Advertisement
২৪ এপ্রিল ২০২৪
National News

হাজার প্রজাপতি উড়ে বেড়ায় গোয়ার এই বিচে, ঘুরে বেড়ায় ডলফিনও!

সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত গোয়া। এখানকার সমুদ্র সৈকতের টানে প্রতি বছর বহু দেশি-বিদেশি পর্যটক ছুটে আসেন। প্রচুর সৈকত রয়েছে এখানে। যার মধ্যে কয়েকটি বেশ জনপ্রিয়। কিন্তু এমন কয়েকটি সৈকত রয়েছে যা ভ্রমণপিপাসুদের কাছেও খুব একটা পরিচিত নয়। তেমনই একটি ‘প্রজাপতি সৈকত’ বা ‘বাটারফ্লাই বিচ’।

সংবাদ সংস্থা
পানজিম শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৯ ১৮:২৬
Share: Save:
০১ ০৮
সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত গোয়া। এখানকার সমুদ্র সৈকতের টানে প্রতি বছর বহু দেশি-বিদেশি পর্যটক ছুটে আসেন। প্রচুর সৈকত রয়েছে এখানে। যার মধ্যে কয়েকটি বেশ জনপ্রিয়। কিন্তু এমন কয়েকটি সৈকত রয়েছে যা ভ্রমণপিপাসুদের কাছেও খুব একটা পরিচিত নয়। তেমনই একটি ‘প্রজাপতি সৈকত’ বা ‘বাটারফ্লাই বিচ’।

সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত গোয়া। এখানকার সমুদ্র সৈকতের টানে প্রতি বছর বহু দেশি-বিদেশি পর্যটক ছুটে আসেন। প্রচুর সৈকত রয়েছে এখানে। যার মধ্যে কয়েকটি বেশ জনপ্রিয়। কিন্তু এমন কয়েকটি সৈকত রয়েছে যা ভ্রমণপিপাসুদের কাছেও খুব একটা পরিচিত নয়। তেমনই একটি ‘প্রজাপতি সৈকত’ বা ‘বাটারফ্লাই বিচ’।

০২ ০৮
বাটারফ্লাই বিচটি রয়েছে গোয়ার দক্ষিণে। পালোলেম এবং অ্যাগোন্ডা বিচের খুব কাছেই।

বাটারফ্লাই বিচটি রয়েছে গোয়ার দক্ষিণে। পালোলেম এবং অ্যাগোন্ডা বিচের খুব কাছেই।

০৩ ০৮
অর্ধগোলাকৃতির এই সৈকতকে দূর থেকে দেখলে কোনও দ্বীপ বলে মনে হবে।

অর্ধগোলাকৃতির এই সৈকতকে দূর থেকে দেখলে কোনও দ্বীপ বলে মনে হবে।

০৪ ০৮
এই বিচের মূল আকর্ষণ প্রজাপতি। হাজার হাজার প্রজাপতি যেন পর্যটকদের অভ্যর্থনা জানাতে যেন অপেক্ষা করে। শুধু প্রজাপতিই নয়, এখানে এলে ডলফিনও দেখতে পাওয়া যাবে।

এই বিচের মূল আকর্ষণ প্রজাপতি। হাজার হাজার প্রজাপতি যেন পর্যটকদের অভ্যর্থনা জানাতে যেন অপেক্ষা করে। শুধু প্রজাপতিই নয়, এখানে এলে ডলফিনও দেখতে পাওয়া যাবে।

০৫ ০৮
ডলফিন ছাড়াও এই বিচে দেখা মিলবে কাঁকড়া, গোল্ডফিশ, সি আর্চিন, সি কিউকাম্বারের মতো সামুদ্রিক জীবের। তবে এদের দেখা পেতে হলে ভোরেই যেতে হবে বিচে।

ডলফিন ছাড়াও এই বিচে দেখা মিলবে কাঁকড়া, গোল্ডফিশ, সি আর্চিন, সি কিউকাম্বারের মতো সামুদ্রিক জীবের। তবে এদের দেখা পেতে হলে ভোরেই যেতে হবে বিচে।

০৬ ০৮
সড়কপথে ওই বিচে যাওয়া সম্ভব নয়। যেতে হলে নৌকা ভাড়া করে যেতে হবে। আর যদি অ্যাডভেঞ্চারের মজা নিতে হয় তা হলে পালোলেম বিচ থেকে জঙ্গলের ভিতর দিয়ে ২ ঘণ্টা হেঁটে যেতে হবে।

সড়কপথে ওই বিচে যাওয়া সম্ভব নয়। যেতে হলে নৌকা ভাড়া করে যেতে হবে। আর যদি অ্যাডভেঞ্চারের মজা নিতে হয় তা হলে পালোলেম বিচ থেকে জঙ্গলের ভিতর দিয়ে ২ ঘণ্টা হেঁটে যেতে হবে।

০৭ ০৮
বাটারফ্লাই বিচের আশপাশে কোনও দোকান নেই কিন্তু। তাই বেশি সময়ের জন্য গেলে প্রয়োজনীয় খাবার এবং অবশ্যই পানীয় জল নিয়ে যাওয়া ভাল।

বাটারফ্লাই বিচের আশপাশে কোনও দোকান নেই কিন্তু। তাই বেশি সময়ের জন্য গেলে প্রয়োজনীয় খাবার এবং অবশ্যই পানীয় জল নিয়ে যাওয়া ভাল।

০৮ ০৮
এই  সি বিচে যাওয়ার উপযুক্ত সময় নভেম্বর থেকে মার্চ। কারণ সে সময় আবহাওয়া মনোরম থাকে।

এই সি বিচে যাওয়ার উপযুক্ত সময় নভেম্বর থেকে মার্চ। কারণ সে সময় আবহাওয়া মনোরম থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE