Advertisement
১৯ এপ্রিল ২০২৪
cricket

দলে হতে পারে জোড়া পরিবর্তন, দেখে নিন অ্যাডিলেডে ভারতের সম্ভাব্য একাদশ

সিডনিতে শিহরণের পর ১৫ জানুয়ারি অ্যাডিলেডে ফের অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। এই ম্যাচে ভারতীয় দলে কী কী পরিবর্তন হতে পারে? দেখে নেওয়া যাক ভারতের সম্ভাব্য একাদশ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৯ ১৪:২০
Share: Save:
০১ ১২
সিডনিতে শিহরণের পর ১৫ জানুয়ারি অ্যাডিলেডে ফের অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। এই ম্যাচে ভারতীয় দলে কী কী পরিবর্তন হতে পারে? দেখে নেওয়া যাক ভারতের সম্ভাব্য একাদশ।

সিডনিতে শিহরণের পর ১৫ জানুয়ারি অ্যাডিলেডে ফের অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। এই ম্যাচে ভারতীয় দলে কী কী পরিবর্তন হতে পারে? দেখে নেওয়া যাক ভারতের সম্ভাব্য একাদশ।

০২ ১২
প্রথমে নামার কথা হিটম্যান রোহিত শর্মার। গত ম্যাচেই ১২৯ বলে ১৩৩ রান করেছিলেন ওই ওপেনার।

প্রথমে নামার কথা হিটম্যান রোহিত শর্মার। গত ম্যাচেই ১২৯ বলে ১৩৩ রান করেছিলেন ওই ওপেনার।

০৩ ১২
দ্বিতীয় স্থানে নামার কথা শিখর ধওয়নের। যদিও গত ম্যাচে শূন্য রানেই ক্রিজে ফিরে গিয়েছেন তিনি।

দ্বিতীয় স্থানে নামার কথা শিখর ধওয়নের। যদিও গত ম্যাচে শূন্য রানেই ক্রিজে ফিরে গিয়েছেন তিনি।

০৪ ১২
শনিবার অস্ট্রেলিয়ার স্থির করা ২৮৯ রান তাড়া করতে নেমে ভারতীয় ইনিংসের শুরুতেই বিপর্যয় ঘটে। মাত্র ৪ রানে পর পর শিখর ধওয়ন, বিরাট কোহালি এবং রায়ুডুর উইকেট হারায় ভারত। বিরাট করেন ৩ রান। সিরিজে ফিরতে রানমেশিনকে রানে ফিরতেই হবে।

শনিবার অস্ট্রেলিয়ার স্থির করা ২৮৯ রান তাড়া করতে নেমে ভারতীয় ইনিংসের শুরুতেই বিপর্যয় ঘটে। মাত্র ৪ রানে পর পর শিখর ধওয়ন, বিরাট কোহালি এবং রায়ুডুর উইকেট হারায় ভারত। বিরাট করেন ৩ রান। সিরিজে ফিরতে রানমেশিনকে রানে ফিরতেই হবে।

০৫ ১২
চতুর্থ স্থানে নামার কথা রায়ুডুর। গত ম্যাচে শূন্য রানে ফিরে গেলেও বিশ্বকাপের কথা মাথায় রেখে তাঁকেই চার নম্বরে রাখবে দল।

চতুর্থ স্থানে নামার কথা রায়ুডুর। গত ম্যাচে শূন্য রানে ফিরে গেলেও বিশ্বকাপের কথা মাথায় রেখে তাঁকেই চার নম্বরে রাখবে দল।

০৬ ১২
গত ম্যাচে ভারতের জয়ের আলো জ্বালিয়ে রেখেছিলেন রোহিতই। তাঁকে যোগ্য সঙ্গত করেন এমএস ধোনি। ৯৬ বলে ৫১ রান করে ধোনি আউট হন। পাঁচ নম্বরে তিনিই থাকবেন আশা করা যায়।

গত ম্যাচে ভারতের জয়ের আলো জ্বালিয়ে রেখেছিলেন রোহিতই। তাঁকে যোগ্য সঙ্গত করেন এমএস ধোনি। ৯৬ বলে ৫১ রান করে ধোনি আউট হন। পাঁচ নম্বরে তিনিই থাকবেন আশা করা যায়।

০৭ ১২
কেদার যাদব: চোটের কারণে গত বছর একটা গুরুত্বপূর্ণ সময় দলের বাইরে থাকতে হয়েছিল। অজিদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেও দলে ছিলেন না। ব্যাটের পাশাপাশি দক্ষ ফিল্ডার, কার্যকর অফস্পিন বোলারও। দ্বিতীয় ম্যাচে সুযোগ পাবেন বলেই মনে করা হচ্ছে।

কেদার যাদব: চোটের কারণে গত বছর একটা গুরুত্বপূর্ণ সময় দলের বাইরে থাকতে হয়েছিল। অজিদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেও দলে ছিলেন না। ব্যাটের পাশাপাশি দক্ষ ফিল্ডার, কার্যকর অফস্পিন বোলারও। দ্বিতীয় ম্যাচে সুযোগ পাবেন বলেই মনে করা হচ্ছে।

০৮ ১২
খলিল আহমেদের বদলে এই ম্যাচে থাকতে পারেন বিজয় শঙ্কর। ইতিমধ্যেই টি-টোয়েন্টিতে অভিষেক হয় তামিলনাড়ুর এই অলরাউন্ডারের। নিদাহাস ট্রফি, নভেম্বরে ইন্ডিয়া ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ডে গিয়েছেন। তিন ম্যাচে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ১৮৮ রান করেছিলেন বিজয়।

খলিল আহমেদের বদলে এই ম্যাচে থাকতে পারেন বিজয় শঙ্কর। ইতিমধ্যেই টি-টোয়েন্টিতে অভিষেক হয় তামিলনাড়ুর এই অলরাউন্ডারের। নিদাহাস ট্রফি, নভেম্বরে ইন্ডিয়া ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ডে গিয়েছেন। তিন ম্যাচে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ১৮৮ রান করেছিলেন বিজয়।

০৯ ১২
অষ্টম স্থানে রবীন্দ্র জাদেজার নামার কথা। গত ম্যাচে একটি উইকেট পেলেও মাত্র ৮ রান করেছিলেন তিনি।

অষ্টম স্থানে রবীন্দ্র জাদেজার নামার কথা। গত ম্যাচে একটি উইকেট পেলেও মাত্র ৮ রান করেছিলেন তিনি।

১০ ১২
নবম স্থানে ভুবনেশ্বর কুমারের নামার কথা। গত ম্যাচে ২৩ রানে ২৯ করে অপরাজিত ছিলেন ভুবি। দু’টি উইকেটও পেয়েছেন মেরঠের ডানহাতি মিডিয়াম পেসার।

নবম স্থানে ভুবনেশ্বর কুমারের নামার কথা। গত ম্যাচে ২৩ রানে ২৯ করে অপরাজিত ছিলেন ভুবি। দু’টি উইকেটও পেয়েছেন মেরঠের ডানহাতি মিডিয়াম পেসার।

১১ ১২
দশ নম্বরে থাকছেন কুলদীপ যাদব। সিডনিতে ৫৪ রান দিয়ে দু’টি উইকেট পেয়েছিলেন চায়নাম্যান।

দশ নম্বরে থাকছেন কুলদীপ যাদব। সিডনিতে ৫৪ রান দিয়ে দু’টি উইকেট পেয়েছিলেন চায়নাম্যান।

১২ ১২
দলে  থাকবেন মহম্মদ শামিও। শামির গতিতে টেস্টের মতো ওয়ান ডেতেও ভরসা রাখতে চাইবেন বিরাট।

দলে থাকবেন মহম্মদ শামিও। শামির গতিতে টেস্টের মতো ওয়ান ডেতেও ভরসা রাখতে চাইবেন বিরাট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE