Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Rohit Sharma

দলে নেই স্টিভ ও, অজিদের সেরা টেস্ট একাদশ বাছলেন রোহিত, কারা আছেন জানেন

সদ্য অস্ট্রেলিয়া সফর থেকে ফিরেছেন কোহালি-রোহিতরা। অজিদের বিরুদ্ধে তাদের মাঠে টেস্ট সিরিজ জয়ের বিরল কৃতিত্ব অর্জন করেছেন। বর্তমান অস্ট্রেলীয় দলটির থেকে অনেক গুণে এগিয়ে কোহালির টিম ইন্ডিয়া। সফর থেকে ফিরে অজিদের সেরা একাদশ বাছলেন রোহিত। কারা ঠাঁই পেলেন সেই টিমে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:২৯
Share: Save:
০১ ১২
সদ্য অস্ট্রেলিয়া সফর থেকে ফিরেছেন কোহালি-রোহিতরা। অজিদের বিরুদ্ধে তাদের মাঠে টেস্ট সিরিজ জয়ের বিরল কৃতিত্ব অর্জন করেছেন। বর্তমান অস্ট্রেলীয় দলটির থেকে অনেক গুণে এগিয়ে কোহালির টিম ইন্ডিয়া। সফর থেকে ফিরে অজিদের সেরা একাদশ বাছলেন রোহিত। কারা ঠাঁই পেলেন সেই টিমে।

সদ্য অস্ট্রেলিয়া সফর থেকে ফিরেছেন কোহালি-রোহিতরা। অজিদের বিরুদ্ধে তাদের মাঠে টেস্ট সিরিজ জয়ের বিরল কৃতিত্ব অর্জন করেছেন। বর্তমান অস্ট্রেলীয় দলটির থেকে অনেক গুণে এগিয়ে কোহালির টিম ইন্ডিয়া। সফর থেকে ফিরে অজিদের সেরা একাদশ বাছলেন রোহিত। কারা ঠাঁই পেলেন সেই টিমে।

০২ ১২
ম্যাথু হেডেন: অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ওপেনার। ১০৩টি টেস্টে সাড়ে আট হাজারের উপর রান করেছেন। রয়েছে ৩০টি শতরান।

ম্যাথু হেডেন: অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ওপেনার। ১০৩টি টেস্টে সাড়ে আট হাজারের উপর রান করেছেন। রয়েছে ৩০টি শতরান।

০৩ ১২
ডেভিড ওয়ার্নার: ৭৪টি টেস্ট খেলা ওয়ার্নার করেছেন ছয় হাজারের বেশি রান। শতরান রয়েছে ২১টি।

ডেভিড ওয়ার্নার: ৭৪টি টেস্ট খেলা ওয়ার্নার করেছেন ছয় হাজারের বেশি রান। শতরান রয়েছে ২১টি।

০৪ ১২
রিকি পন্টিং: অস্ট্রেলিয়ার অন্যতম সফল অধিনায়ক। ২৮৭টি টেস্ট ইনিংসে রানের গড় ৫১-এর উপর। ৪১টি শতরান রয়েছে পন্টিংয়ের।

রিকি পন্টিং: অস্ট্রেলিয়ার অন্যতম সফল অধিনায়ক। ২৮৭টি টেস্ট ইনিংসে রানের গড় ৫১-এর উপর। ৪১টি শতরান রয়েছে পন্টিংয়ের।

০৫ ১২
ক্লার্ক: অস্ট্রেলিয়ার অন্যতম সফল অধিনায়ক। ১১৫টি টেস্ট খেলা ক্লার্কের ঝুলিতে রয়েছে সাড়ে আট হাজারের বেশি রান। ২৮টি শতরান রয়েছে তাঁর।

ক্লার্ক: অস্ট্রেলিয়ার অন্যতম সফল অধিনায়ক। ১১৫টি টেস্ট খেলা ক্লার্কের ঝুলিতে রয়েছে সাড়ে আট হাজারের বেশি রান। ২৮টি শতরান রয়েছে তাঁর।

০৬ ১২
মাইক হাসি: অস্ট্রেলিয়ার অন্যতম সেরা বাঁহাতি ব্যাটসম্যান। ৭৯টি টেস্টে পঞ্চাশের বেশি গড়ে রান করেছেন।

মাইক হাসি: অস্ট্রেলিয়ার অন্যতম সেরা বাঁহাতি ব্যাটসম্যান। ৭৯টি টেস্টে পঞ্চাশের বেশি গড়ে রান করেছেন।

০৭ ১২
শেন ওয়াটসন: অলরাউন্ডার ওয়াটসন বল-ব্যাট সব ক্ষেত্রেই এক সময় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ব্যাটিং গড় ৩৫-এর উপর। উইকেট পেয়েছেন ৭৫টি।

শেন ওয়াটসন: অলরাউন্ডার ওয়াটসন বল-ব্যাট সব ক্ষেত্রেই এক সময় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ব্যাটিং গড় ৩৫-এর উপর। উইকেট পেয়েছেন ৭৫টি।

০৮ ১২
অ্যাডাম গিলক্রিস্ট: ৯৬টি টেস্ট খেলা প্রাক্তন অজি উইকেটরক্ষক করেছেন সাড়ে পাঁচ হাজারের বেশি রান। রয়েছে ১৭টি শতরান।

অ্যাডাম গিলক্রিস্ট: ৯৬টি টেস্ট খেলা প্রাক্তন অজি উইকেটরক্ষক করেছেন সাড়ে পাঁচ হাজারের বেশি রান। রয়েছে ১৭টি শতরান।

০৯ ১২
শেন ওয়ার্ন: বিশ্বের সর্বকালের সেরা স্পিনারদের মধ্য অন্যতম। ১৪৫টি টেস্টে ৭০৮ উইকেট দখলকারী এই লেগ স্পিনারের জন্য কোনও বিশেষণই বোধ হয় যথেষ্ট নয়।

শেন ওয়ার্ন: বিশ্বের সর্বকালের সেরা স্পিনারদের মধ্য অন্যতম। ১৪৫টি টেস্টে ৭০৮ উইকেট দখলকারী এই লেগ স্পিনারের জন্য কোনও বিশেষণই বোধ হয় যথেষ্ট নয়।

১০ ১২
ব্রেট লি: এক সময় গতির লড়াইয়ে বিশ্বের তামাম ব্যাটসম্যানদের কাছে ত্রাস হয়ে উঠেছিলেন। ৭৬টি ম্যাচ খেলা লি’র দখলে রয়েছে ৩১০টি উইকেট।

ব্রেট লি: এক সময় গতির লড়াইয়ে বিশ্বের তামাম ব্যাটসম্যানদের কাছে ত্রাস হয়ে উঠেছিলেন। ৭৬টি ম্যাচ খেলা লি’র দখলে রয়েছে ৩১০টি উইকেট।

১১ ১২
এম জনসন: বাঁহাতি পেস বোলারটি ব্যাটসম্যান হিসেবেও প্রয়োজনের সময় দলকে ভরসা দিয়েছেন। ৭৩টি ম্যাচ খেলা জনসনের সেরা স্কোর যেমন অপারাজিত ১২৩ রান, তেমনই দখলে রয়েছেন ৩১৩টি উইকেট।

এম জনসন: বাঁহাতি পেস বোলারটি ব্যাটসম্যান হিসেবেও প্রয়োজনের সময় দলকে ভরসা দিয়েছেন। ৭৩টি ম্যাচ খেলা জনসনের সেরা স্কোর যেমন অপারাজিত ১২৩ রান, তেমনই দখলে রয়েছেন ৩১৩টি উইকেট।

১২ ১২
গ্লেন ম্যাকগ্রা: বিশ্বের সর্বকালের সেরা পেস বোলারের তালিকায় অবশ্যই তিনি থাকবেন। ১২৪টি টেস্ট খেলা ম্যাকগ্রার দখলে রয়েছে ৫৬৩টি উইকেট।

গ্লেন ম্যাকগ্রা: বিশ্বের সর্বকালের সেরা পেস বোলারের তালিকায় অবশ্যই তিনি থাকবেন। ১২৪টি টেস্ট খেলা ম্যাকগ্রার দখলে রয়েছে ৫৬৩টি উইকেট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE