Advertisement
২৪ এপ্রিল ২০২৪

তাক লাগানো কাচের ব্রিজ তৈরি করল চিন

দুই পাহাড়ের যোগাযোগ বলতে মাঝে একটি ব্রিজ। কিন্তু সেই ব্রিজের নীচেটা স্বচ্ছ্ব কাচের। তাকালে চোখ পড়বে খাদ, ঘন সবুজ উপত্যকা। বিশ্বের সবথেকে উঁচু এবং লম্বা এমনই অভিনব ব্রিজ তৈরি করেছে চিন। আর দিন কয়েকের মধ্যেই সাধারণের জন্য খুলে দেওয়া হবে ব্রিজটি।

একসঙ্গে ৮০০ মানুষকে বহনের ক্ষমতা রা‌খে এই ব্রিজ।

একসঙ্গে ৮০০ মানুষকে বহনের ক্ষমতা রা‌খে এই ব্রিজ।

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৫ ১৩:৪৯
Share: Save:

দুই পাহাড়ের যোগাযোগ বলতে মাঝে একটি ব্রিজ। কিন্তু সেই ব্রিজের নীচেটা স্বচ্ছ্ব কাচের। তাকালে চোখ পড়বে খাদ, ঘন সবুজ উপত্যকা। বিশ্বের সবথেকে উঁচু এবং লম্বা এমনই অভিনব ব্রিজ তৈরি করেছে চিন। আর দিন কয়েকের মধ্যেই সাধারণের জন্য খুলে দেওয়া হবে ব্রিজটি। আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ান স্কাইওয়াক এতদিন তাক লাগিয়ে এসেছে আপামর বিশ্ববাসীকে। লম্বায়, চওড়ায়, উচ্চতায় সব দিক থেকেই চিনের ব্রিজ টেক্কা দিতে চলেছে গ্র্যান্ড ক্যানিয়ান স্কাইওয়াককে। এর নির্মাতা ইজরায়েলের হ‌্যাম ডোটান লিমিটেড আর্কিটেক্টস অ্যান্ড আরবান ডিজাইনারস। ছবি: হ‌্যাম ডোটান লিমিটেড আর্কিটেক্টস অ্যান্ড আরবান ডিজাইনারসের সৌজন্যে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Picture Gallery china america glass-bottom bridge
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE