Advertisement
২০ এপ্রিল ২০২৪
Science news

কিছুদিনের মধ্যে প্লাস্টিকের গাড়িতে চড়ব আমরা!

বিশ্বে এই প্রথম প্লাস্টিকের গাড়ি আনতে চলেছে টোকিয়ো ইউনিভার্সিটি।

সংবাদ সংস্থা
টোকিও শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৮ ১৫:২৪
Share: Save:
০১ ০৮
বিশ্বে এই প্রথম প্লাস্টিকের গাড়ি আনতে চলেছে টোকিয়ো ইউনিভার্সিটি। প্লাস্টিক বডি হওয়ায় অন্যান্য গাড়ির চেয়ে ৪০ শতাংশ ওজন কম হবে এই গাড়ির, জানিয়েছেন টোকিয়ো ইউনিভার্সিটির বিজ্ঞানীরা।

বিশ্বে এই প্রথম প্লাস্টিকের গাড়ি আনতে চলেছে টোকিয়ো ইউনিভার্সিটি। প্লাস্টিক বডি হওয়ায় অন্যান্য গাড়ির চেয়ে ৪০ শতাংশ ওজন কম হবে এই গাড়ির, জানিয়েছেন টোকিয়ো ইউনিভার্সিটির বিজ্ঞানীরা।

০২ ০৮
তবে প্লাস্টিক বলে আরোহীদের ঘাবড়ানোর কিছু নেই বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। বিভিন্ন ধরনের প্লাস্টিক ব্যবহার করায় যথেষ্ট শক্তপোক্ত হবে এই গাড়ি। ছোটখাটো আঘাত সহ্য করার ক্ষমতা রয়েছে গাড়িটির।

তবে প্লাস্টিক বলে আরোহীদের ঘাবড়ানোর কিছু নেই বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। বিভিন্ন ধরনের প্লাস্টিক ব্যবহার করায় যথেষ্ট শক্তপোক্ত হবে এই গাড়ি। ছোটখাটো আঘাত সহ্য করার ক্ষমতা রয়েছে গাড়িটির।

০৩ ০৮
প্লাস্টিকের কাঠিণ্য অনেক কম হওয়ায় এত দিন মনে করা হত যে, প্লাস্টিকের গাড়ি তৈরি সম্ভব নয়। কিন্তু শেষমেশ জাপানের বিজ্ঞানীদের গবেষণার ফল মিলল।

প্লাস্টিকের কাঠিণ্য অনেক কম হওয়ায় এত দিন মনে করা হত যে, প্লাস্টিকের গাড়ি তৈরি সম্ভব নয়। কিন্তু শেষমেশ জাপানের বিজ্ঞানীদের গবেষণার ফল মিলল।

০৪ ০৮
উচ্চতা তুলনামূলক ভাবে কম। দেখতে ভীষণ স্টাইলিশ প্লাস্টিকের এই গাড়ি।

উচ্চতা তুলনামূলক ভাবে কম। দেখতে ভীষণ স্টাইলিশ প্লাস্টিকের এই গাড়ি।

০৫ ০৮
প্রায় পুরোটা প্লাস্টিকেরএই গাড়ি থ্রি সিটার।

প্রায় পুরোটা প্লাস্টিকেরএই গাড়ি থ্রি সিটার।

০৬ ০৮
সমমানের অন্য গাড়ির থেকে এই গাড়ির গতিবেগ হবে অনেকটাই বেশি। বিজ্ঞানীদের দাবি, এতে জ্বালানিও লাগবে খানিকটা কম।

সমমানের অন্য গাড়ির থেকে এই গাড়ির গতিবেগ হবে অনেকটাই বেশি। বিজ্ঞানীদের দাবি, এতে জ্বালানিও লাগবে খানিকটা কম।

০৭ ০৮
অভিনব গাড়ি তৈরিতে বরাবরই জাপানের অবদান রয়েছে। ২০২০ টোকিয়ো অলিম্পিক্সে চালকহীন গাড়ি লঞ্চ করার পরিকল্পনা রয়েছে জাপানের। আর ২০২২ সাল থেকে ওই চালকহীন গাড়ি বাজারে আসবে।

অভিনব গাড়ি তৈরিতে বরাবরই জাপানের অবদান রয়েছে। ২০২০ টোকিয়ো অলিম্পিক্সে চালকহীন গাড়ি লঞ্চ করার পরিকল্পনা রয়েছে জাপানের। আর ২০২২ সাল থেকে ওই চালকহীন গাড়ি বাজারে আসবে।

০৮ ০৮
তবে এই গাড়ি কবে বাজারে আসবে তা এখনও জানা যায়নি। যেমন জানা যায়নি বাজারে এলে এর দাম কত হবে।

তবে এই গাড়ি কবে বাজারে আসবে তা এখনও জানা যায়নি। যেমন জানা যায়নি বাজারে এলে এর দাম কত হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE