Advertisement
২৬ এপ্রিল ২০২৪

চমকে দিতে আসছে হলোগ্রাফিক ডিসপ্লের অ্যান্ড্রয়েড ফোন ‘হাইড্রোজেন ওয়ান’

এটিই বিশ্বের প্রথম ‘হলোগ্রাফিক স্মার্টফোন’। ইউটিউবার মারকুইস ব্রাউনলি এই বিশেষ ফোনটি নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৭ ১০:৫৩
Share: Save:
০১ ১০
‘হাইড্রোজেন ওয়ান’ এই ফোনটিতে আছে ৫.৭ ইঞ্চির হাইড্রোজেন হলোগ্রাফিক ডিসপ্লে।

‘হাইড্রোজেন ওয়ান’ এই ফোনটিতে আছে ৫.৭ ইঞ্চির হাইড্রোজেন হলোগ্রাফিক ডিসপ্লে।

০২ ১০
ডিসপ্লেতে ব্যবহৃত হবে ন্যানো প্রযুক্তি। ফলে প্রচলিত টুডি মানের কনটেন্টগুলো খুব সহজেই  হলোগ্রাফিক মাল্টিভিউ কনটেন্ট,  থ্রিডি কনটেন্টে রূপান্তর করা যাবে।

ডিসপ্লেতে ব্যবহৃত হবে ন্যানো প্রযুক্তি। ফলে প্রচলিত টুডি মানের কনটেন্টগুলো খুব সহজেই হলোগ্রাফিক মাল্টিভিউ কনটেন্ট, থ্রিডি কনটেন্টে রূপান্তর করা যাবে।

০৩ ১০
ফোনটি টুডি, থ্রিডি, হলোগ্রাফিক রেড হাইড্রোজেন ৪ ভিউ, এআর, ভিআর, এমআর এবং ইন্টারঅ্যাকটিভ গেমস সাপোর্ট করে।

ফোনটি টুডি, থ্রিডি, হলোগ্রাফিক রেড হাইড্রোজেন ৪ ভিউ, এআর, ভিআর, এমআর এবং ইন্টারঅ্যাকটিভ গেমস সাপোর্ট করে।

০৪ ১০
এ সব উপভোগ করার জন্য কোনও গ্লাস কিংবা হেডফোন দরকার হবে না।

এ সব উপভোগ করার জন্য কোনও গ্লাস কিংবা হেডফোন দরকার হবে না।

০৫ ১০
হাইড্রোজেন ওয়ানে এমন অ্যালগরিদম ব্যবহৃত হবে যা স্টিরিও শব্দকে মাল্টিডাইমেনশনার অডিওতে রূপান্তর করবে।

হাইড্রোজেন ওয়ানে এমন অ্যালগরিদম ব্যবহৃত হবে যা স্টিরিও শব্দকে মাল্টিডাইমেনশনার অডিওতে রূপান্তর করবে।

০৬ ১০
রেড হাইড্রোজেন ফোনটিতে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, এবং এক্সপ্যান্ডেবল মেমরি কার্ড স্লট রয়েছে।

রেড হাইড্রোজেন ফোনটিতে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, এবং এক্সপ্যান্ডেবল মেমরি কার্ড স্লট রয়েছে।

০৭ ১০
৩.৫ মিলিমিটার অডিও জ্যাক ব্যবহার করা হয়েছে।

৩.৫ মিলিমিটার অডিও জ্যাক ব্যবহার করা হয়েছে।

০৮ ১০
দুটি ভার্সনে পাওয়া যাবে ফোনটি। একটি টাইটেনিয়াম এবং অন্যটি অ্যালুমিনিয়াম।

দুটি ভার্সনে পাওয়া যাবে ফোনটি। একটি টাইটেনিয়াম এবং অন্যটি অ্যালুমিনিয়াম।

০৯ ১০
টাইটেনিয়াম ভার্সনের দাম ১ হাজার ৫৯৫ ডলার। এবং অন্যটির দাম ১ হাজার ১৯৫ ডলার।

টাইটেনিয়াম ভার্সনের দাম ১ হাজার ৫৯৫ ডলার। এবং অন্যটির দাম ১ হাজার ১৯৫ ডলার।

১০ ১০
মার্কিন মুলুকে ফোনটি বিক্রির জন্য প্রি-অর্ডার নেওয়া শুরু হয়ে গিয়েছে। অগ্রিম বুকিং করতে গুনতে হবে হাজার ডলার। ২০১৮ সালের প্রথম দিকে বাজারে আসবে এই বিশেষ ফোন।

মার্কিন মুলুকে ফোনটি বিক্রির জন্য প্রি-অর্ডার নেওয়া শুরু হয়ে গিয়েছে। অগ্রিম বুকিং করতে গুনতে হবে হাজার ডলার। ২০১৮ সালের প্রথম দিকে বাজারে আসবে এই বিশেষ ফোন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE