Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Entertainment News

এত টাকার লোকসান করেছে এই ছবিগুলি!

কোটি কোটি টাকা খরচ করে ছবি তৈরি হয়। কিন্তু তার কতটা লাভ হয়? কত শতাংশই বা আর্থিক লোকসান? খুব জনপ্রিয় কিছু ছবির লোকসানের হিসেব শুনলে চমকে উঠবেন। গ্যালারিতে রইল তারই হদিশ।

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:১৩
Share: Save:
০১ ১০
অনুরাগ কাশ্যপের ‘বম্বে ভেলভেট’ নিয়ে যথেষ্ট উত্সাহ তৈরি হয়েছিল সিনে মহলে।<br> কিন্তু ১২৫ কোটি টাকা বাজেটের এই ছবির লোকসান হয় ১০০ কোটি টাকা।

অনুরাগ কাশ্যপের ‘বম্বে ভেলভেট’ নিয়ে যথেষ্ট উত্সাহ তৈরি হয়েছিল সিনে মহলে।<br> কিন্তু ১২৫ কোটি টাকা বাজেটের এই ছবির লোকসান হয় ১০০ কোটি টাকা।

০২ ১০
বক্স অফিসের রেজাল্ট অনুযায়ী ৫০ কোটি টাকা লোকসান হয় হৃতিক রোশন এবং ঐশ্বর্যা রাই বচ্চন অভিনীত ‘গুজারিশ’-এর।

বক্স অফিসের রেজাল্ট অনুযায়ী ৫০ কোটি টাকা লোকসান হয় হৃতিক রোশন এবং ঐশ্বর্যা রাই বচ্চন অভিনীত ‘গুজারিশ’-এর।

০৩ ১০
১৬ এপ্রিল, ১৯৯৩। মুক্তি পায় ‘রূপ কি রানি চোরো কা রাজা’। ছবির বাজেট ছিল ন’কোটি টাকা। তার মধ্যে লোকসান হয় ছ’কোটি টাকা।

১৬ এপ্রিল, ১৯৯৩। মুক্তি পায় ‘রূপ কি রানি চোরো কা রাজা’। ছবির বাজেট ছিল ন’কোটি টাকা। তার মধ্যে লোকসান হয় ছ’কোটি টাকা।

০৪ ১০
৩০০ কোটি টাকা বাজেট নিয়ে শুটিং হয় ঐশ্বর্যা-অভিষেকের ছবি ‘রাবণ’। <br> বক্স অফিসের হিসেব অনুযায়ী প্রায় ৫০ শতাংশ লোকসান হয় এ ছবির।

৩০০ কোটি টাকা বাজেট নিয়ে শুটিং হয় ঐশ্বর্যা-অভিষেকের ছবি ‘রাবণ’। <br> বক্স অফিসের হিসেব অনুযায়ী প্রায় ৫০ শতাংশ লোকসান হয় এ ছবির।

০৫ ১০
‘কাইটস’। এ ছবিতে হৃতিক রোশন এবং বারবারা মোরির প্রেম নিয়ে প্রচুর আলোচনা হয়। <br> কিন্তু বক্স অফিসে আর্থিক লোকসান হয় ১৫০ কোটি টাকা।

‘কাইটস’। এ ছবিতে হৃতিক রোশন এবং বারবারা মোরির প্রেম নিয়ে প্রচুর আলোচনা হয়। <br> কিন্তু বক্স অফিসে আর্থিক লোকসান হয় ১৫০ কোটি টাকা।

০৬ ১০
অভিষেক বচ্চন এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি ‘খেলে হাম জি জান সে’। <br> বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ৪০ কোটি টাকা লোকসান হয় ছবিটির।

অভিষেক বচ্চন এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি ‘খেলে হাম জি জান সে’। <br> বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ৪০ কোটি টাকা লোকসান হয় ছবিটির।

০৭ ১০
২০১৩ তো মুক্তি পায় রণবীর কপূরের ‘বেশরম’। ৮৫ কোটি টাকা বাজেটের এই ছবিতে লোকসান হয় ৫০ কোটি টাকা।

২০১৩ তো মুক্তি পায় রণবীর কপূরের ‘বেশরম’। ৮৫ কোটি টাকা বাজেটের এই ছবিতে লোকসান হয় ৫০ কোটি টাকা।

০৮ ১০
২০০৮-এ মুক্তি পায় হরমন বাওয়েজা ও প্রিয়ঙ্কা চোপড়া অভিনীত ‘লভ স্টোরি ২০৫০’। <br> সূত্রের খবর, প্রায় ৬০ কোটি টাকা লোকসান হয় এ ছবির।

২০০৮-এ মুক্তি পায় হরমন বাওয়েজা ও প্রিয়ঙ্কা চোপড়া অভিনীত ‘লভ স্টোরি ২০৫০’। <br> সূত্রের খবর, প্রায় ৬০ কোটি টাকা লোকসান হয় এ ছবির।

০৯ ১০
সঞ্জয় লীলা ভংসালীর পরিচালনায় ‘সাওয়ারিয়া’ মুক্তি পায় ২০০৭-এ। রণবীর কপূরের ডেবিউ ছবিতে লোকসান হয় ৪০ কোটি টাকা।

সঞ্জয় লীলা ভংসালীর পরিচালনায় ‘সাওয়ারিয়া’ মুক্তি পায় ২০০৭-এ। রণবীর কপূরের ডেবিউ ছবিতে লোকসান হয় ৪০ কোটি টাকা।

১০ ১০
কাজল-অজয় দেবগণের ছবি ‘রাজু চাচা’। ৩০ কোটি টাকা বাজেটের মধ্যে ১৫ কোটি টাকাই লোকসান হয়।

কাজল-অজয় দেবগণের ছবি ‘রাজু চাচা’। ৩০ কোটি টাকা বাজেটের মধ্যে ১৫ কোটি টাকাই লোকসান হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE