Advertisement
১৯ এপ্রিল ২০২৪
bangladesh

ভারতকে হারাতে যে ১১ জনকে মাঠে নামাতে পারে বাংলাদেশ

মাশরফির দলে আজ কে কে থাকছেন

সংবাদ সংস্থা
দুবাই শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮ ১৬:০০
Share: Save:
০১ ১২
সূচি নিয়ে ফুঁসছে বাংলাদেশ। আজ ভারতের মুখোমুখি তারা। কোন ১১ জন খেলতে পারেন বাংলাদেশের হয়ে?

সূচি নিয়ে ফুঁসছে বাংলাদেশ। আজ ভারতের মুখোমুখি তারা। কোন ১১ জন খেলতে পারেন বাংলাদেশের হয়ে?

০২ ১২
লিটন দাসই ওপেন করবেন বলে মনে করা হচ্ছে। কারণ তিনি আক্রমণাত্মক ভঙ্গিতে ঝোড়ো ইনিংস খেলতেই পছ্ন্দ করেন।

লিটন দাসই ওপেন করবেন বলে মনে করা হচ্ছে। কারণ তিনি আক্রমণাত্মক ভঙ্গিতে ঝোড়ো ইনিংস খেলতেই পছ্ন্দ করেন।

০৩ ১২
মোমিনুল হক: লিটনকে সঙ্গত দেওয়ার কথা মোমিনুলের। আফগানদের বিরুদ্ধে তিনি ব্যর্থ হলেও তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে বাংলাদেশ। বল হাতে নিয়েছেন চার উইকেট

মোমিনুল হক: লিটনকে সঙ্গত দেওয়ার কথা মোমিনুলের। আফগানদের বিরুদ্ধে তিনি ব্যর্থ হলেও তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে বাংলাদেশ। বল হাতে নিয়েছেন চার উইকেট

০৪ ১২
সাকিব আল হাসান: ৫৫ বলে ৩২ রান করে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র তিনিই যা মান রক্ষা করেছেন, তিন নম্বরে রাখা হবে তাঁকে।

সাকিব আল হাসান: ৫৫ বলে ৩২ রান করে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র তিনিই যা মান রক্ষা করেছেন, তিন নম্বরে রাখা হবে তাঁকে।

০৫ ১২
মুশফিকার রহিম: উইকেটকিপার হিসাবে মোটামুটি সফল।শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৩৭ রানের বড় জয়ে তিনিই ম্যাচের সেরা।

মুশফিকার রহিম: উইকেটকিপার হিসাবে মোটামুটি সফল।শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৩৭ রানের বড় জয়ে তিনিই ম্যাচের সেরা।

০৬ ১২
মহম্মদ মিঠুন:  বাংলাদেশের অপর এক ব্যাটিং স্তম্ভ তিনি। তিনিও থাকবেন বলেই মনে করা হচ্ছে।

মহম্মদ মিঠুন: বাংলাদেশের অপর এক ব্যাটিং স্তম্ভ তিনি। তিনিও থাকবেন বলেই মনে করা হচ্ছে।

০৭ ১২
মাহমুদুল্লাহ: গত ম্যাচে আফগানদের খানিকটা হলেও বেগ দিয়েছেন তিনি। তাই তাঁর থাকার সম্ভাবনাও প্রবল।

মাহমুদুল্লাহ: গত ম্যাচে আফগানদের খানিকটা হলেও বেগ দিয়েছেন তিনি। তাই তাঁর থাকার সম্ভাবনাও প্রবল।

০৮ ১২
মোসাদ্দেক হোসেন: এই অলরাউন্ডারকে মাশরফির দলে রাখার সম্ভাবনা ভাল রকম।

মোসাদ্দেক হোসেন: এই অলরাউন্ডারকে মাশরফির দলে রাখার সম্ভাবনা ভাল রকম।

০৯ ১২
মেহেদি হাসান: তরুণ এই স্পিনারকে বাংলাদেশের দলে থাকার সম্ভাবনা যথেষ্ট।

মেহেদি হাসান: তরুণ এই স্পিনারকে বাংলাদেশের দলে থাকার সম্ভাবনা যথেষ্ট।

১০ ১২
আবু হিদের রনি: প্রথম স্পেলেই দুই আফগান ওপেনারকে ফিরিয়ে দিয়ে মন কেডে়ছেন অভিষেক ম্যাচে। তাঁকে রাখার সম্ভাবনা প্রবল।

আবু হিদের রনি: প্রথম স্পেলেই দুই আফগান ওপেনারকে ফিরিয়ে দিয়ে মন কেডে়ছেন অভিষেক ম্যাচে। তাঁকে রাখার সম্ভাবনা প্রবল।

১১ ১২
অধিনায়ক মাশরফি  মোর্তাজার লক্ষ্য একটাই। যেভাবে হোক ভারতকে পরাস্ত করা। আর বোলিংয়ে ধরাশায়ী করা ভারতের ব্যাটিং স্তম্ভদের।

অধিনায়ক মাশরফি মোর্তাজার লক্ষ্য একটাই। যেভাবে হোক ভারতকে পরাস্ত করা। আর বোলিংয়ে ধরাশায়ী করা ভারতের ব্যাটিং স্তম্ভদের।

১২ ১২
মুস্তাফিজুর রহমান: কাটার মাস্টারকে দলে নেওয়ার সম্ভাবনা প্রবল।

মুস্তাফিজুর রহমান: কাটার মাস্টারকে দলে নেওয়ার সম্ভাবনা প্রবল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE