Advertisement
২০ এপ্রিল ২০২৪
Pakistan

চলতি এশিয়া কাপে চমকে দিতে পারেন এঁরা

প্রথম ম্যাচেই চমক দেখিয়েছে বাংলাদেশে। অসাধারণ ব্যাট করেছেন মুশফিকুর রহিম। তবে শুধু রহিম নন এ বারের এশিয়া কাপে আলাদা করে নজর থাকছে বেশ কয়েক জন ক্রিকেটারের উপর। দেখে নেওয়া যাক তাঁদের।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৪৯
Share: Save:
০১ ০৬
প্রথম ম্যাচেই চমক দেখিয়েছে বাংলাদেশে। অসাধারণ ব্যাট করেছেন মুশফিকুর রহিম। তবে শুধু রহিম নন এ বারের এশিয়া কাপে আলাদা করে নজর থাকছে বেশ কয়েক জন ক্রিকেটারের উপর। দেখে নেওয়া যাক তাঁদের।

প্রথম ম্যাচেই চমক দেখিয়েছে বাংলাদেশে। অসাধারণ ব্যাট করেছেন মুশফিকুর রহিম। তবে শুধু রহিম নন এ বারের এশিয়া কাপে আলাদা করে নজর থাকছে বেশ কয়েক জন ক্রিকেটারের উপর। দেখে নেওয়া যাক তাঁদের।

০২ ০৬
বাবর আজম: বিরাট কোহালি বিহীন এশিয়া কাপে বাবর আজমের দর যেন অনেকটাই বেড়ে গিয়েছে। বাবরের গড় পঞ্চাশের উপর। এখন দেখার পাকিস্তানের এই ক্রিকেটারটি কতটা সফল হতে পারেন।

বাবর আজম: বিরাট কোহালি বিহীন এশিয়া কাপে বাবর আজমের দর যেন অনেকটাই বেড়ে গিয়েছে। বাবরের গড় পঞ্চাশের উপর। এখন দেখার পাকিস্তানের এই ক্রিকেটারটি কতটা সফল হতে পারেন।

০৩ ০৬
রোহিত শর্মা: নিজের দিনে বিশ্বের যে কোনও বোলারের কাছে তিনি ভয়ঙ্কর। ওপেনার হিসাবে রোহিত কী করতে পারেন, সে দিকে নজর থাকবে। বিরাট কোহালি ছাড়া ভারতীয় দলে তিনি বড় ভরসা।

রোহিত শর্মা: নিজের দিনে বিশ্বের যে কোনও বোলারের কাছে তিনি ভয়ঙ্কর। ওপেনার হিসাবে রোহিত কী করতে পারেন, সে দিকে নজর থাকবে। বিরাট কোহালি ছাড়া ভারতীয় দলে তিনি বড় ভরসা।

০৪ ০৬
রশিদ খান: আইপিএল-এ বিস্ময় তৈরি করেছিলেন আফগানিস্তানের এই স্পিনারটি। দুবাই এবং আরবের পিচে আরও অনেক কিছু অপেক্ষা করে থাকতে পারে। ৪৬টি ম্যাচে একশোর উপর উইকেট পেয়েছেন।

রশিদ খান: আইপিএল-এ বিস্ময় তৈরি করেছিলেন আফগানিস্তানের এই স্পিনারটি। দুবাই এবং আরবের পিচে আরও অনেক কিছু অপেক্ষা করে থাকতে পারে। ৪৬টি ম্যাচে একশোর উপর উইকেট পেয়েছেন।

০৫ ০৬
নিরোশান ডিকওয়েলা: শ্রীলঙ্কার উইকেটরক্ষক-ব্যাটসম্যান। প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গকারার অভাব বুঝতে দিচ্ছেন না। এখনও পর্যন্ত ৪১টি একদিনের ম্যাচ খেলেছেন। অনেক পথ চলার বাকি। এশিয়া কাপে নজর থাকবে নিরোশনের উপর।

নিরোশান ডিকওয়েলা: শ্রীলঙ্কার উইকেটরক্ষক-ব্যাটসম্যান। প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গকারার অভাব বুঝতে দিচ্ছেন না। এখনও পর্যন্ত ৪১টি একদিনের ম্যাচ খেলেছেন। অনেক পথ চলার বাকি। এশিয়া কাপে নজর থাকবে নিরোশনের উপর।

০৬ ০৬
মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ): বছর তেইশের বাঁ হাতি মিডিয়াম পেসারের উপর আলাদা করে নজর থাকবে। বাংলাদেশের বোলিং আক্রমণের অন্যতম স্তম্ভ। এশিয়া কাপে যে কয়েক জন চমক দিতে পারেন তার মধ্যে অবশ্যই মুস্তাফিজুর অন্যতম। শ্রীলঙ্কা ম্যাচে শুরুটাও দুর্দান্ত করেছেন।

মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ): বছর তেইশের বাঁ হাতি মিডিয়াম পেসারের উপর আলাদা করে নজর থাকবে। বাংলাদেশের বোলিং আক্রমণের অন্যতম স্তম্ভ। এশিয়া কাপে যে কয়েক জন চমক দিতে পারেন তার মধ্যে অবশ্যই মুস্তাফিজুর অন্যতম। শ্রীলঙ্কা ম্যাচে শুরুটাও দুর্দান্ত করেছেন।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE