Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Science News

এ বার ডুয়াল ক্যামেরায় চমক দিল শাওমি

বাজারে পড়তে না পড়তেই হট কেকের মতো উবে যায় শাওমির মোবাইল। অনলাইনে দীর্ঘ অপেক্ষার পড়েও বেশির ভাগ সময় নিরাশ হতে হয় ক্রেতাদের। এ বার ডুয়াল ব্যাক ক্যামেরায় নতুন ফিচার আনল শাওমি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৭ ১১:১৯
Share: Save:
০১ ০৬
৫ সেপ্টেম্বর চিনে লঞ্চ হয়েছে শাওমির নতুন এই মোবাইল। মডেলটির নাম শাওমি এমআই এ১।

৫ সেপ্টেম্বর চিনে লঞ্চ হয়েছে শাওমির নতুন এই মোবাইল। মডেলটির নাম শাওমি এমআই এ১।

০২ ০৬
কিছু দিনের মধ্যেই ফ্লিপকার্টে পাওয়া যাবে শাওমির এই মডেলটি। ৬২৫ স্ন্যাপড্রাগন ও অক্টাকোর প্রসেসর রয়েছে এই মডেলটিতে।

কিছু দিনের মধ্যেই ফ্লিপকার্টে পাওয়া যাবে শাওমির এই মডেলটি। ৬২৫ স্ন্যাপড্রাগন ও অক্টাকোর প্রসেসর রয়েছে এই মডেলটিতে।

০৩ ০৬
শাওমি এমআই এ১-এর ডুয়াল ক্যামেরায় ব্যবহার করা হয়েছে টেলিফোটো লেন্স। দু’টি ব্যাক ক্যামেরাই ১২ মেগা পিক্সেল ক্ষমতা সম্পন্ন। রয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ এবং ২এক্স জুম। ফ্রন্ট ক্যামেরা ৫ মেগা পিক্সেল ক্ষমতা সম্পন্ন।

শাওমি এমআই এ১-এর ডুয়াল ক্যামেরায় ব্যবহার করা হয়েছে টেলিফোটো লেন্স। দু’টি ব্যাক ক্যামেরাই ১২ মেগা পিক্সেল ক্ষমতা সম্পন্ন। রয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ এবং ২এক্স জুম। ফ্রন্ট ক্যামেরা ৫ মেগা পিক্সেল ক্ষমতা সম্পন্ন।

০৪ ০৬
রয়েছে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। ইন্টারনাল মেমোরি ৬৪ জিবি। যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। রয়েছে ৪ জিবি র‌্যামও।

রয়েছে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। ইন্টারনাল মেমোরি ৬৪ জিবি। যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। রয়েছে ৪ জিবি র‌্যামও।

০৫ ০৬
৩০৮০ এমএএইচ ব্যাটারি রয়েছে এমআই এ১। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও।

৩০৮০ এমএএইচ ব্যাটারি রয়েছে এমআই এ১। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও।

০৬ ০৬
ব্ল্যাক, গোল্ড এবং রোজ গোল্ড— এই তিনটি রঙে পাওয়া যাবে মডেলটি। ভারতের বাজারে এই ফোনের দাম পড়বে ১৪,৯৯৯ টাকা।

ব্ল্যাক, গোল্ড এবং রোজ গোল্ড— এই তিনটি রঙে পাওয়া যাবে মডেলটি। ভারতের বাজারে এই ফোনের দাম পড়বে ১৪,৯৯৯ টাকা।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE