Advertisement
২৩ এপ্রিল ২০২৪

বাবার শেষকৃত্যে ৫০ জন বিকিনি সুন্দরীকে জিপের মাথায় নাচালেন ছেলে!

বাবা মারা গিয়েছেন। কিন্তু তার জন্য না কালো কাপড়, না চোখের জল। কিছুই বিশেষ আমল পেল না। তার পরিবর্তে এ কী কাণ্ড করলেন ছেলে! একজন, দু’জন নয়, একেবারে পঞ্চাশ জন পোল ডান্সার, বিকিনি সুন্দরীকে নিয়ে রীতিমতো সুসজ্জিত শোভাযাত্রা বের করলেন তিনি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৭ ১১:৫৪
Share: Save:
০১ ০৮
সম্প্রতি ৭৬ বছর বয়সে প্রয়াত হন তাইওয়ানের রাজনীতিক তুং সিয়াং। তিনি চাইই কান্ট্রি-র কাউন্সিল স্পিকার ছিলেন।

সম্প্রতি ৭৬ বছর বয়সে প্রয়াত হন তাইওয়ানের রাজনীতিক তুং সিয়াং। তিনি চাইই কান্ট্রি-র কাউন্সিল স্পিকার ছিলেন।

০২ ০৮
দুঃখ পেয়ে মন খারাপ করে নয়। তাঁর মৃত্যুতে এক অভিনব কাণ্ড করল সিয়াংয়ের ছেলে। কিন্তু কেন?

দুঃখ পেয়ে মন খারাপ করে নয়। তাঁর মৃত্যুতে এক অভিনব কাণ্ড করল সিয়াংয়ের ছেলে। কিন্তু কেন?

০৩ ০৮
জুনিয়র সিয়াংয়ের দাবি, বাবা সুং সিয়াং তাঁকে স্বপ্ন দিয়ে নাকি এমন ইচ্ছার কথাই জানিয়েছিলেন।

জুনিয়র সিয়াংয়ের দাবি, বাবা সুং সিয়াং তাঁকে স্বপ্ন দিয়ে নাকি এমন ইচ্ছার কথাই জানিয়েছিলেন।

০৪ ০৮
তিনি হৈ হুল্লোড় পছন্দ করতেন। তাই হট্টগোলের মধ্যে দিয়েই পরলোকে গমন করতে চেয়েছিলেন।

তিনি হৈ হুল্লোড় পছন্দ করতেন। তাই হট্টগোলের মধ্যে দিয়েই পরলোকে গমন করতে চেয়েছিলেন।

০৫ ০৮
আর বাবার শেষ ইচ্ছা পূরণ করতেই ৫০ জন বিকিনি সুন্দরী আর ৫০টি রঙিন জিপ ভাড়া করলেন ছেলে।

আর বাবার শেষ ইচ্ছা পূরণ করতেই ৫০ জন বিকিনি সুন্দরী আর ৫০টি রঙিন জিপ ভাড়া করলেন ছেলে।

০৬ ০৮
খোলা রাস্তায় সেই জিপের উপরে নাচলেন পঞ্চাশ সুন্দরী। ছেলের ব্যখ্যা, ‘এতে বাবা খুশি হয়ে আনন্দের সঙ্গে পরলোকে যেতে পারবে।’

খোলা রাস্তায় সেই জিপের উপরে নাচলেন পঞ্চাশ সুন্দরী। ছেলের ব্যখ্যা, ‘এতে বাবা খুশি হয়ে আনন্দের সঙ্গে পরলোকে যেতে পারবে।’

০৭ ০৮
জুনিয়র সিয়াংয়ের সঙ্গে একমত তুং সিয়াং-এর ভাই তুং মাও সি‌য়াং। তাঁর দাবি, ‘দাদা দু’দিন আগে স্বপ্নাদেশ দিয়েছিলেন। তাই এই আয়োজন।’

জুনিয়র সিয়াংয়ের সঙ্গে একমত তুং সিয়াং-এর ভাই তুং মাও সি‌য়াং। তাঁর দাবি, ‘দাদা দু’দিন আগে স্বপ্নাদেশ দিয়েছিলেন। তাই এই আয়োজন।’

০৮ ০৮
তবে এই প্রথা চিনে নতুন নয়। এখানে শেষকৃত্যের অনুষ্ঠানে অনেক সময়ই মহিলাদের নাচ-গান করার জন্য ভাড়া করা হয়ে থাকে। <br> তবে প্রকাশ্য রাস্তায় এই ধরনের শোভাযাত্রার আয়োজন আগে সেভাবে দেখা যায়নি।

তবে এই প্রথা চিনে নতুন নয়। এখানে শেষকৃত্যের অনুষ্ঠানে অনেক সময়ই মহিলাদের নাচ-গান করার জন্য ভাড়া করা হয়ে থাকে। <br> তবে প্রকাশ্য রাস্তায় এই ধরনের শোভাযাত্রার আয়োজন আগে সেভাবে দেখা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE