Advertisement
২০ এপ্রিল ২০২৪
International news

ভয়ঙ্কর ৯/১১! পেন্টাগনে বিমান হামলার অপ্রকাশিত ছবি বাইরে আনল এফবিআই

৯ সেপ্টেম্বর ২০০১। মঙ্গলবারের সকাল। একের পর এক হামলায় আমেরিকায় ২০০১-এর সেই মঙ্গলবারের সকালটা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। মৃত্যু হয়েছিল প্রায় ৩ হাজার মানুষের। জখম হন ৬ হাজারেরও বেশি মানুষ।

পেন্টাগন (আগে এবং হামলার পরে)।

পেন্টাগন (আগে এবং হামলার পরে)।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৭ ১৩:৫৪
Share: Save:

৯ সেপ্টেম্বর ২০০১। মঙ্গলবারের সকাল। আমেরিকার লোগান ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে তখন সবেমাত্র উড়েছে আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট ১১ এবং ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট ১৭৫। গন্তব্য লস অ্যাঞ্জেলেস। তার কিছু পরেই খবর আসে বিমান দুটি হাইজ্যাক করেছে আল কায়েদার ১০ জঙ্গি। লস অ্যাঞ্জেলেসের বদলে বিমান দুটিকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় নিউ ইয়র্কের দিকে। সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর এবং দক্ষিণ টাওয়ারে পরপর ধাক্কা মারে বিমান দুটি। এর ঘণ্টা খানেকের মধ্যেই আরও একটি হামলা। আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট ৭৭-কে হাইজ্যাক করে পেন্টাগনে ধাক্কা মারে ৫ জঙ্গি। পরপর তিনটি হামলায় তখন নাস্তানাবুদ আমেরিকা। ঠিক তখনই ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট ৯৩ অর্থাৎ চতুর্থ বিমান হাইজ্যাকের খবর আসে। হাইজ্যাকের পর আল কায়েদার ৪ জঙ্গি বিমানটিকে ওয়াশিংটন ডিসির দিকে উড়ে যাওয়ার সময় সেটি মাঝপথেই ভেঙে পড়ে।

আরও পড়ুন: ছিঃ, গোয়ার মানুষের কাছে ক্ষমা চান! পর্রীকরকে জবাব দিগ্বিজয়ের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

9 11 attack Pentagon America
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE