Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Football

ইতিহাসের হাতছানি, ফাইনালে কেমন হতে ফ্রান্সের প্রথম একাদশ

কুড়ি বছর পর ফের বিশ্বজয়ের হাতছানি। জিদানদের হাত ধরে স্বপ্নপূরণের সেই রাতে কি ফিরে আসবে লুঝনিকি স্টেডিয়ামে? বিপক্ষে ক্রোয়েশিয়া এ বারের বিশ্বকাপে অন্যতম বড় চমক। ফাইনালে নামার আগে কেমন হতে পারে ফরাসিদের প্রথম একাদশ? দেখে নেওয়া যাক এক নজরে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৮ ১২:৩০
Share: Save:
০১ ১২
কুড়ি বছর পর ফের বিশ্বজয়ের হাতছানি। জিদানদের হাত ধরে স্বপ্নপূরণের সেই রাতে কি ফিরে আসবে লুঝনিকি স্টেডিয়ামে? বিপক্ষে ক্রোয়েশিয়া এ বারের বিশ্বকাপে অন্যতম বড় চমক। ফাইনালে নামার আগে কেমন হতে পারে ফরাসিদের প্রথম একাদশ? দেখে নেওয়া যাক এক নজরে।

কুড়ি বছর পর ফের বিশ্বজয়ের হাতছানি। জিদানদের হাত ধরে স্বপ্নপূরণের সেই রাতে কি ফিরে আসবে লুঝনিকি স্টেডিয়ামে? বিপক্ষে ক্রোয়েশিয়া এ বারের বিশ্বকাপে অন্যতম বড় চমক। ফাইনালে নামার আগে কেমন হতে পারে ফরাসিদের প্রথম একাদশ? দেখে নেওয়া যাক এক নজরে।

০২ ১২
হুগো লরিস: স্বাভাবিক ভাবেই গোলরক্ষকের দায়িত্ব করবেন। দলের অন্যতম ভরসা এখন হুগো লরিস।

হুগো লরিস: স্বাভাবিক ভাবেই গোলরক্ষকের দায়িত্ব করবেন। দলের অন্যতম ভরসা এখন হুগো লরিস।

০৩ ১২
বেঞ্জামিন পাঁভা: ২২ বছরের ফুটবলারটি এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচে একটি গোল করেছেন। ফাইনালের মতো ম্যাচে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে।

বেঞ্জামিন পাঁভা: ২২ বছরের ফুটবলারটি এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচে একটি গোল করেছেন। ফাইনালের মতো ম্যাচে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে।

০৪ ১২
স্যামুয়েল উমতিতি: দলের রক্ষণের বড় ভরসা। সেমিফাইনালের একমাত্র গোলদাতা। আজ তাঁর দিকে তাকিয়ে থাকবে দল।

স্যামুয়েল উমতিতি: দলের রক্ষণের বড় ভরসা। সেমিফাইনালের একমাত্র গোলদাতা। আজ তাঁর দিকে তাকিয়ে থাকবে দল।

০৫ ১২
রাফায়েল ভারান: স্যামুয়েল উমতিতি এবং রাফায়েল ভারানের উপস্থিতির জন্য রক্ষণে এগিয়ে ফ্রান্স। শারীরিক ভাবেও বিপক্ষের থেকে অনেক বেশি শক্তিশালী এঁরা।

রাফায়েল ভারান: স্যামুয়েল উমতিতি এবং রাফায়েল ভারানের উপস্থিতির জন্য রক্ষণে এগিয়ে ফ্রান্স। শারীরিক ভাবেও বিপক্ষের থেকে অনেক বেশি শক্তিশালী এঁরা।

০৬ ১২
বেঞ্জামিন মেন্ডি: তেমন ভাবে খেলার সুযোগ পাননি। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি সুযোগ পেতে পারেন বলে সূত্রের খবর।

বেঞ্জামিন মেন্ডি: তেমন ভাবে খেলার সুযোগ পাননি। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি সুযোগ পেতে পারেন বলে সূত্রের খবর।

০৭ ১২
এনগোলো কঁতে: ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচের সঙ্গে ফ্রান্সের এনগোলো কঁতের দ্বৈরথ খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে। এই দ্বৈরথটাই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। ডিফেন্সিভ মিডফিল্ডার কঁতের সামনে আজ বড় পরীক্ষা।

এনগোলো কঁতে: ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচের সঙ্গে ফ্রান্সের এনগোলো কঁতের দ্বৈরথ খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে। এই দ্বৈরথটাই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। ডিফেন্সিভ মিডফিল্ডার কঁতের সামনে আজ বড় পরীক্ষা।

০৮ ১২
ব্লেস মাতুইদি: মিডফিল্ডে আক্রমণের তেজ বাড়াতে পারেন মাতুইদি। তাঁর গতি আজ দু’দলের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে।

ব্লেস মাতুইদি: মিডফিল্ডে আক্রমণের তেজ বাড়াতে পারেন মাতুইদি। তাঁর গতি আজ দু’দলের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে।

০৯ ১২
পল পোগবা: কঁতের সঙ্গে পরিপূরক হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে পল পোগবার। মাঝমাঠের লড়াইয়ে এই জুটির দিকে তাকিয়ে থাকবে ফ্রান্স।

পল পোগবা: কঁতের সঙ্গে পরিপূরক হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে পল পোগবার। মাঝমাঠের লড়াইয়ে এই জুটির দিকে তাকিয়ে থাকবে ফ্রান্স।

১০ ১২
অঁতোয়া গ্রিজ়ম্যান: ফরাসি আক্রমণের অন্যতম বড় স্তম্ভ। আজ যত সহজে তিনি আক্রমণে যেতে পারবেন, ততই মঙ্গল দলের।

অঁতোয়া গ্রিজ়ম্যান: ফরাসি আক্রমণের অন্যতম বড় স্তম্ভ। আজ যত সহজে তিনি আক্রমণে যেতে পারবেন, ততই মঙ্গল দলের।

১১ ১২
অলিভার জিরু: ৩১ বছরের এই ফুটবলারটি আজকের ম্যাচে প্রথম একাদশে থাকতে পারেন। ফরোয়ার্ডে জিরুর উপর ভরসা রাখছেন দেশঁ।

অলিভার জিরু: ৩১ বছরের এই ফুটবলারটি আজকের ম্যাচে প্রথম একাদশে থাকতে পারেন। ফরোয়ার্ডে জিরুর উপর ভরসা রাখছেন দেশঁ।

১২ ১২
কিলিয়ান এমবাপে: আক্রমণের অন্যতম ভরসা। ক্রোয়েশিয়ার পেরিসিচ, মাঞ্জুকিচদের আরও চ্যালেঞ্জ জানানোর জন্য এমবাপেদের উপর ভরসা ফরাসি কোচের।

কিলিয়ান এমবাপে: আক্রমণের অন্যতম ভরসা। ক্রোয়েশিয়ার পেরিসিচ, মাঞ্জুকিচদের আরও চ্যালেঞ্জ জানানোর জন্য এমবাপেদের উপর ভরসা ফরাসি কোচের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE