Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Bullet Train

ভারতের প্রথম বুলেট ট্রেনের বৃত্তান্ত

মুম্বই-আমদাবাদের মধ্যে দেশের প্রথম বুলেট ট্রেনের কাজ সুইচ টিপে শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশে ছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। আসুন জেনে নেওয়া যাক ভারতের বুলেট প্রকল্প সম্পর্কে কয়েকটি জরুরি তথ্য।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৭ ১৩:১০
Share: Save:
০১ ০৮
প্রকল্পটির জন্য খরচ হবে প্রায় ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা। যার মধ্যে ৮৮ হাজার কোটি টাকা মাত্র ০.১ শতাংশ হারে ঋণ দিচ্ছে জাপান।

প্রকল্পটির জন্য খরচ হবে প্রায় ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা। যার মধ্যে ৮৮ হাজার কোটি টাকা মাত্র ০.১ শতাংশ হারে ঋণ দিচ্ছে জাপান।

০২ ০৮
প্রাথমিক ভাবে প্রকল্প শেষ করতে ২০২৩ সাল পর্যন্ত সময় লাগলেও, স্বাধীনতার ৭৫ বছরে অর্থাৎ ২০২২ সালের মধ্যেই বুলেট ট্রেন চালু করতে চান মোদী।

প্রাথমিক ভাবে প্রকল্প শেষ করতে ২০২৩ সাল পর্যন্ত সময় লাগলেও, স্বাধীনতার ৭৫ বছরে অর্থাৎ ২০২২ সালের মধ্যেই বুলেট ট্রেন চালু করতে চান মোদী।

০৩ ০৮
বুলেট প্রকল্পের যাত্রাপথের দৈর্ঘ্য ৫০৮ কিলোমিটার যা পেরতে এই ট্রেনের সময় লাগবে ২ থেকে ৩ ঘণ্টা।

বুলেট প্রকল্পের যাত্রাপথের দৈর্ঘ্য ৫০৮ কিলোমিটার যা পেরতে এই ট্রেনের সময় লাগবে ২ থেকে ৩ ঘণ্টা।

০৪ ০৮
বুলেট ট্রেনের গড় গতিবেগ ২৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সর্বোচ্চ গতিবেগ ৩২০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

বুলেট ট্রেনের গড় গতিবেগ ২৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সর্বোচ্চ গতিবেগ ৩২০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

০৫ ০৮
এই বুলেট ট্রেনের যাত্রাপথে থাকবে ১২টি স্টেশন। আরব সাগরের নীচ দিয়ে ৭ কিলোমিটার দীর্ঘ টানেল পেরতে হবে এই ট্রেনকে।

এই বুলেট ট্রেনের যাত্রাপথে থাকবে ১২টি স্টেশন। আরব সাগরের নীচ দিয়ে ৭ কিলোমিটার দীর্ঘ টানেল পেরতে হবে এই ট্রেনকে।

০৬ ০৮
বুলেট ট্রেনের সম্ভাব্য ভাড়া ২৫০০ টাকা থেকে ৩০০০ টাকা।

বুলেট ট্রেনের সম্ভাব্য ভাড়া ২৫০০ টাকা থেকে ৩০০০ টাকা।

০৭ ০৮
বুলেট প্রকল্পের হাত ধরে জাপানের শিনকানসেন প্রযুক্তির সুবিধা পেতে চলেছে ভারত। এই প্রযুক্তির সাহায্যে আগাম সঙ্কেত পেয়ে দুর্ঘটনা এড়ানো সম্ভব।

বুলেট প্রকল্পের হাত ধরে জাপানের শিনকানসেন প্রযুক্তির সুবিধা পেতে চলেছে ভারত। এই প্রযুক্তির সাহায্যে আগাম সঙ্কেত পেয়ে দুর্ঘটনা এড়ানো সম্ভব।

০৮ ০৮
বিশেষজ্ঞদের মতে, বুলেট প্রকল্পের হাত ধরে ভারতে নতুন প্রায় ২৪ হাজার প্রত্যক্ষ এবং আরও ২০ হাজার পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বুলেট প্রকল্পের হাত ধরে ভারতে নতুন প্রায় ২৪ হাজার প্রত্যক্ষ এবং আরও ২০ হাজার পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE