Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Science News

এল আইফোন এক্স, জেনে নিন এর দাম ও ফিচার্স

শোনা যাচ্ছে, নভেম্বরের ৩ তারিখেই হয়তো দেশের মাটিতে পা রাখবে আইফোন এক্স। প্রি-অর্ডার শুরু হবে ২৭ অক্টোবর থেকে। এক নজরে দেখে নেওয়া যাক আইফোন এক্স-এর দাম ও ফিচারগুলি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১০:৫২
Share: Save:
০১ ০৯
শোনা যাচ্ছে, নভেম্বরের ৩ তারিখেই হয়তো দেশের মাটিতে পা রাখবে আইফোন এক্স। প্রি-অর্ডার শুরু হবে ২৭ অক্টোবর থেকে।

শোনা যাচ্ছে, নভেম্বরের ৩ তারিখেই হয়তো দেশের মাটিতে পা রাখবে আইফোন এক্স। প্রি-অর্ডার শুরু হবে ২৭ অক্টোবর থেকে।

০২ ০৯
দু’টি ভার্সনে পাওয়া যাবে আইফোনের নতুন মডেলটি। একটিতে ইন্টারনাল স্টোরেজ ৬৪ জিবি এবং অন্যটিতে ২৫৬ জিবি।

দু’টি ভার্সনে পাওয়া যাবে আইফোনের নতুন মডেলটি। একটিতে ইন্টারনাল স্টোরেজ ৬৪ জিবি এবং অন্যটিতে ২৫৬ জিবি।

০৩ ০৯
রয়েছে বেজেললেস ৫.৮ ইঞ্চি ওএলইডি মাল্টি টাচ, ‘এজ-টু-এজ’ ডিসপ্লে এবং ২৪৩৬*১১২৫ পিক্সেল রেজলিউশন।

রয়েছে বেজেললেস ৫.৮ ইঞ্চি ওএলইডি মাল্টি টাচ, ‘এজ-টু-এজ’ ডিসপ্লে এবং ২৪৩৬*১১২৫ পিক্সেল রেজলিউশন।

০৪ ০৯
এই মডেলে পাবেন ডুয়াল ১২ মেগাপিক্সেল ‘ট্রু ডেপথ’ ব্যাক ক্যামেরা এবং ৭ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পোট্রেট মোড সেলফি তোলা যাবে ফ্রন্ট ক্যামেরায়।

এই মডেলে পাবেন ডুয়াল ১২ মেগাপিক্সেল ‘ট্রু ডেপথ’ ব্যাক ক্যামেরা এবং ৭ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পোট্রেট মোড সেলফি তোলা যাবে ফ্রন্ট ক্যামেরায়।

০৫ ০৯
ওয়াইড অ্যাঙ্গেল এবং টেলিফোটো ব্যাক ক্যামেরার সঙ্গে পাবেন ১০ এক্স ডিজিটাল জুম এবং ৬ এক্স ভিডিও জুম।

ওয়াইড অ্যাঙ্গেল এবং টেলিফোটো ব্যাক ক্যামেরার সঙ্গে পাবেন ১০ এক্স ডিজিটাল জুম এবং ৬ এক্স ভিডিও জুম।

০৬ ০৯
ফেস আইডি, ৩-ডি ফেসিয়াল রেকগনিশন টেকনোলজি রয়েছে এই ফোনে। যা শুধুমাত্র ফোন আনলক করতেই নয়, ব্যবহার করা যাবে অনলাইন পেমেন্ট, ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও।

ফেস আইডি, ৩-ডি ফেসিয়াল রেকগনিশন টেকনোলজি রয়েছে এই ফোনে। যা শুধুমাত্র ফোন আনলক করতেই নয়, ব্যবহার করা যাবে অনলাইন পেমেন্ট, ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও।

০৭ ০৯
রয়েছে ওয়্যারলেস চার্জিং টেকনোলজিও।

রয়েছে ওয়্যারলেস চার্জিং টেকনোলজিও।

০৮ ০৯
কোনও হোমবাটন নেই আইফোন এক্স-এ। এটি সম্পূর্ণভাবে ওয়াটার ও ডাস্টপ্রুফ। ভারতীয় মুদ্রায় এর দাম শুরু হবে মোটামুটি ৮৯ হাজার টাকা থেকে।

কোনও হোমবাটন নেই আইফোন এক্স-এ। এটি সম্পূর্ণভাবে ওয়াটার ও ডাস্টপ্রুফ। ভারতীয় মুদ্রায় এর দাম শুরু হবে মোটামুটি ৮৯ হাজার টাকা থেকে।

০৯ ০৯
আপনার সাধের ফোনটিকে সাজাতে ফোনের সঙ্গে কিনতে পারেন নানা অ্যাকসেসরিজও। ইন-হাউস ডিজাইন লেদার ও সিলিকন কেস কিনতে পারেন। দাম শুরু সাড়ে তিন হাজার টাকা থেকে। লেদার ফোলিও কিনতে পারেন। যার দাম পড়বে ৮,৬০০ টাকা। ম্যাচিং মেটালিক ফিনিশ ও লাইটও কিনতে পারেন। দাম সাড়ে চার হাজারের কাছাকাছি।

আপনার সাধের ফোনটিকে সাজাতে ফোনের সঙ্গে কিনতে পারেন নানা অ্যাকসেসরিজও। ইন-হাউস ডিজাইন লেদার ও সিলিকন কেস কিনতে পারেন। দাম শুরু সাড়ে তিন হাজার টাকা থেকে। লেদার ফোলিও কিনতে পারেন। যার দাম পড়বে ৮,৬০০ টাকা। ম্যাচিং মেটালিক ফিনিশ ও লাইটও কিনতে পারেন। দাম সাড়ে চার হাজারের কাছাকাছি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE