Advertisement
২০ এপ্রিল ২০২৪

পূজারার মতো দু’ইনিংসেই রান আউট হয়েছেন যাঁরা

শেষ বার কোনও টেস্টে দু’ইনিংসে রান আউট হয়েছিলেন প্রাক্তন কিউয়ি অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। তাও প্রায় ১৮ বছর আগে। পূজারার আগে অবশ্য ভারতের কারও এই নজির নেই। টেস্ট ক্রিকেটের ইতিহাসে মোট ২৫ জনের এই নজির রয়েছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৮ ১৬:৪৪
Share: Save:
০১ ১০
সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দু’ইনিংসেই রান আউট হলেন চেতেশ্বর পূজারা। শেষ বার কোনও টেস্টে দু’ইনিংসে রান আউট হয়েছিলেন প্রাক্তন কিউয়ি অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। তাও প্রায় ১৮ বছর আগে। পূজারার আগে অবশ্য ভারতের কারও এই নজির নেই। টেস্ট ক্রিকেটের ইতিহাসে মোট ২৫ জনের এই নজির রয়েছে। যার মধ্যে বেশির ভাগই অস্ট্রেলীয় এবং ক্যারিবীয়। তথ্যসূত্র ইএসপিএন ক্রিকইনফো।

সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দু’ইনিংসেই রান আউট হলেন চেতেশ্বর পূজারা। শেষ বার কোনও টেস্টে দু’ইনিংসে রান আউট হয়েছিলেন প্রাক্তন কিউয়ি অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। তাও প্রায় ১৮ বছর আগে। পূজারার আগে অবশ্য ভারতের কারও এই নজির নেই। টেস্ট ক্রিকেটের ইতিহাসে মোট ২৫ জনের এই নজির রয়েছে। যার মধ্যে বেশির ভাগই অস্ট্রেলীয় এবং ক্যারিবীয়। তথ্যসূত্র ইএসপিএন ক্রিকইনফো।

০২ ১০
তালিকার প্রথম তিন জনই অস্ট্রেলিয়ার। ১৯০৮ সালের ১ জানুয়ারি প্রথম বার দু’ইনিংসে রান আউট হন পিটার ম্যাকঅ্যালিস্টার। বছর তিনেক বাদে ফের একই কাণ্ড ঘটান চার্লস কেলিওয়ে। এর পর প্রায় ন’বছরের বিরতির পর ১৯২০ সালে এই কায়দায় আউট হন জ্যাক রাইডার।

তালিকার প্রথম তিন জনই অস্ট্রেলিয়ার। ১৯০৮ সালের ১ জানুয়ারি প্রথম বার দু’ইনিংসে রান আউট হন পিটার ম্যাকঅ্যালিস্টার। বছর তিনেক বাদে ফের একই কাণ্ড ঘটান চার্লস কেলিওয়ে। এর পর প্রায় ন’বছরের বিরতির পর ১৯২০ সালে এই কায়দায় আউট হন জ্যাক রাইডার।

০৩ ১০
এর পর প্রায় ৩২ বছর পর ১৯৫১ সালের ৩১ ডিসেম্বর এই ভাবে আউট হন ওয়েস্ট ইন্ডিজের জন ট্রিম। দু’ইনিংসেই শূন্য করেছিলেন তিনি। তিন বছর পর ওয়েস্ট ইন্ডিজেরই জেফ্রি স্টলমেয়ার ইংল্যান্ডের বিরুদ্ধে এই ভাবে আউট হন। ১৯৬০ সালে চতুর্থ অজি হিসাবে এই কায়দায় আউট হন ইয়ান মেকিফ।

এর পর প্রায় ৩২ বছর পর ১৯৫১ সালের ৩১ ডিসেম্বর এই ভাবে আউট হন ওয়েস্ট ইন্ডিজের জন ট্রিম। দু’ইনিংসেই শূন্য করেছিলেন তিনি। তিন বছর পর ওয়েস্ট ইন্ডিজেরই জেফ্রি স্টলমেয়ার ইংল্যান্ডের বিরুদ্ধে এই ভাবে আউট হন। ১৯৬০ সালে চতুর্থ অজি হিসাবে এই কায়দায় আউট হন ইয়ান মেকিফ।

০৪ ১০
কয়েক মাসের মধ্যে ফের দু’ইনিংসে রান আউট হন ওয়েস্ট ইন্ডিজের জো সলোমন। ১৯৬৪ সালে প্রথম কিউয়ি ব্যাটসম্যান হিসাবে এই ভাবে আউট হন নোয়েল ম্যাকগ্রেগর। এর প্রায় পাঁচ বছর পর আউট হন ওয়েস্ট ইন্ডিজের রিচার্ড এডওয়ার্ডস।

কয়েক মাসের মধ্যে ফের দু’ইনিংসে রান আউট হন ওয়েস্ট ইন্ডিজের জো সলোমন। ১৯৬৪ সালে প্রথম কিউয়ি ব্যাটসম্যান হিসাবে এই ভাবে আউট হন নোয়েল ম্যাকগ্রেগর। এর প্রায় পাঁচ বছর পর আউট হন ওয়েস্ট ইন্ডিজের রিচার্ড এডওয়ার্ডস।

০৫ ১০
প্রথম তারকা ব্যাটসম্যান হিসাবে দু’ইনিংসে রান আউট হন ক্লাইভ লয়েড। ভারতের বিরুদ্ধে ১৯৭১ সালে কিঙ্গসটনে এই ভাবে আউট হন তিনি। একই বছর অগস্ট মাসে ভারতেরই বিরুদ্ধে এই ভাবে আউট হন ইংল্যান্ডের জন জেমসন। বছর খানেক বাদে প্রথম পাক ব্যাটসম্যান হিসাবে এই নজির গড়েন জাহির আব্বাস।

প্রথম তারকা ব্যাটসম্যান হিসাবে দু’ইনিংসে রান আউট হন ক্লাইভ লয়েড। ভারতের বিরুদ্ধে ১৯৭১ সালে কিঙ্গসটনে এই ভাবে আউট হন তিনি। একই বছর অগস্ট মাসে ভারতেরই বিরুদ্ধে এই ভাবে আউট হন ইংল্যান্ডের জন জেমসন। বছর খানেক বাদে প্রথম পাক ব্যাটসম্যান হিসাবে এই নজির গড়েন জাহির আব্বাস।

০৬ ১০
তালিকার পঞ্চম অস্ট্রেলীয় প্রাক্তন অধিনায়ক অ্যালান বর্ডার। ১৯৮১-র ডিসেম্বরে মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে এই ভাবে আউট হন তিনি। আট বছর পর ফের এক অস্ট্রেলীয়। ১৯৮৯ সালে এই ভাবে আউট হন মার্ক টেলর। তিনিই প্রথম ক্রিকেটার যিনি দু’বার এই বিরল রেকর্ড গড়েন। ১৯৯১ সালেও এই ভাবে আউট হয়েছিলেন তিনি। ১৯৯০ সালে ফয়জলাবাদ টেস্টে দ্বিতীয় পাক ক্রিকেটার হিসাবে দু’ইনিংসে রান আউট হন ওয়াসিম আক্রম।

তালিকার পঞ্চম অস্ট্রেলীয় প্রাক্তন অধিনায়ক অ্যালান বর্ডার। ১৯৮১-র ডিসেম্বরে মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে এই ভাবে আউট হন তিনি। আট বছর পর ফের এক অস্ট্রেলীয়। ১৯৮৯ সালে এই ভাবে আউট হন মার্ক টেলর। তিনিই প্রথম ক্রিকেটার যিনি দু’বার এই বিরল রেকর্ড গড়েন। ১৯৯১ সালেও এই ভাবে আউট হয়েছিলেন তিনি। ১৯৯০ সালে ফয়জলাবাদ টেস্টে দ্বিতীয় পাক ক্রিকেটার হিসাবে দু’ইনিংসে রান আউট হন ওয়াসিম আক্রম।

০৭ ১০
১৯৯১ সালে অষ্টম অজি ক্রিকেটার হিসাবে এই ভাবে আউট হন ইয়ান হিলি। ১৯৯৯ সালেও এই ভাবে আউট হন তিনি। ১৯৯৪ সালে নিউজিল্যান্ডের অ্যান্ড্রু জোন্স এবং ১৯৯৫ সালে নবম অস্ট্রেলীয় হিসাবে এই কায়দায় আউট হন জো অ্যাঞ্জেল।

১৯৯১ সালে অষ্টম অজি ক্রিকেটার হিসাবে এই ভাবে আউট হন ইয়ান হিলি। ১৯৯৯ সালেও এই ভাবে আউট হন তিনি। ১৯৯৪ সালে নিউজিল্যান্ডের অ্যান্ড্রু জোন্স এবং ১৯৯৫ সালে নবম অস্ট্রেলীয় হিসাবে এই কায়দায় আউট হন জো অ্যাঞ্জেল।

০৮ ১০
তালিকার ১৯ নম্বরে প্রাক্তন কিউয়ি উইকেটরক্ষক অ্যাডাম পারোরে। ১৯৯৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ভাবে আউট হন তিনি। প্রথম দক্ষিণ আফ্রিকান হিসাবে ১৯৯৮ সালে পোর্ট এলিজাবেথে আউট হন হ্যান্সি ক্রোনিয়ে।

তালিকার ১৯ নম্বরে প্রাক্তন কিউয়ি উইকেটরক্ষক অ্যাডাম পারোরে। ১৯৯৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ভাবে আউট হন তিনি। প্রথম দক্ষিণ আফ্রিকান হিসাবে ১৯৯৮ সালে পোর্ট এলিজাবেথে আউট হন হ্যান্সি ক্রোনিয়ে।

০৯ ১০
প্রথম শ্রীলঙ্কান হিসাবে ১৯৯৯ সালের নভেম্বরে তালিকায় নাম তোলেন মার্ভান আতাপাত্তু। জিম্বাবোয়ের বিরুদ্ধে হারারেতে এই ভাবে আউট হন তিনি। পরের বছর তালিকার তৃতীয় কিউয়ি হিসাবে এই ভাবে আউট হন স্টিভন ফ্লেমিং।

প্রথম শ্রীলঙ্কান হিসাবে ১৯৯৯ সালের নভেম্বরে তালিকায় নাম তোলেন মার্ভান আতাপাত্তু। জিম্বাবোয়ের বিরুদ্ধে হারারেতে এই ভাবে আউট হন তিনি। পরের বছর তালিকার তৃতীয় কিউয়ি হিসাবে এই ভাবে আউট হন স্টিভন ফ্লেমিং।

১০ ১০
তালিকার শেষ সংযোজন চেতেশ্বর পূজারা। প্রথম ভারতীয় হিসাবে সেঞ্চুরিয়ান টেস্টে এই রেকর্ড করলেন তিনি।

তালিকার শেষ সংযোজন চেতেশ্বর পূজারা। প্রথম ভারতীয় হিসাবে সেঞ্চুরিয়ান টেস্টে এই রেকর্ড করলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE