Advertisement
১৬ এপ্রিল ২০২৪
National news

দেশের এই জলপ্রপাতগুলি না দেখলে মিস করবেন

ভারতেরই এমন কিছু জায়গা, যেগুলো জলপ্রপাতের জন্য বিখ্যাত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৭ ১৫:৪১
Share: Save:
০১ ০৯
চেরাপুঞ্জি: নোকালিকাই জলপ্রপাত। সবুজে ঘেরা এই জলপ্রপাতটি অবশ্যই দেখা উচিত।

চেরাপুঞ্জি: নোকালিকাই জলপ্রপাত। সবুজে ঘেরা এই জলপ্রপাতটি অবশ্যই দেখা উচিত।

০২ ০৯
আমবলি: প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করবে মহারাষ্ট্রের এই আমবলি জলপ্রপাত।

আমবলি: প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করবে মহারাষ্ট্রের এই আমবলি জলপ্রপাত।

০৩ ০৯
জব্বলপুর: মধ্যপ্রদেশের শহর জব্বলপুর। এই জব্বলপুর থেকে ১৫ কিলোমিটার দূরে রয়েছে এই চন্দ্রভাগা জলপ্রপাত। বিশালাকার এই জলপ্রপাতটির কাছে পৌঁছনোর অনেক আগে থেকেই তীব্র গর্জন সাড়া শরীরে শিহরন তোলে।

জব্বলপুর: মধ্যপ্রদেশের শহর জব্বলপুর। এই জব্বলপুর থেকে ১৫ কিলোমিটার দূরে রয়েছে এই চন্দ্রভাগা জলপ্রপাত। বিশালাকার এই জলপ্রপাতটির কাছে পৌঁছনোর অনেক আগে থেকেই তীব্র গর্জন সাড়া শরীরে শিহরন তোলে।

০৪ ০৯
কুর্গ: কর্নাটকের কুর্গে আব্বি, চেলাভারা এবং ইরুপ্পু এই তিনটে জলপ্রপাত ভীষণই আকর্ষণীয়।

কুর্গ: কর্নাটকের কুর্গে আব্বি, চেলাভারা এবং ইরুপ্পু এই তিনটে জলপ্রপাত ভীষণই আকর্ষণীয়।

০৫ ০৯
গোয়া: আটটিরও বেশি সংখ্যায় আকর্ষণীয় জলপ্রপাত রয়েছে গোয়াতে। তার মধ্যে হারভালেম এবং দুধসাগর জলপ্রপাত সবচেয়ে আকর্ষণীয়।

গোয়া: আটটিরও বেশি সংখ্যায় আকর্ষণীয় জলপ্রপাত রয়েছে গোয়াতে। তার মধ্যে হারভালেম এবং দুধসাগর জলপ্রপাত সবচেয়ে আকর্ষণীয়।

০৬ ০৯
মুন্নার: ছোট, বড় একাধিক জলপ্রপাত রয়েছে মুন্নারে। চোখ ধাঁধানো প্রকৃতির এই রূপ দেখতে গেলে গ্রীষ্মকালে চলে যান মুন্নার।

মুন্নার: ছোট, বড় একাধিক জলপ্রপাত রয়েছে মুন্নারে। চোখ ধাঁধানো প্রকৃতির এই রূপ দেখতে গেলে গ্রীষ্মকালে চলে যান মুন্নার।

০৭ ০৯
মুসৌরী: পর্যটকদের সবচেয়ে পছন্দ হল মুসৌরীর ঝারিপানি জলপ্রপাত।

মুসৌরী: পর্যটকদের সবচেয়ে পছন্দ হল মুসৌরীর ঝারিপানি জলপ্রপাত।

০৮ ০৯
আথিরাপিল্লি: কেরলের আথিরাপিল্লির মধ্যে দিয়ে বয়ে যাওয়া চালাকুদি নদীতে ৮০ ফুট উঁচু থেকে পড়ছে এই জলপ্রপাতটি।

আথিরাপিল্লি: কেরলের আথিরাপিল্লির মধ্যে দিয়ে বয়ে যাওয়া চালাকুদি নদীতে ৮০ ফুট উঁচু থেকে পড়ছে এই জলপ্রপাতটি।

০৯ ০৯
আরাকু ভ্যালি: অন্ধ্রপ্রদেশে বেড়াতে গেলে মিস করা যাবে না আরাকু ভ্যালির জলপ্রপাত।

আরাকু ভ্যালি: অন্ধ্রপ্রদেশে বেড়াতে গেলে মিস করা যাবে না আরাকু ভ্যালির জলপ্রপাত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE