Advertisement
২০ এপ্রিল ২০২৪
Cricket

ইংল্যান্ড সফরের আগে কাউন্টিতে কেমন খেললেন পূজারা-ইশান্তরা

কাউন্টিতে যাওয়ার কথা থাকলেও চোটের জন্য সরে এসেছেন কোহালি। এক নজরে দেখে নেওয়া যাক ইংল্যান্ড সিরিজের আগে কাউন্টিতে কেমন খেললেন পূজারা-ইশান্তরা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ জুন ২০১৮ ১৬:৩১
Share: Save:
০১ ০৭
আগামী মাসেই ইংল্যান্ড সফরের জন্য যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। অধিনায়ক কোহালি তো বটেই, সিরিজে ভাল পারফর্ম করতে মুখিয়ে গোটা ভারতীয় দল। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কাউন্টিতে খেলছেন একাধিক তারকা। কাউন্টিতে যাওয়ার কথা থাকলেও চোটের জন্য সরে এসেছেন কোহালি। এক নজরে দেখে নেওয়া যাক ইংল্যান্ড সিরিজের আগে কাউন্টিতে কেমন খেললেন পূজারা-ইশান্তরা।

আগামী মাসেই ইংল্যান্ড সফরের জন্য যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। অধিনায়ক কোহালি তো বটেই, সিরিজে ভাল পারফর্ম করতে মুখিয়ে গোটা ভারতীয় দল। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কাউন্টিতে খেলছেন একাধিক তারকা। কাউন্টিতে যাওয়ার কথা থাকলেও চোটের জন্য সরে এসেছেন কোহালি। এক নজরে দেখে নেওয়া যাক ইংল্যান্ড সিরিজের আগে কাউন্টিতে কেমন খেললেন পূজারা-ইশান্তরা।

০২ ০৭
চেতেশ্বর পূজারা (ইয়র্কশায়ার): শেষ কয়েক বছর কাউন্টির নিয়মিত সদস্য হয়ে উঠেছেন ভারতের অন্যতম সেরা এই টেস্ট ব্যাটসম্যান। শেষ চার বছর টানা কাউন্টি খেলছেন তিনি। ২০১৪ সালে ডার্বিশায়ার এবং পরে ইয়র্কশায়ার ও নটিংহ্যামশায়ারে খেলার পর ফের এ বছর ইয়র্কশায়ারে খেলেছেন পূজারা।

চেতেশ্বর পূজারা (ইয়র্কশায়ার): শেষ কয়েক বছর কাউন্টির নিয়মিত সদস্য হয়ে উঠেছেন ভারতের অন্যতম সেরা এই টেস্ট ব্যাটসম্যান। শেষ চার বছর টানা কাউন্টি খেলছেন তিনি। ২০১৪ সালে ডার্বিশায়ার এবং পরে ইয়র্কশায়ার ও নটিংহ্যামশায়ারে খেলার পর ফের এ বছর ইয়র্কশায়ারে খেলেছেন পূজারা।

০৩ ০৭
তবে পারফরম্যান্স একেবারেই ভাল নয়। ৮ ইনিংসে ১২.৫০ গড়ে মাত্র ১০০ রান করেছেন তিনি। তবে চার দিনের ম্যাচে ভাল না খেললেও ছোট ফর্ম্যাটে বেশ ভাল খেলেছেন তিনি।

তবে পারফরম্যান্স একেবারেই ভাল নয়। ৮ ইনিংসে ১২.৫০ গড়ে মাত্র ১০০ রান করেছেন তিনি। তবে চার দিনের ম্যাচে ভাল না খেললেও ছোট ফর্ম্যাটে বেশ ভাল খেলেছেন তিনি।

০৪ ০৭
ইশান্ত শর্মা (সাসেক্স): চলতি বছরই প্রথম বার কাউন্টি খেলতে গিয়েছিলেন ২৯ বছরের এই ভারতীয় পেসার। এবং প্রথম বারেই সাসেক্সের হয়ে বেশ ভাল পারফর্ম করেছেন দিল্লির পেসার। ৪ ম্যাচে ১৫ উইকেট নিয়ে তিনি সাসেক্সের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী।

ইশান্ত শর্মা (সাসেক্স): চলতি বছরই প্রথম বার কাউন্টি খেলতে গিয়েছিলেন ২৯ বছরের এই ভারতীয় পেসার। এবং প্রথম বারেই সাসেক্সের হয়ে বেশ ভাল পারফর্ম করেছেন দিল্লির পেসার। ৪ ম্যাচে ১৫ উইকেট নিয়ে তিনি সাসেক্সের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী।

০৫ ০৭
ব্যাট হাতেও ভেল্কি দেখিয়েছেন এই পেসার। প্রথম কাউন্টিতেই করেছেন অর্ধশতরান। লাল বলের পাশাপাশি সাদা বলেও ভাল পারফর্ম করেছেন ইশান্ত। ৫ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট।

ব্যাট হাতেও ভেল্কি দেখিয়েছেন এই পেসার। প্রথম কাউন্টিতেই করেছেন অর্ধশতরান। লাল বলের পাশাপাশি সাদা বলেও ভাল পারফর্ম করেছেন ইশান্ত। ৫ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট।

০৬ ০৭
বরুণ অ্যারন (লেস্টারশায়ার): দেশের হয়ে শেষ বার খেলেছেন প্রায় আড়াই বছর আগে, ২০১৫-এর নভেম্বরে। লেস্টারে তিনি খেলেছেন পাক পেসার মহম্মদ আব্বাসের বদলি হিসাবে। লেস্টারের হয়ে ৬টা ওয়ানডে এবং ৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন অ্যারন।

বরুণ অ্যারন (লেস্টারশায়ার): দেশের হয়ে শেষ বার খেলেছেন প্রায় আড়াই বছর আগে, ২০১৫-এর নভেম্বরে। লেস্টারে তিনি খেলেছেন পাক পেসার মহম্মদ আব্বাসের বদলি হিসাবে। লেস্টারের হয়ে ৬টা ওয়ানডে এবং ৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন অ্যারন।

০৭ ০৭
৩টি ম্যাচে ৯টি উইকেট নিয়েছেন তিনি। বাকি ছয় ম্যাচে ৭ উইকেট নিয়েছেন ঝাড়খণ্ডের ডানহাতি এই পেসার। এর মধ্যে গ্ল্যামারগনের বিরুদ্ধে এক ম্যাচে ছয় উইকেট নিয়ে লেস্টারকে জেতাতে সাহায্য করেন তিনি।

৩টি ম্যাচে ৯টি উইকেট নিয়েছেন তিনি। বাকি ছয় ম্যাচে ৭ উইকেট নিয়েছেন ঝাড়খণ্ডের ডানহাতি এই পেসার। এর মধ্যে গ্ল্যামারগনের বিরুদ্ধে এক ম্যাচে ছয় উইকেট নিয়ে লেস্টারকে জেতাতে সাহায্য করেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE