Advertisement
২০ এপ্রিল ২০২৪
Photogallery

আমেরিকার কলকাতা, অস্ট্রেলিয়ার ঠানে আর স্কটল্যান্ডের পটনায় গিয়েছেন কোনও দিন?

রাজধানী দিল্লি, সে তো অনেক বার গিয়েছেন। কিন্তু আমেরিকার দিল্লি-তে পা রেখেছেন কী? জানেন আমেরিকাতে একটা কলকাতাও আছে। কোচি শুধু কেরলেই আছে কে বলল? যদি বলি জাপানেও আছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৭ ১২:২২
Share: Save:
০১ ১২
দিল্লি, আমেরিকা: <br>
এতদিন জানতেন ভারতের রাজধানী দিল্লি। এ বার জেনে রাখুন একই নাম আর একই উচ্চারণে আমেরিকার লুইজিয়ানাতেও রয়েছে একটি শহর।

দিল্লি, আমেরিকা: <br> এতদিন জানতেন ভারতের রাজধানী দিল্লি। এ বার জেনে রাখুন একই নাম আর একই উচ্চারণে আমেরিকার লুইজিয়ানাতেও রয়েছে একটি শহর।

০২ ১২
কোচি, জাপান: <br> 
দক্ষিণ পশ্চিম কেরলে এক্কেবার সমুদ্র তীরবর্তী অঞ্চলে ছবির মতো সুন্দর শহর কোচি। এদিকে জাপানের <br> ট্র্যাভেল ডেস্টিনেশনের মধ্যেও অন্যতম শিকোকু দ্বীপের কোচি শহর।

কোচি, জাপান: <br> দক্ষিণ পশ্চিম কেরলে এক্কেবার সমুদ্র তীরবর্তী অঞ্চলে ছবির মতো সুন্দর শহর কোচি। এদিকে জাপানের <br> ট্র্যাভেল ডেস্টিনেশনের মধ্যেও অন্যতম শিকোকু দ্বীপের কোচি শহর।

০৩ ১২
পটনা, স্কটল্যান্ড: <br> 
বিহারের পটনা থেকেই স্কটল্যান্ডের এই শহরের নাম। উইলিয়াম ফুলারটনের হাত ধরে স্কটল্যান্ডের এই শহরের জন্ম। <br> ফুলারটনের বাবা কাজ করতেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে। <br> বিহারের এই শহরের প্রতি তাই একটা আলাদা ভালবাসা ছিল উইলিয়ামের।

পটনা, স্কটল্যান্ড: <br> বিহারের পটনা থেকেই স্কটল্যান্ডের এই শহরের নাম। উইলিয়াম ফুলারটনের হাত ধরে স্কটল্যান্ডের এই শহরের জন্ম। <br> ফুলারটনের বাবা কাজ করতেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে। <br> বিহারের এই শহরের প্রতি তাই একটা আলাদা ভালবাসা ছিল উইলিয়ামের।

০৪ ১২
কলকাতা, আমেরিকা:<br>
আমাদের এই তিলোত্তমা ছাড়াও আমেরিকার ওহিও-তেও রয়েছে আরও এক কলকাতা।

কলকাতা, আমেরিকা:<br> আমাদের এই তিলোত্তমা ছাড়াও আমেরিকার ওহিও-তেও রয়েছে আরও এক কলকাতা।

০৫ ১২
লখনউ, আমেরিকা:<br> 
শুধু উত্তরপ্রদেশেই নয়, আমেরিকার পেনসিলভেনিয়ায় রয়েছে আরও এক লখনউ।

লখনউ, আমেরিকা:<br> শুধু উত্তরপ্রদেশেই নয়, আমেরিকার পেনসিলভেনিয়ায় রয়েছে আরও এক লখনউ।

০৬ ১২
হায়দরাবাদ, পাকিস্তান: <br> 
অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদের কথা তো সবাই জানেন। কিন্তু অনেকেই জানেন না প্রতিবেশী দেশ পাকিস্তানেও রয়েছে হায়দরাবাদ।

হায়দরাবাদ, পাকিস্তান: <br> অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদের কথা তো সবাই জানেন। কিন্তু অনেকেই জানেন না প্রতিবেশী দেশ পাকিস্তানেও রয়েছে হায়দরাবাদ।

০৭ ১২
বরোদা, আমেরিকা:<br> 
একই নাম, একই উচ্চারণ। কিন্তু ভৌগোলিক অবস্থান আলাদা। এক বরোদা গুজরাতে, অন্য বরোদা রয়েছে আমেরিকায়।

বরোদা, আমেরিকা:<br> একই নাম, একই উচ্চারণ। কিন্তু ভৌগোলিক অবস্থান আলাদা। এক বরোদা গুজরাতে, অন্য বরোদা রয়েছে আমেরিকায়।

০৮ ১২
ঠানে, অস্ট্রেলিয়া: <br> 
মহারাষ্ট্রের ঐতিহাসিক শহর ঠানে আবার রয়েছে অস্ট্রেলিয়াতেও।

ঠানে, অস্ট্রেলিয়া: <br> মহারাষ্ট্রের ঐতিহাসিক শহর ঠানে আবার রয়েছে অস্ট্রেলিয়াতেও।

০৯ ১২
ইন্দওর, আমেরিকা:
মধ্যপ্রদেশে রয়েছে ইন্দওর। আবার আমেরিকার পশ্চিম ভার্জিনিয়াতেও এই একই নামে রয়েছে একটি শহর। <br>

ইন্দওর, আমেরিকা: মধ্যপ্রদেশে রয়েছে ইন্দওর। আবার আমেরিকার পশ্চিম ভার্জিনিয়াতেও এই একই নামে রয়েছে একটি শহর। <br>

১০ ১২
ঢাকা, বিহার: <br> 
বাংলাদেশের রাজধানী ঢাকা। অন্যদিকে আমাদের প্রতিবেশী রাজ্য বিহারেও রয়েছে ঢাকা নামের একটি শহর।

ঢাকা, বিহার: <br> বাংলাদেশের রাজধানী ঢাকা। অন্যদিকে আমাদের প্রতিবেশী রাজ্য বিহারেও রয়েছে ঢাকা নামের একটি শহর।

১১ ১২
বালি, ইন্দোনেশিয়া: <br> 
রাজস্থানের একটি ছোট্ট শহর বালি। আবার ইন্দোনেশিয়ার অন্যতম পর্যটন আকর্ষণ বালি।

বালি, ইন্দোনেশিয়া: <br> রাজস্থানের একটি ছোট্ট শহর বালি। আবার ইন্দোনেশিয়ার অন্যতম পর্যটন আকর্ষণ বালি।

১২ ১২
ফরিদকোট, পাকিস্তান:<br>
একদিকে পঞ্জাবের একটি জেলার নাম ফরিদকোট। অন্য দিকে পাকিস্তানেও রয়েছে ফরিদকোট। এইখানেই ছিল মুম্বই <br>হামলার অন্যতম চক্রী আজমল কসাবের বাড়ি।

ফরিদকোট, পাকিস্তান:<br> একদিকে পঞ্জাবের একটি জেলার নাম ফরিদকোট। অন্য দিকে পাকিস্তানেও রয়েছে ফরিদকোট। এইখানেই ছিল মুম্বই <br>হামলার অন্যতম চক্রী আজমল কসাবের বাড়ি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE