Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Cricket

আসন্ন ইংল্যান্ড সফরে চার নম্বরে কে, উঠে আসছে চারটি নাম

কিছু দিনের মধ্যেই ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। টেস্ট, টি২০-এর পাশাপাশি রয়েছে সফরে রয়েছে বেশ কয়েকটি এক দিনের আন্তর্জাতিক ম্যাচও। কিন্তু, এক দিনে ম্যাচে চূড়ান্ত একাদশ তৈরিতে সমস্যায় পড়তে হতে পারে অধিনায়ক বিরাট কোহালিকে। বিশেষ করে চার নম্বরে কে নামবেন, তা নিয়ে সমস্যা হতে পারে। দেখে নেওয়া যাক কারা হতে পারেন দলের চার নম্বর।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ জুন ২০১৮ ১০:২৬
Share: Save:
০১ ০৫
কিছু দিনের মধ্যেই ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। টেস্ট, টি২০-এর পাশাপাশি রয়েছে সফরে রয়েছে বেশ কয়েকটি এক দিনের আন্তর্জাতিক ম্যাচও। কিন্তু, এক দিনে ম্যাচে চূড়ান্ত একাদশ তৈরিতে সমস্যায় পড়তে হতে পারে অধিনায়ক বিরাট কোহালিকে। বিশেষ করে চার নম্বরে কে নামবেন, তা নিয়ে সমস্যা হতে পারে। দেখে নেওয়া যাক কারা হতে পারেন দলের চার নম্বর।

কিছু দিনের মধ্যেই ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। টেস্ট, টি২০-এর পাশাপাশি রয়েছে সফরে রয়েছে বেশ কয়েকটি এক দিনের আন্তর্জাতিক ম্যাচও। কিন্তু, এক দিনে ম্যাচে চূড়ান্ত একাদশ তৈরিতে সমস্যায় পড়তে হতে পারে অধিনায়ক বিরাট কোহালিকে। বিশেষ করে চার নম্বরে কে নামবেন, তা নিয়ে সমস্যা হতে পারে। দেখে নেওয়া যাক কারা হতে পারেন দলের চার নম্বর।

০২ ০৫
লোকেশ রাহুল: সম্ভবত রোহিত শর্মা এবং শিখর ধবন ইনিংস শুরুর দায়িত্ব সামলাবেন। তা হলে স্বাভাবিক ভাবেই সুযোগ পেলে চার নম্বরে নামতে হতে পারে লোকেশ রাহুলকে। পঞ্চাশের উপর গড় থাকা রাহুল এই মুহূর্তে দলের অন্যতম ফর্মে থাকা ব্যাটসম্যান।

লোকেশ রাহুল: সম্ভবত রোহিত শর্মা এবং শিখর ধবন ইনিংস শুরুর দায়িত্ব সামলাবেন। তা হলে স্বাভাবিক ভাবেই সুযোগ পেলে চার নম্বরে নামতে হতে পারে লোকেশ রাহুলকে। পঞ্চাশের উপর গড় থাকা রাহুল এই মুহূর্তে দলের অন্যতম ফর্মে থাকা ব্যাটসম্যান।

০৩ ০৫
সুরেশ রায়না: ধোনির অতি প্রিয় সুরেশ রায়না শেষ মুহূর্তে সুযোগ পেয়েছেন। চার নম্বর অতি পছন্দের জায়গা রায়নার। ইংল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেলে চার নম্বরেই খেলতে পারেন তিনি।

সুরেশ রায়না: ধোনির অতি প্রিয় সুরেশ রায়না শেষ মুহূর্তে সুযোগ পেয়েছেন। চার নম্বর অতি পছন্দের জায়গা রায়নার। ইংল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেলে চার নম্বরেই খেলতে পারেন তিনি।

০৪ ০৫
দীনেশ কার্তিক: এই মুহূর্তে ভারতীয় দলে ফর্মে থাকা অন্যতম ক্রিকেটার। টি২০ থেকে শুরু করে এক দিনের ম্যাচ, সবেতেই নিজের নামের প্রতি সুনাম বজায় রেখেছেন তিনি। কার্তিক দলে ঢুকলে চার নম্বরে নামানো হতে পারে তাঁকে।

দীনেশ কার্তিক: এই মুহূর্তে ভারতীয় দলে ফর্মে থাকা অন্যতম ক্রিকেটার। টি২০ থেকে শুরু করে এক দিনের ম্যাচ, সবেতেই নিজের নামের প্রতি সুনাম বজায় রেখেছেন তিনি। কার্তিক দলে ঢুকলে চার নম্বরে নামানো হতে পারে তাঁকে।

০৫ ০৫
এমএস ধোনি: ভারতীয় দলের সব সময়ই ভরসার নাম মহেন্দ্র সিংহ ধোনি। তাঁকে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না। ধোনির পছন্দের জায়গা অবশ্যই চার নম্বর। একাধিক ভাল ইনিংস এই চার নম্বরে নেমেই দলকে উপহার দিয়েছেন ধোনি।

এমএস ধোনি: ভারতীয় দলের সব সময়ই ভরসার নাম মহেন্দ্র সিংহ ধোনি। তাঁকে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না। ধোনির পছন্দের জায়গা অবশ্যই চার নম্বর। একাধিক ভাল ইনিংস এই চার নম্বরে নেমেই দলকে উপহার দিয়েছেন ধোনি।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE