Advertisement
২০ এপ্রিল ২০২৪
Asia Cup 2018

আজ কেমন হতে পারে কোহালি বিহীন ভারতের প্রথম একাদশ

এশিয়া কাপে আজ অভিযান শুরু করছে ভারত। বিপক্ষ দুর্বল হংকং। তবে, কোহালি বিহীন ভারতীয় দলের কাছে আজকের ম্যাচ কার্যত প্রস্তুতি। কারণ, পরের দিন বুধবার ভারত নামবে পাকিস্তানের বিরুদ্ধে। দেখে নেওয়া যাক আজ কেমন হতে পারে রোহিতদের প্রথম একাদশ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮ ১০:৪০
Share: Save:
০১ ১২
এশিয়া কাপে আজ অভিযান শুরু করছে ভারত। বিপক্ষ দুর্বল হংকং। তবে, কোহালি বিহীন ভারতীয় দলের কাছে আজকের ম্যাচ কার্যত প্রস্তুতি। কারণ, পরের দিন বুধবার ভারত নামবে পাকিস্তানের বিরুদ্ধে। দেখে নেওয়া যাক আজ কেমন হতে পারে রোহিতদের প্রথম একাদশ।

এশিয়া কাপে আজ অভিযান শুরু করছে ভারত। বিপক্ষ দুর্বল হংকং। তবে, কোহালি বিহীন ভারতীয় দলের কাছে আজকের ম্যাচ কার্যত প্রস্তুতি। কারণ, পরের দিন বুধবার ভারত নামবে পাকিস্তানের বিরুদ্ধে। দেখে নেওয়া যাক আজ কেমন হতে পারে রোহিতদের প্রথম একাদশ।

০২ ১২
রোহিত শর্মা: ওপেনার রোহিত শর্মা দলের মূল ভরসা। পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরুর আগে আজই চূড়ান্ত প্রস্তুতি।

রোহিত শর্মা: ওপেনার রোহিত শর্মা দলের মূল ভরসা। পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরুর আগে আজই চূড়ান্ত প্রস্তুতি।

০৩ ১২
শিখর ধওয়ন: ইংল্যান্ডে তেমন কিছু করতে পারেননি। আজ বড় পরীক্ষার সামনে। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ধওয়নকে দেখে নিতে চাইবে ম্যানেজমেন্ট।

শিখর ধওয়ন: ইংল্যান্ডে তেমন কিছু করতে পারেননি। আজ বড় পরীক্ষার সামনে। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ধওয়নকে দেখে নিতে চাইবে ম্যানেজমেন্ট।

০৪ ১২
কেএল রাহুল: দুর্বল হংকংয়ের বিরুদ্ধে রান পাওয়া জরুরি। তিন নম্বরে রাহুল রান পেলে রোহিতদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

কেএল রাহুল: দুর্বল হংকংয়ের বিরুদ্ধে রান পাওয়া জরুরি। তিন নম্বরে রাহুল রান পেলে রোহিতদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

০৫ ১২
অম্বতি রায়ডু: আজকের ম্যাচে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে রায়ড়ুর সামনে এটা বড় সুযোগ নিজেকে প্রমাণ করার।

অম্বতি রায়ডু: আজকের ম্যাচে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে রায়ড়ুর সামনে এটা বড় সুযোগ নিজেকে প্রমাণ করার।

০৬ ১২
এমএস ধোনি: পাঁচ নম্বরের জন্য ধোনিই পছন্দ। ধোনির অভিজ্ঞতা এশিয়া কাপে ভারতের বড় ভরসা দেবে।

এমএস ধোনি: পাঁচ নম্বরের জন্য ধোনিই পছন্দ। ধোনির অভিজ্ঞতা এশিয়া কাপে ভারতের বড় ভরসা দেবে।

০৭ ১২
কেদার যাদব: ছয় নম্বরের জন্য আজকের ম্যাচে সুযোগ পেতে পারেন কেদার। প্রয়োজনে সুযোগ পেতে পারেন দীনেশ কার্তিক। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে এই দু’জনের উপর বাড়তি নজর থাকবে।

কেদার যাদব: ছয় নম্বরের জন্য আজকের ম্যাচে সুযোগ পেতে পারেন কেদার। প্রয়োজনে সুযোগ পেতে পারেন দীনেশ কার্তিক। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে এই দু’জনের উপর বাড়তি নজর থাকবে।

০৮ ১২
হার্দিক পাণ্ড্য: অলরাউন্ডার হার্দিক সাত নম্বরের জন্য ঠিকঠাক। আজ নিজের প্রস্তুতি সেরে নিতে হবে। কারণ, পরের দিনই বড় পরীক্ষা।

হার্দিক পাণ্ড্য: অলরাউন্ডার হার্দিক সাত নম্বরের জন্য ঠিকঠাক। আজ নিজের প্রস্তুতি সেরে নিতে হবে। কারণ, পরের দিনই বড় পরীক্ষা।

০৯ ১২
ভুবনেশ্বর কুমার: ভারতীয় দলের পেস আক্রমণের বড় ভরসা। চোট সারিয়ে ফিরে আসছেন। আজ প্রস্তুতি সেরে নিতে চাইবেন।

ভুবনেশ্বর কুমার: ভারতীয় দলের পেস আক্রমণের বড় ভরসা। চোট সারিয়ে ফিরে আসছেন। আজ প্রস্তুতি সেরে নিতে চাইবেন।

১০ ১২
কুলদীপ যাদব: সীমিত ওভারের ম্যাচে টিম ইন্ডিয়ার তুরুপের তাস। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে হংকং ম্যাচে প্রস্তুতি সেরে নিতে চাইবেন তিনি।

কুলদীপ যাদব: সীমিত ওভারের ম্যাচে টিম ইন্ডিয়ার তুরুপের তাস। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে হংকং ম্যাচে প্রস্তুতি সেরে নিতে চাইবেন তিনি।

১১ ১২
যুজবেন্দ্র চহাল: স্পিন আক্রমণের জোড়া ফলা। কুলদীপ এবং চহাল জুটির সাফল্যের উপর এশিয়া কাপে ভারতের সাফল্য অনেকটাই নির্ভর করছে।

যুজবেন্দ্র চহাল: স্পিন আক্রমণের জোড়া ফলা। কুলদীপ এবং চহাল জুটির সাফল্যের উপর এশিয়া কাপে ভারতের সাফল্য অনেকটাই নির্ভর করছে।

১২ ১২
জসপ্রীত বুমরা: ভুবনেশ্বরের সঙ্গে বুমরা। পেস আক্রমণের দুই কান্ডারি। বুমরা আজকের ম্যাচে নিজেকে ঝালিয়ে নিতে চাইবেন।

জসপ্রীত বুমরা: ভুবনেশ্বরের সঙ্গে বুমরা। পেস আক্রমণের দুই কান্ডারি। বুমরা আজকের ম্যাচে নিজেকে ঝালিয়ে নিতে চাইবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE