Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মহাকাশে আনাজ, সব্জি, ফুলের খেতে

আন্তর্জাতিক মহাকাশ স্টেশম বা আইএসএসে চলছে নানা রকম শস্য ও আনাজপাতি ফলানোর পরীক্ষানিরীক্ষা। ওই পরীক্ষানিরীক্ষাটা চলছে অনেক দিন ধরেই। সম্প্রতি কেলি ও তাঁর সঙ্গী-সাথীরা মহাকাশ স্টেশন থেকে টুইট করে পাঠিয়েছেন সেই সব রোমাঞ্চকর ছবি। সেই সব ছবি নিয়েই আজকের এই গ্যালারি।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে জন্মানো জিনিয়া।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে জন্মানো জিনিয়া।

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৬ ১৯:০১
Share: Save:

আন্তর্জাতিক মহাকাশ স্টেশম বা আইএসএসে চলছে নানা রকম শস্য ও আনাজপাতি ফলানোর পরীক্ষানিরীক্ষা। ওই পরীক্ষানিরীক্ষাটা চলছে অনেক দিন ধরেই। আইএসএসের আগে সাবেক সোভিয়েত ইউনিয়নের পাঠানো মির মহাকাশ স্টেশনেও একই রকম পরীক্ষানিরীক্ষা চালিয়েছিলেন মহাকাশচারীররা। ১৯৯৬ সালে। তাতে তিন ফলিয়েছিলেন গম। এ বার মহাকাশচারী স্কট কেলি ও তাঁর সঙ্গী-সাথীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ফলিয়েছেন জিনিয়া ও লেটুস। সঙ্গে রয়েছে আরও আনাজপাতি। আর সেই সব শস্য ও আনাজপাতি ফলানোর জন্য যে আলোর প্রয়োজন, তা মেটাতে লাল, সবুজ ও নীল এলইডি আলো তাঁরা ব্যবহার করে চলেছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। সম্প্রতি কেলি ও তাঁর সঙ্গী-সাথীরা পৃথিবীর বায়ুমণ্ডলের ৩৭০ কিলোমিটার ওপরে থাকা মহাকাশ স্টেশন থেকে টুইট করে পাঠিয়েছেন সেই সব রোমাঞ্চকর ছবি। সেই সব ছবি নিয়েই আজকের এই গ্যালারি।

আরও পড়ুন- সৌরমণ্ডলের বুক কাঁপিয়ে তীব্র গতিতে ধেয়ে আসছে দানব তারা

মহাকাশে জিনিয়া ফোটাল নাসা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

space station international flower ginia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE