরণ প্রচুর রয়েছে।

০৯ ০৯
দ্বিতীয় বার বিয়ে করাটাকে তাই এই গ্রামে শুভ বলেই মনে করা হয়।

দ্বিতীয় বার বিয়ে করাটাকে তাই এই গ্রামে শুভ বলেই মনে করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE