Advertisement
১৭ এপ্রিল ২০২৪
Football

লন্ডনে ইস্টবেঙ্গল- মোহনবাগান ডার্বি, জিতল কে?

বিলেতেও ইলিশ- চিংড়ির লড়াই। কলকাতা নয়, ডার্বি এখন শহর, রাজ্য, দেশের সীমানা পেরিয়ে টেমসের পাড়ে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৮ ১১:০৮
Share: Save:
০১ ০৯
বিলেতেও ইলিশ- চিংড়ির লড়াই। কলকাতা নয়, ডার্বি এখন শহর, রাজ্য, দেশের সীমানা পেরিয়ে টেমসের পাড়ে।

বিলেতেও ইলিশ- চিংড়ির লড়াই। কলকাতা নয়, ডার্বি এখন শহর, রাজ্য, দেশের সীমানা পেরিয়ে টেমসের পাড়ে।

০২ ০৯
খেলা হল লন্ডন শহরের উপকণ্ঠে স্লাও শহরের টাউন ফুটবল ক্লাবে।

খেলা হল লন্ডন শহরের উপকণ্ঠে স্লাও শহরের টাউন ফুটবল ক্লাবে।

০৩ ০৯
কলকাতায় কয়েক দিন আগেই শেষ হয়েছে আইএফএ শিল্ড। কিন্তু, এখানে রবিবার হয়ে গেল আর এক আইএফএ শিল্ড। ‘আইএফএ’ মানে এ ক্ষেত্রে ‘ইন্ডিয়ান ফ্যানস অ্যাসোসিয়েশন’।

কলকাতায় কয়েক দিন আগেই শেষ হয়েছে আইএফএ শিল্ড। কিন্তু, এখানে রবিবার হয়ে গেল আর এক আইএফএ শিল্ড। ‘আইএফএ’ মানে এ ক্ষেত্রে ‘ইন্ডিয়ান ফ্যানস অ্যাসোসিয়েশন’।

০৪ ০৯
তিনটি করে ফ্যান দল খেলল খেলল রাউন্ড রবিন লিগে। মোহনবাগানের দলগুলির নাম শৈলেন মান্না, শিবদাস ভাদুড়ি, সুদীপ চট্টোপাধ্যায়।

তিনটি করে ফ্যান দল খেলল খেলল রাউন্ড রবিন লিগে। মোহনবাগানের দলগুলির নাম শৈলেন মান্না, শিবদাস ভাদুড়ি, সুদীপ চট্টোপাধ্যায়।

০৫ ০৯
ইস্টবেঙ্গলের দলগুলোর নাম ক্রিশ্চিয়ানো জুনিয়র, আমেদ খান ও কৃশানু দে। দুই প্রধানে খেলা প্রয়াত ফুটবলারদের নামেই এই দলগুলোর নামকরণ হয়েছে।

ইস্টবেঙ্গলের দলগুলোর নাম ক্রিশ্চিয়ানো জুনিয়র, আমেদ খান ও কৃশানু দে। দুই প্রধানে খেলা প্রয়াত ফুটবলারদের নামেই এই দলগুলোর নামকরণ হয়েছে।

০৬ ০৯
শুধু ইংল্যান্ড নয়, ইউরোপের বিভিন্ন দেশ থেকেও প্রবাসী বাঙালিরা হাজির হয়েছিলেন ডার্বির উত্তেজনার স্বাদ নিতে।

শুধু ইংল্যান্ড নয়, ইউরোপের বিভিন্ন দেশ থেকেও প্রবাসী বাঙালিরা হাজির হয়েছিলেন ডার্বির উত্তেজনার স্বাদ নিতে।

০৭ ০৯
প্রত্যেক ম্যাচের সময় ছিল কুড়ি মিনিট। মাঝে পাঁচ মিনিটের বিরতি। হাজির ছিলেন কলকাতা ময়দানের কিংবদন্তী চিমা ওকেরি।

প্রত্যেক ম্যাচের সময় ছিল কুড়ি মিনিট। মাঝে পাঁচ মিনিটের বিরতি। হাজির ছিলেন কলকাতা ময়দানের কিংবদন্তী চিমা ওকেরি।

০৮ ০৯
ইলিশ-চিংড়ির যুদ্ধে শেষ পর্যন্ত জিতল মোহলবাগানই। বিলেতের মাটিতে আমেদ খানের ইস্টবেঙ্গলকে ৪-১ গোলে হারিয়ে আইএফএ শিল্ডের দখল নিল শৈলেন মান্নার মোহনবাগান।

ইলিশ-চিংড়ির যুদ্ধে শেষ পর্যন্ত জিতল মোহলবাগানই। বিলেতের মাটিতে আমেদ খানের ইস্টবেঙ্গলকে ৪-১ গোলে হারিয়ে আইএফএ শিল্ডের দখল নিল শৈলেন মান্নার মোহনবাগান।

০৯ ০৯
পুরস্কার দিলেন স্লাও শহরের মেয়র। খেলা শেষে অবশ্য দলাদলি ভুলে ইলিশ আর চিংড়ি মিশে গেল ফুড ফেস্টিভ্যালে। ছবি- ইন্ডিয়ান ফ্যান অ্যাসোসিয়েশনের থেকে সংগৃহীত

পুরস্কার দিলেন স্লাও শহরের মেয়র। খেলা শেষে অবশ্য দলাদলি ভুলে ইলিশ আর চিংড়ি মিশে গেল ফুড ফেস্টিভ্যালে। ছবি- ইন্ডিয়ান ফ্যান অ্যাসোসিয়েশনের থেকে সংগৃহীত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE