Advertisement
২৪ এপ্রিল ২০২৪

‘জেহাদ অলিম্পিক’ দিয়ে নৃশংসতা ঢাকার চেষ্টায় আইএস জঙ্গিরা

আবু বকর আল-বাগদাদির রাজত্বে জীবন খুব স্বাভাবিক, খুবই খুশির। এমনটাই প্রমাণ করার চেষ্টা করছে ইসলামিক স্টেট। আইএস-এর অধীনে ইরাক এবং সিরিয়ার যেটুকু অংশ রয়েছে, সেই এলাকাকে এখন একটা সমান্তরাল পৃথিবী হিসেবে তুলে ধরার চেষ্টা হচ্ছে। বাগদাদির স্বঘোষিত খলিফাতন্ত্র কোনও রাষ্ট্র হিসেবে তো স্বীকৃত নয়ই।

মিউজিক্যাল চেয়ারে আনন্দ হয়, ওয়েস্টার্ন মিউজিকে মৃত্যুদণ্ড।

মিউজিক্যাল চেয়ারে আনন্দ হয়, ওয়েস্টার্ন মিউজিকে মৃত্যুদণ্ড।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ জুলাই ২০১৬ ১৮:৫৪
Share: Save:

আবু বকর আল-বাগদাদির রাজত্বে জীবন খুব স্বাভাবিক, খুবই খুশির। এমনটাই প্রমাণ করার চেষ্টা করছে ইসলামিক স্টেট। আইএস-এর অধীনে ইরাক এবং সিরিয়ার যেটুকু অংশ রয়েছে, সেই এলাকাকে এখন একটা সমান্তরাল পৃথিবী হিসেবে তুলে ধরার চেষ্টা হচ্ছে। বাগদাদির স্বঘোষিত খলিফাতন্ত্র কোনও রাষ্ট্র হিসেবে তো স্বীকৃত নয়ই। বরং গোটা পৃথিবীর কাছে ওই অঞ্চল নিষিদ্ধ। আইএস তরফে তাই এখন প্রমাণ করার চেষ্টা, বাকি পৃথিবীতে আকর্ষণীয় যা কিছু রয়েছে, আইএস-এর পৃথিবীতে তার কোনও কিছুরই অভাব নেই। ব্রাজিলের রিও-তে অলিম্পিকসের আসর বসতে চলেছে। তার আগেই আইএস রাজত্বে অলিম্পিকসের ঢঙে খেলাধুলার আসর ইরাকের মসুল বা সিরিয়ার রাকা শহরে। কিন্তু তাতে কী ঢাকা পড়ছে হিংসায় ডুবে থাকা জীবনের ছবিটা? দেখা নেওয়া যাক:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IS Jihad Olympic Picture of Normalcy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE