Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Virat Kohli

শুধু ডেভিলিয়ার্সই নয়, আন্তর্জাতিক ক্রিকেটে বুমরার প্রথম শিকারদের নাম শুনলে চমকে যাবেন

মাত্র কয়েক বছরেই ভারতীয় দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন জসপ্রীত বুমরা। বহু ম্যাচ একার হাতে ভারতকে জিতিয়েছেন এই তরুণ পেসার। শুক্রবার হয়ে গেল তাঁর টেস্ট অভিষেক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৮ ১২:৫০
Share: Save:
০১ ০৫
শুধু টেস্টই নয়, ওয়ান ডে বা টি ২০-তেও বুমরার প্রথম শিকারদের নাম শুনলে চমকে যাবেন। এক ঝলকে দেখে নেওয়া যাক ওডিআই, টেস্ট, টি২০ এবং আইপিএলে তাঁর প্রথম শিকার কারা।

শুধু টেস্টই নয়, ওয়ান ডে বা টি ২০-তেও বুমরার প্রথম শিকারদের নাম শুনলে চমকে যাবেন। এক ঝলকে দেখে নেওয়া যাক ওডিআই, টেস্ট, টি২০ এবং আইপিএলে তাঁর প্রথম শিকার কারা।

০২ ০৫
২০১৩ সালে আইপিএল অভিষেক হয় এই তরুণ ক্রিকেটারের। অভিষেকেই বিরাট কোহালিকে আউট করেন বুমরা।

২০১৩ সালে আইপিএল অভিষেক হয় এই তরুণ ক্রিকেটারের। অভিষেকেই বিরাট কোহালিকে আউট করেন বুমরা।

০৩ ০৫
ওয়ান ডে-তে বুমরার প্রথম শিকার অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ স্মিথ।

ওয়ান ডে-তে বুমরার প্রথম শিকার অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ স্মিথ।

০৪ ০৫
আন্তর্জাতিক টি২০ ক্রিকেটেও বুমরার প্রথম শিকার এক জন অস্ট্রেলীয়। নিজের আন্তর্জাতিক টি২০ অভিষেকে বিধ্বংসী অজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে আউট করেন জসপ্রীত বুমরা।

আন্তর্জাতিক টি২০ ক্রিকেটেও বুমরার প্রথম শিকার এক জন অস্ট্রেলীয়। নিজের আন্তর্জাতিক টি২০ অভিষেকে বিধ্বংসী অজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে আউট করেন জসপ্রীত বুমরা।

০৫ ০৫
টি২০ এবং ওডিআই ক্রিকেটে ধারাবাহিক ভাল পরফরম্যান্সের সুবাদে টেস্ট দলে সুযোগ দেওয়া হয় বুমরাকে। টেস্ট অভিষেকে বুমরার প্রথম শিকার এবি ডেভিলিয়ার্স।

টি২০ এবং ওডিআই ক্রিকেটে ধারাবাহিক ভাল পরফরম্যান্সের সুবাদে টেস্ট দলে সুযোগ দেওয়া হয় বুমরাকে। টেস্ট অভিষেকে বুমরার প্রথম শিকার এবি ডেভিলিয়ার্স।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE