Advertisement
১৬ এপ্রিল ২০২৪
National news

এ রকম ভুল সাইন বোর্ডের পাল্লায় পড়েছেন কখনও?

যাঁদের লং ড্রাইভে যাওয়ার অভ্যাস, তাঁরা খুব ভাল জানেন যে রাস্তার পাশের সাইন বোর্ড কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু এই সাইন বোর্ডের লেখাটাই যদি ভুল হয়, তা হলে? মাঝ রাস্তায় দাঁড়িয়ে মাথা ঠোকার উপক্রম হয় বৈকি! গ্যালারির পাতায় রইল এমনই কিছু ভুল সাইন বোর্ড যা ছড়িয়ে এ দেশেরই বিভিন্ন জায়গায়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ জুন ২০১৮ ১২:১১
Share: Save:
০১ ০৬
যাঁদের লং ড্রাইভে যাওয়ার অভ্যাস, তাঁরা খুব ভাল জানেন যে রাস্তার পাশের সাইন বোর্ড কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু এই সাইন বোর্ডের লেখাটাই যদি ভুল হয়, তা হলে? মাঝ রাস্তায় দাঁড়িয়ে মাথা ঠোকার উপক্রম হয় বৈকি! গ্যালারির পাতায় রইল এমনই কিছু ভুল সাইন বোর্ড যা ছড়িয়ে এ দেশেরই বিভিন্ন জায়গায়।

যাঁদের লং ড্রাইভে যাওয়ার অভ্যাস, তাঁরা খুব ভাল জানেন যে রাস্তার পাশের সাইন বোর্ড কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু এই সাইন বোর্ডের লেখাটাই যদি ভুল হয়, তা হলে? মাঝ রাস্তায় দাঁড়িয়ে মাথা ঠোকার উপক্রম হয় বৈকি! গ্যালারির পাতায় রইল এমনই কিছু ভুল সাইন বোর্ড যা ছড়িয়ে এ দেশেরই বিভিন্ন জায়গায়।

০২ ০৬
নয়াদিল্লির এই রোড সাইন অনেকেই দেখে থাকবেন। নীল সাইন বোর্ডের উপরে বড় বড় হরফে লেখা, ‘অ্যাক্সিডেন্ট পর্ন এরিয়া গো স্লো’। আসলে হওয়া উচিত ছিল, ‘অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া গো স্লো’।

নয়াদিল্লির এই রোড সাইন অনেকেই দেখে থাকবেন। নীল সাইন বোর্ডের উপরে বড় বড় হরফে লেখা, ‘অ্যাক্সিডেন্ট পর্ন এরিয়া গো স্লো’। আসলে হওয়া উচিত ছিল, ‘অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া গো স্লো’।

০৩ ০৬
ছবি দেখে বলুন তো ঠিক কোন রাস্তা ধরলে কোট্টায়াম পৌঁছবেন? সাইন বোর্ডের ছবি দেখে নিশ্চয় ধন্দে পড়ে গিয়েছেন। এমন সাইন বোর্ড হলে সেটা হওয়াটাই স্বাভাবিক। ছবিটি কেরলের।

ছবি দেখে বলুন তো ঠিক কোন রাস্তা ধরলে কোট্টায়াম পৌঁছবেন? সাইন বোর্ডের ছবি দেখে নিশ্চয় ধন্দে পড়ে গিয়েছেন। এমন সাইন বোর্ড হলে সেটা হওয়াটাই স্বাভাবিক। ছবিটি কেরলের।

০৪ ০৬
একটা অক্ষরের বদল যে কী ভাবে বিপর্যয় আনতে পারে তার উদাহরণ এই ছবিটি। ‘চেক পয়েন্ট’ হয়ে গেছে ‘চিক পয়েন্ট’। এটা কিন্তু চেক পয়েন্ট। এখানে মুরগী ছানা পাওয়া যায় বলে ভুল করবেন না।

একটা অক্ষরের বদল যে কী ভাবে বিপর্যয় আনতে পারে তার উদাহরণ এই ছবিটি। ‘চেক পয়েন্ট’ হয়ে গেছে ‘চিক পয়েন্ট’। এটা কিন্তু চেক পয়েন্ট। এখানে মুরগী ছানা পাওয়া যায় বলে ভুল করবেন না।

০৫ ০৬
ওয়ে টু গোলকোন্ডা। হায়দরাবাদ শহর থেকে ১১ কিলোমিটার দূরে অবস্থিত গোলকোন্ডা। কিন্তু এই শহরে যাওয়ার জন্য ম্যানহোলের মধ্যে দিয়েই যেতে হবে আপনাকে। আজ্ঞে হ্যাঁ। হায়দরাবাদ সিটি পুলিশের সাইন বোর্ড অনুসারে, একমাত্র ভূগর্ভ পথেই যাওয়া সম্ভব সেখানে।

ওয়ে টু গোলকোন্ডা। হায়দরাবাদ শহর থেকে ১১ কিলোমিটার দূরে অবস্থিত গোলকোন্ডা। কিন্তু এই শহরে যাওয়ার জন্য ম্যানহোলের মধ্যে দিয়েই যেতে হবে আপনাকে। আজ্ঞে হ্যাঁ। হায়দরাবাদ সিটি পুলিশের সাইন বোর্ড অনুসারে, একমাত্র ভূগর্ভ পথেই যাওয়া সম্ভব সেখানে।

০৬ ০৬
হরিদ্বারের ভগবন্তপুরমে যাওয়ার পথে এই ভুল সাইন বোর্ড দেখতে পাবেন। যাতে লেখা থাকার কথা আর ৪ কিলোমিটার গেলেই ভগবন্তপুরম। অথচ আছে ঠিক উল্টো। সাইন বোর্ডে লেখা, ৪ কিলোমিটার পিছনে ফেলে এসেছেন ভগবন্তপুরম।

হরিদ্বারের ভগবন্তপুরমে যাওয়ার পথে এই ভুল সাইন বোর্ড দেখতে পাবেন। যাতে লেখা থাকার কথা আর ৪ কিলোমিটার গেলেই ভগবন্তপুরম। অথচ আছে ঠিক উল্টো। সাইন বোর্ডে লেখা, ৪ কিলোমিটার পিছনে ফেলে এসেছেন ভগবন্তপুরম।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE