Advertisement
১৬ এপ্রিল ২০২৪
India

ভারত-পাকিস্তান না ভাঙলে কেমন হত সর্বকালের সেরা একাদশ

একই দলে সচিন তেন্ডুলকর এবং ওয়াসিম আক্রম। নেতৃত্ব করছেন স্বয়ং ইমরান খান। কেমন হত সেই দল, যদি ভারত-পাকিস্তান না ভাঙত? কারা সুযোগ পেতেন সেই দলে? দেখে নিন ভারত-পাকিস্তানের সর্বকালীন সেরাদের নিয়ে তৈরি টেস্ট একাদশ। যে দল অনায়াসেই বিশ্বজয় করতে পারত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৮ ১৩:৫১
Share: Save:
০১ ১২
একই দলে সচিন তেন্ডুলকর এবং ওয়াসিম আক্রম। নেতৃত্ব করছেন স্বয়ং ইমরান খান। কেমন হত সেই দল, যদি ভারত-পাকিস্তান না ভাঙত? কারা সুযোগ পেতেন সেই দলে? দেখে নিন ভারত-পাকিস্তানের সর্বকালীন সেরাদের নিয়ে তৈরি টেস্ট একাদশ। যে দল অনায়াসেই বিশ্বজয় করতে পারত।

একই দলে সচিন তেন্ডুলকর এবং ওয়াসিম আক্রম। নেতৃত্ব করছেন স্বয়ং ইমরান খান। কেমন হত সেই দল, যদি ভারত-পাকিস্তান না ভাঙত? কারা সুযোগ পেতেন সেই দলে? দেখে নিন ভারত-পাকিস্তানের সর্বকালীন সেরাদের নিয়ে তৈরি টেস্ট একাদশ। যে দল অনায়াসেই বিশ্বজয় করতে পারত।

০২ ১২
সুনীল গাওস্কর: ওপেনিং ব্যাটসম্যান হিসেবে সর্বকালের অন্যতম সেরা এই মুম্বইকরকে বাদ দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। ইংল্যান্ডের মাটিতে সুনীল অবশ্যই ভারত-পাক একাদশের বড় ভরসা।

সুনীল গাওস্কর: ওপেনিং ব্যাটসম্যান হিসেবে সর্বকালের অন্যতম সেরা এই মুম্বইকরকে বাদ দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। ইংল্যান্ডের মাটিতে সুনীল অবশ্যই ভারত-পাক একাদশের বড় ভরসা।

০৩ ১২
সচিন তেন্ডুলকর: আধুনিক ‘ডন’কে বাদ দিয়ে তো আর দল গড়া সম্ভব নয়। শুধু ইংল্যান্ড কেন, বিশ্বের যে কোনও প্রান্তেই তিনি বিপক্ষ দলের ক্ষেত্রে ভয়ের কারণ। তবে আমাদের দলে তিনি তাঁর পছন্দের চার নম্বরে নয়, থাকবেন ওপেনার হিসাবে।

সচিন তেন্ডুলকর: আধুনিক ‘ডন’কে বাদ দিয়ে তো আর দল গড়া সম্ভব নয়। শুধু ইংল্যান্ড কেন, বিশ্বের যে কোনও প্রান্তেই তিনি বিপক্ষ দলের ক্ষেত্রে ভয়ের কারণ। তবে আমাদের দলে তিনি তাঁর পছন্দের চার নম্বরে নয়, থাকবেন ওপেনার হিসাবে।

০৪ ১২
রাহুল দ্রাবিড়: ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’ তিন নম্বরের জন্য আদর্শ। টেস্টে এই জায়গায় রাহুলের বিকল্প এখনও পর্যন্ত কেউ নেই।

রাহুল দ্রাবিড়: ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’ তিন নম্বরের জন্য আদর্শ। টেস্টে এই জায়গায় রাহুলের বিকল্প এখনও পর্যন্ত কেউ নেই।

০৫ ১২
ইউনিস খান: পাক ক্রিকেটার ইউনিস খান চার নম্বরের পক্ষে আদর্শ। প্রয়োজনে যেমন দ্রুত রান তোলার ক্ষমতা ছিল তাঁর, তেমনই দলের প্রয়োজনে আস্তে খেলার ক্ষমতাও ছিল।

ইউনিস খান: পাক ক্রিকেটার ইউনিস খান চার নম্বরের পক্ষে আদর্শ। প্রয়োজনে যেমন দ্রুত রান তোলার ক্ষমতা ছিল তাঁর, তেমনই দলের প্রয়োজনে আস্তে খেলার ক্ষমতাও ছিল।

০৬ ১২
জাভেদ মিয়াঁদাদ: বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানদের তালিকায় প্রথম দিকে থাকবে মিয়াঁদারের নাম। বিপক্ষের যে কোনও দলের পক্ষেই তিনি আতঙ্কের কারণ। তিনি থাকলে মিডল অর্ডার যে শক্তিশালী হবে তাতে কোনও সন্দেহ নেই।

জাভেদ মিয়াঁদাদ: বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানদের তালিকায় প্রথম দিকে থাকবে মিয়াঁদারের নাম। বিপক্ষের যে কোনও দলের পক্ষেই তিনি আতঙ্কের কারণ। তিনি থাকলে মিডল অর্ডার যে শক্তিশালী হবে তাতে কোনও সন্দেহ নেই।

০৭ ১২
ইমরান খান: ভারত-পাকিস্তানের এই স্বপ্নের একাদশের অধিনায়ক ইমরান খান। শুধু বোলিং নয় ব্যাটিংয়ের ক্ষেত্রেও দলের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে তিনি বড় ভরসা।

ইমরান খান: ভারত-পাকিস্তানের এই স্বপ্নের একাদশের অধিনায়ক ইমরান খান। শুধু বোলিং নয় ব্যাটিংয়ের ক্ষেত্রেও দলের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে তিনি বড় ভরসা।

০৮ ১২
এমএস ধোনি: সেরা টেস্ট একাদশের উইকেটরক্ষকের দায়িত্ব সামলাবেন মিস্টার কুল। ধোনি কেবল উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন তাই নয়, ব্যাটসম্যান ধোনিকেও উপেক্ষা করা সম্ভব নয়।

এমএস ধোনি: সেরা টেস্ট একাদশের উইকেটরক্ষকের দায়িত্ব সামলাবেন মিস্টার কুল। ধোনি কেবল উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন তাই নয়, ব্যাটসম্যান ধোনিকেও উপেক্ষা করা সম্ভব নয়।

০৯ ১২
কপিল দেব: সেরা ভারত-পাক একাদশে বোলিংয়ের বিভাগের গুরুদায়িত্ব নেবেন অবশ্যই কপিল দেব। ভারতের এই মিডিয়াম পেসার কিন্তু ইংল্যান্ডের মাটিতে খুবই ভয়ঙ্কর।

কপিল দেব: সেরা ভারত-পাক একাদশে বোলিংয়ের বিভাগের গুরুদায়িত্ব নেবেন অবশ্যই কপিল দেব। ভারতের এই মিডিয়াম পেসার কিন্তু ইংল্যান্ডের মাটিতে খুবই ভয়ঙ্কর।

১০ ১২
ওয়াসিম আক্রম: বোলার ওয়াসিম আক্রম তো সব সময়ই বিপক্ষের ত্রাস। তিনি দলে থাকা মানে সেই দলের বোলিং শক্তি কয়েক গুণ বেড়ে যাবে।

ওয়াসিম আক্রম: বোলার ওয়াসিম আক্রম তো সব সময়ই বিপক্ষের ত্রাস। তিনি দলে থাকা মানে সেই দলের বোলিং শক্তি কয়েক গুণ বেড়ে যাবে।

১১ ১২
অনিল কুম্বলে: সেরা একাদশে একমাত্র স্পিনার হিসেবে থাকবেন অনিল কুম্বলে। তাঁর বোলিংয়ের সামনে বিশ্বের বহু সেরা ব্যাটসম্যানকে অসহায় ভাবে আত্মসমর্পন করতে দেখা গিয়েছে।

অনিল কুম্বলে: সেরা একাদশে একমাত্র স্পিনার হিসেবে থাকবেন অনিল কুম্বলে। তাঁর বোলিংয়ের সামনে বিশ্বের বহু সেরা ব্যাটসম্যানকে অসহায় ভাবে আত্মসমর্পন করতে দেখা গিয়েছে।

১২ ১২
ওয়াকর ইউনিস: আক্রম-ইউনিস জুটির চর্চা শুধু আজকের নয়। এই দুই বিশ্ব কাপাঁনো বোলার বহু দিন পাকিস্তানকে ভরসা দিয়ে এসেছেন। জুটি ইংল্যান্ডের মাটিতে ভয়ঙ্কর হয়ে উঠবেন তাতে কোনও সন্দেহ নেই।

ওয়াকর ইউনিস: আক্রম-ইউনিস জুটির চর্চা শুধু আজকের নয়। এই দুই বিশ্ব কাপাঁনো বোলার বহু দিন পাকিস্তানকে ভরসা দিয়ে এসেছেন। জুটি ইংল্যান্ডের মাটিতে ভয়ঙ্কর হয়ে উঠবেন তাতে কোনও সন্দেহ নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE