Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Sardar Vallabhbhai Patel

এই মূর্তি তৈরির টাকায় হতে পারত ছ’টা মঙ্গল অভিযান!

এই সেতু তৈরিতে খরচ হল প্রায় ২৯০০ কোটি টাকা

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৮ ১৫:০০
Share: Save:
০১ ০৭
গুজরাতের কেওড়িয়াতে নর্মদা নদীর উপর তৈরি করা হয়েছে বল্লভভাই পটেলের সুবিশাল মূর্তি। ২৯৯০ কোটি টাকা খরচ করে বিশ্বের উচ্চতম মূর্তিটি তৈরি করা হয়েছে। ১৮২ মিটার উচ্চতা বিশিষ্ট এই মূর্তিটি নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টি-র দ্বিগুণ উঁচু। কিন্তু মূর্তির তৈরির এই বিপুল পরিমাণ টাকা দিয়ে কী কী হতে পারত? দেখে নেওয়া যাক।

গুজরাতের কেওড়িয়াতে নর্মদা নদীর উপর তৈরি করা হয়েছে বল্লভভাই পটেলের সুবিশাল মূর্তি। ২৯৯০ কোটি টাকা খরচ করে বিশ্বের উচ্চতম মূর্তিটি তৈরি করা হয়েছে। ১৮২ মিটার উচ্চতা বিশিষ্ট এই মূর্তিটি নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টি-র দ্বিগুণ উঁচু। কিন্তু মূর্তির তৈরির এই বিপুল পরিমাণ টাকা দিয়ে কী কী হতে পারত? দেখে নেওয়া যাক।

০২ ০৭
প্রায় ৪০,১৯২ হেক্টর জমিতে সেচের কাজ করা যেত। ১৬২টি ছোট সেচ প্রকল্প মেরামত, রক্ষণাবেক্ষণ করা যেত এই টাকায়। ৪২৫টি ছোট বাঁধ তৈরি করা যেতে পারত এই টাকা দিয়েই।

প্রায় ৪০,১৯২ হেক্টর জমিতে সেচের কাজ করা যেত। ১৬২টি ছোট সেচ প্রকল্প মেরামত, রক্ষণাবেক্ষণ করা যেত এই টাকায়। ৪২৫টি ছোট বাঁধ তৈরি করা যেতে পারত এই টাকা দিয়েই।

০৩ ০৭
দু’টি নতুন আইআইটি ক্যাম্পাস তৈরি করা যেত। একটা আইআইটি তৈরির খরচ প্রায় ১১৬৭ কোটি টাকা।

দু’টি নতুন আইআইটি ক্যাম্পাস তৈরি করা যেত। একটা আইআইটি তৈরির খরচ প্রায় ১১৬৭ কোটি টাকা।

০৪ ০৭
তৈরি করা যেতে পারত দু’টি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের (এইমস) ক্যাম্পাস। একটি এইমস তৈরির খরচ প্রায় ১১০৩ কোটি টাকা।

তৈরি করা যেতে পারত দু’টি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের (এইমস) ক্যাম্পাস। একটি এইমস তৈরির খরচ প্রায় ১১০৩ কোটি টাকা।

০৫ ০৭
পাঁচটি নতুন আইআইএম ক্যাম্পাস তৈরি করা যেত এই টাকায়। একটি আইআইএম ক্যাম্পাস তৈরির খরচ প্রায় ৫৩৯ কোটি টাকা।

পাঁচটি নতুন আইআইএম ক্যাম্পাস তৈরি করা যেত এই টাকায়। একটি আইআইএম ক্যাম্পাস তৈরির খরচ প্রায় ৫৩৯ কোটি টাকা।

০৬ ০৭
৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পাঁচটি নতুন সৌর বিদ্যুৎ প্রকল্প তৈরি করা যেত এই টাকা দিয়ে। যেখানে একটি তৈরিতে খরচ প্রায় ৫২৮ কোটি টাকা।

৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পাঁচটি নতুন সৌর বিদ্যুৎ প্রকল্প তৈরি করা যেত এই টাকা দিয়ে। যেখানে একটি তৈরিতে খরচ প্রায় ৫২৮ কোটি টাকা।

০৭ ০৭
ছয়টি মঙ্গল অভিযানের খরচের সমতুল এই মূর্তি তৈরির খরচ। একটি অভিযানের খরচ প্রায় ৪৫০ কোটি টাকা। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর অধীনে তিনটি চন্দ্রাভিযানও করা যেত এই মূর্তি তৈরির টাকায়। একটি অভিযানের খরচ মোটামুটি ৮০০ কোটি টাকা।

ছয়টি মঙ্গল অভিযানের খরচের সমতুল এই মূর্তি তৈরির খরচ। একটি অভিযানের খরচ প্রায় ৪৫০ কোটি টাকা। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর অধীনে তিনটি চন্দ্রাভিযানও করা যেত এই মূর্তি তৈরির টাকায়। একটি অভিযানের খরচ মোটামুটি ৮০০ কোটি টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE