Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Cricket

আজ প্রথম ওয়ান ডে, বিরাট টিমে কে কে আছে দেখে নিন

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজেও দেখা গিয়েছিল এই ধারা। ম্যাচের একদিন আগেই ভারত জানিয়ে দিচ্ছিল ১২ জনের দল। গুয়াহাটিতে রবিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টির আগেও সেই ধারা বজায় রাখা হল। ঘোষিত হল ১২ জনের দল। বাইরে থাকলেন শুধু মণীশ পাণ্ডে ও লোকেশ রাহুল। যা ইঙ্গিত, তাতে অভিষেক হতে চলেছে ঋষভ পন্থের।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৮ ১৭:১২
Share: Save:
০১ ১৩
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজেও দেখা গিয়েছিল এই ধারা। ম্যাচের একদিন আগেই ভারত জানিয়ে দিচ্ছিল ১২ জনের দল। গুয়াহাটিতে রবিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টির আগেও সেই ধারা বজায় রাখা হল। ঘোষিত হল ১২ জনের দল। বাইরে থাকলেন শুধু মণীশ পাণ্ডে ও লোকেশ রাহুল। যা ইঙ্গিত, তাতে অভিষেক হতে চলেছে ঋষভ পন্থের।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজেও দেখা গিয়েছিল এই ধারা। ম্যাচের একদিন আগেই ভারত জানিয়ে দিচ্ছিল ১২ জনের দল। গুয়াহাটিতে রবিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টির আগেও সেই ধারা বজায় রাখা হল। ঘোষিত হল ১২ জনের দল। বাইরে থাকলেন শুধু মণীশ পাণ্ডে ও লোকেশ রাহুল। যা ইঙ্গিত, তাতে অভিষেক হতে চলেছে ঋষভ পন্থের।

০২ ১৩
রোহিত শর্মা যথারীতি আসবেন ওপেনিংয়ে। এই সিরিজে কোহালির তিনি ডেপুটি। গত ম্যাচেই ১১৭ বলে করেছেন অপরাজিত ১৫২ রান। তিনি না থাকলে হয়।

রোহিত শর্মা যথারীতি আসবেন ওপেনিংয়ে। এই সিরিজে কোহালির তিনি ডেপুটি। গত ম্যাচেই ১১৭ বলে করেছেন অপরাজিত ১৫২ রান। তিনি না থাকলে হয়।

০৩ ১৩
ওপেনিংয়ে রোহিতের সঙ্গী অতি অবশ্যই শিখর ধওয়ন। ইংল্যান্ড সিরিজের পর বাদ পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দল থেকে। আগের ম্যাচে ছয় বলে চার রানেই প্যাভিলিয়নে ফিরে যান। কিন্তু সাদা বলের ক্রিকেটে তিনি অন্যতম ভরসা।

ওপেনিংয়ে রোহিতের সঙ্গী অতি অবশ্যই শিখর ধওয়ন। ইংল্যান্ড সিরিজের পর বাদ পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দল থেকে। আগের ম্যাচে ছয় বলে চার রানেই প্যাভিলিয়নে ফিরে যান। কিন্তু সাদা বলের ক্রিকেটে তিনি অন্যতম ভরসা।

০৪ ১৩
এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহালির কথাই বলছেন অধিকাংশ বিশেষজ্ঞ। এশিয়া কাপে বিশ্রাম নিয়েছিলেন তিনি। এই সিরিজে ফিরছেন ওয়ানডে ফরম্যাটে। অনেক রেকর্ডের হাতছানি তাঁর সামনে। তবে বিরাট পুরো পাঁচ ম্যাচের সিরিজ খেলবেন কিনা, তা পরিষ্কার নয়। তিনি হলেন দলের নিউক্লিয়াস।

এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহালির কথাই বলছেন অধিকাংশ বিশেষজ্ঞ। এশিয়া কাপে বিশ্রাম নিয়েছিলেন তিনি। এই সিরিজে ফিরছেন ওয়ানডে ফরম্যাটে। অনেক রেকর্ডের হাতছানি তাঁর সামনে। তবে বিরাট পুরো পাঁচ ম্যাচের সিরিজ খেলবেন কিনা, তা পরিষ্কার নয়। তিনি হলেন দলের নিউক্লিয়াস।

০৫ ১৩
গত ম্যাচে চার নম্বরে নেমেছিলেন অম্বাতি রায়ুডু। হাতে রকমারি শট রয়েছে। চার নম্বরে বিরাটের পছন্দ তিনিই। মিডল অর্ডারে নিজের জায়গা পাকা করার সুযোগ পাচ্ছেন রায়ুডু। গত ম্যাচে রোহিতকে যোগ্য সঙ্গত দিয়েছেন। ২৬ বলে ২২ রানে অপরাজিত ছিলেন তিনি।

গত ম্যাচে চার নম্বরে নেমেছিলেন অম্বাতি রায়ুডু। হাতে রকমারি শট রয়েছে। চার নম্বরে বিরাটের পছন্দ তিনিই। মিডল অর্ডারে নিজের জায়গা পাকা করার সুযোগ পাচ্ছেন রায়ুডু। গত ম্যাচে রোহিতকে যোগ্য সঙ্গত দিয়েছেন। ২৬ বলে ২২ রানে অপরাজিত ছিলেন তিনি।

০৬ ১৩
মহেন্দ্র সিংহ ধোনি কি ইংল্যান্ডে পরের বিশ্বকাপে খেলবেন? সংশয়ে রাখছে তাঁর ব্যাটিং ফর্ম। তবে তিনিই দলের এক নম্বর উইকেটকিপার। তাঁর বিশাল অভিজ্ঞতার মূল্যও যথেষ্ট। কিন্তু, ব্যাট হাতে আগের দাপট উধাও দেখাচ্ছে। বড় শট নিতে পারছেন না। খেলছেন ডট বল। তবে কোহালির আস্থা রয়েছে তাঁর উপর।

মহেন্দ্র সিংহ ধোনি কি ইংল্যান্ডে পরের বিশ্বকাপে খেলবেন? সংশয়ে রাখছে তাঁর ব্যাটিং ফর্ম। তবে তিনিই দলের এক নম্বর উইকেটকিপার। তাঁর বিশাল অভিজ্ঞতার মূল্যও যথেষ্ট। কিন্তু, ব্যাট হাতে আগের দাপট উধাও দেখাচ্ছে। বড় শট নিতে পারছেন না। খেলছেন ডট বল। তবে কোহালির আস্থা রয়েছে তাঁর উপর।

০৭ ১৩
টেস্টে দারুণ ছন্দে ছিলেন। এর পর ঋষভ পন্থকে একদিনের ফরম্যাটে সুযোগ দিয়েছেন জাতীয় নির্বাচকরা। ২০ বছর বয়সী ক্রিকেটার আগ্রাসনে বিশ্বাস করেন। ইংল্যান্ড সিরিজের শেষ টেস্টে শতরান করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দুই টেস্টেই করেন ৯২। আগের ম্যাচে ব্যাট হাতে মাঠে নামতেই হয়নি। তিনি নামতে পারেন ছয় নম্বরে।

টেস্টে দারুণ ছন্দে ছিলেন। এর পর ঋষভ পন্থকে একদিনের ফরম্যাটে সুযোগ দিয়েছেন জাতীয় নির্বাচকরা। ২০ বছর বয়সী ক্রিকেটার আগ্রাসনে বিশ্বাস করেন। ইংল্যান্ড সিরিজের শেষ টেস্টে শতরান করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দুই টেস্টেই করেন ৯২। আগের ম্যাচে ব্যাট হাতে মাঠে নামতেই হয়নি। তিনি নামতে পারেন ছয় নম্বরে।

০৮ ১৩
দলের একমাত্র অলরাউন্ডার হলেন রবীন্দ্র জাডেজা। হার্দিক পান্ড্যর চোট তাঁর কাছে আশীর্বাদ হয়ে উঠেছে। এশিয়া কাপে হার্দিকের চোটের কারণেই স্কোয়াডে এসেছিলেন তিনি। আর সুযোগ পেয়েই বাজিমাত করেছেন জাডেজা। চার ম্যাচে নিয়েছেন সাত উইকেট। ব্যাটেও তিনি ভরসা জুগিয়েছেন।

দলের একমাত্র অলরাউন্ডার হলেন রবীন্দ্র জাডেজা। হার্দিক পান্ড্যর চোট তাঁর কাছে আশীর্বাদ হয়ে উঠেছে। এশিয়া কাপে হার্দিকের চোটের কারণেই স্কোয়াডে এসেছিলেন তিনি। আর সুযোগ পেয়েই বাজিমাত করেছেন জাডেজা। চার ম্যাচে নিয়েছেন সাত উইকেট। ব্যাটেও তিনি ভরসা জুগিয়েছেন।

০৯ ১৩
মিডল ওভারে উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে কুলদীপ যাদবের। চায়নাম্যানের ডেলিভারি ধরতে পারছেন না ব্যাটসম্যানরা। বল কোনদিকে ঘুরবে, বুঝতে সমস্যা হচ্ছে। এশিয়া কাপে তিনি ১০ উইকেট নিয়েছিলেন। আজ খালিলের বদলে তিনিই থাকবেন বলে মনে করা হচ্ছে।

মিডল ওভারে উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে কুলদীপ যাদবের। চায়নাম্যানের ডেলিভারি ধরতে পারছেন না ব্যাটসম্যানরা। বল কোনদিকে ঘুরবে, বুঝতে সমস্যা হচ্ছে। এশিয়া কাপে তিনি ১০ উইকেট নিয়েছিলেন। আজ খালিলের বদলে তিনিই থাকবেন বলে মনে করা হচ্ছে।

১০ ১৩
যুজভেন্দ্র চহালও মাঝের ওভারে ভারতীয় বোলিংয়ের অন্যতম ভরসা। লেগস্পিনার অভ্রান্ত নিশানায় বল করেন। নিয়ন্ত্রণও যথেষ্ট। অধিনায়ক বিরাট কোহালির হাতে কুলদীপের মতো ইনিও বিপক্ষ ইনিংসে আঘাত হানার অস্ত্র। পাশাপাশি, রান আটকানোর ক্ষমতাও রয়েছে তাঁর। ফলে, বেশ কিছুদিন ধরে তিনি ওয়ানডে দলে নিয়মিত।

যুজভেন্দ্র চহালও মাঝের ওভারে ভারতীয় বোলিংয়ের অন্যতম ভরসা। লেগস্পিনার অভ্রান্ত নিশানায় বল করেন। নিয়ন্ত্রণও যথেষ্ট। অধিনায়ক বিরাট কোহালির হাতে কুলদীপের মতো ইনিও বিপক্ষ ইনিংসে আঘাত হানার অস্ত্র। পাশাপাশি, রান আটকানোর ক্ষমতাও রয়েছে তাঁর। ফলে, বেশ কিছুদিন ধরে তিনি ওয়ানডে দলে নিয়মিত।

১১ ১৩
শার্দুল ঠাকুরের চোটের কারণে স্কোয়াডে এসেছেন উমেশ যাদব। সদ্য হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দশ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন। পাটা পিচে তাঁর বোলিং প্রশংসা কুড়িয়েছে বিশেষজ্ঞদের। উমেশের সামনে এই সিরিজ নিজের জায়গা পাকা করার সুযোগ আনছে।

শার্দুল ঠাকুরের চোটের কারণে স্কোয়াডে এসেছেন উমেশ যাদব। সদ্য হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দশ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন। পাটা পিচে তাঁর বোলিং প্রশংসা কুড়িয়েছে বিশেষজ্ঞদের। উমেশের সামনে এই সিরিজ নিজের জায়গা পাকা করার সুযোগ আনছে।

১২ ১৩
ভুবনেশ্বর কুমার ও জশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে, উমেশের মতো মহম্মদ শামির সামনেও একদিনের ক্রিকেটে নিজেকে চেনানোর মঞ্চ হয়ে উঠছে এই সিরিজ। উমেশের মতো তিনিও ছিলেন না এশিয়া কাপের দলে। শামি এখন শুধু টেস্টেই খেলেন। ফিটনেস সমস্যা রয়েছে তাঁর। ব্যক্তিগত সমস্যাও পিছু ছাড়ছে না।

ভুবনেশ্বর কুমার ও জশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে, উমেশের মতো মহম্মদ শামির সামনেও একদিনের ক্রিকেটে নিজেকে চেনানোর মঞ্চ হয়ে উঠছে এই সিরিজ। উমেশের মতো তিনিও ছিলেন না এশিয়া কাপের দলে। শামি এখন শুধু টেস্টেই খেলেন। ফিটনেস সমস্যা রয়েছে তাঁর। ব্যক্তিগত সমস্যাও পিছু ছাড়ছে না।

১৩ ১৩
খলিল আহমেদও রয়েছেন ভারতের ঘোষিত ১২ জনের দলে। বাঁ-হাতি পেসার হওয়াই তাঁকে সুযোগ এনে দিয়েছে। খলিল নিজেও জানেন, সুযোগ পেলেই কাজে লাগাতে হবে। নিতে হবে যতবেশি সম্ভব উইকেট। তবেই পরের বছর বিশ্বকাপের স্কোয়াডে থাকার দাবি জোরাল হবে তাঁর। যদিও রবিবার হয়তো তিনি খেলবেন না।

খলিল আহমেদও রয়েছেন ভারতের ঘোষিত ১২ জনের দলে। বাঁ-হাতি পেসার হওয়াই তাঁকে সুযোগ এনে দিয়েছে। খলিল নিজেও জানেন, সুযোগ পেলেই কাজে লাগাতে হবে। নিতে হবে যতবেশি সম্ভব উইকেট। তবেই পরের বছর বিশ্বকাপের স্কোয়াডে থাকার দাবি জোরাল হবে তাঁর। যদিও রবিবার হয়তো তিনি খেলবেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE