Advertisement
১৮ এপ্রিল ২০২৪
India vs Australia

ঐতিহাসিক জয়ের মাঝে কাঁটা মার্শ-হেড, ভরসা অশ্বিনের ভেলকি, শামির গতি

পঞ্চম দিনে জমজমাট পরিস্থিতির সামনে অ্যাডিলেড টেস্ট। এক দিকে ঐতিহাসিক টেস্ট জয় থেকে ছয় উইকেট দূরে টিম কোহালি। অন্য দিকে, শন মার্শরা অশ্বিন-শামিদের কী ভাবে সামলান, সেটাও দেখার। এক ঝলকে দেখে নেওয়া যাক, কী ভাবে এগোল চতুর্থ দিনের খেলা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮ ১৫:১০
Share: Save:
০১ ১০
পঞ্চম দিনে জমজমাট পরিস্থিতির সামনে অ্যাডিলেড টেস্ট। এক দিকে ঐতিহাসিক টেস্ট জয় থেকে ছয় উইকেট দূরে টিম কোহালি। অন্য দিকে, শন মার্শরা অশ্বিন-শামিদের কী ভাবে সামলান, সেটাও দেখার। এক ঝলকে দেখে নেওয়া যাক, কী ভাবে এগোল চতুর্থ দিনের খেলা।

পঞ্চম দিনে জমজমাট পরিস্থিতির সামনে অ্যাডিলেড টেস্ট। এক দিকে ঐতিহাসিক টেস্ট জয় থেকে ছয় উইকেট দূরে টিম কোহালি। অন্য দিকে, শন মার্শরা অশ্বিন-শামিদের কী ভাবে সামলান, সেটাও দেখার। এক ঝলকে দেখে নেওয়া যাক, কী ভাবে এগোল চতুর্থ দিনের খেলা।

০২ ১০
তৃতীয় দিনের শেষে ভারতের রান ছিল তিন উইকেটে ১৫১। এ দিন আরও ১৫৬ রান যোগ করেন ভারতীয় ব্যাটসম্যানরা।

তৃতীয় দিনের শেষে ভারতের রান ছিল তিন উইকেটে ১৫১। এ দিন আরও ১৫৬ রান যোগ করেন ভারতীয় ব্যাটসম্যানরা।

০৩ ১০
৩২৩ রানের টার্গেট সামনে রেখে ব্যাট করতে নামেন অজি ব্যাটসম্যানরা। এ দিন দ্বিতীয় ইনিংসে ২৪ রানে ব্যাট করছেন শন মার্শ। গত ন’মাসের মধ্যে এটাই মার্শের সেরা স্কোর। মার্শের সঙ্গে ক্রিজে রয়েছেন প্রথম ইনিংসে ৭২ রান করা ট্রাভিস হেড।

৩২৩ রানের টার্গেট সামনে রেখে ব্যাট করতে নামেন অজি ব্যাটসম্যানরা। এ দিন দ্বিতীয় ইনিংসে ২৪ রানে ব্যাট করছেন শন মার্শ। গত ন’মাসের মধ্যে এটাই মার্শের সেরা স্কোর। মার্শের সঙ্গে ক্রিজে রয়েছেন প্রথম ইনিংসে ৭২ রান করা ট্রাভিস হেড।

০৪ ১০
অ্যাডিলেডে ১৯০২ সালে ৩১৫ রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। এখনও পর্যন্ত এটাই অজিদের এই মাঠে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড।

অ্যাডিলেডে ১৯০২ সালে ৩১৫ রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। এখনও পর্যন্ত এটাই অজিদের এই মাঠে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড।

০৫ ১০
প্রথমে মনে হয়েছিল ম্যাচ যত গড়াবে, ততই ভাঙবে পিচ। কিন্তু, চতুর্থ দিনের শেষে পরিস্থিতি অন্তত তেমন কিছু বলছে না। পিচ বেশ ভালই রয়েছে। ব্যাটে ভাল ভাবেই বল আসছে। পঞ্চম দিনে মার্শরা কেমন খেলেন সেটাই দেখার।

প্রথমে মনে হয়েছিল ম্যাচ যত গড়াবে, ততই ভাঙবে পিচ। কিন্তু, চতুর্থ দিনের শেষে পরিস্থিতি অন্তত তেমন কিছু বলছে না। পিচ বেশ ভালই রয়েছে। ব্যাটে ভাল ভাবেই বল আসছে। পঞ্চম দিনে মার্শরা কেমন খেলেন সেটাই দেখার।

০৬ ১০
অজিরা তাকিয়ে রয়েছে মার্শ আর হেডের ব্যাটের দিকে। টেস্টের চতুর্থ ইনিংসে এখনও পর্যন্ত কোনও শতরান নেই মার্শের। এখন দেখার এই টেস্টে কত দূর এগোতে পারেন তিনি।

অজিরা তাকিয়ে রয়েছে মার্শ আর হেডের ব্যাটের দিকে। টেস্টের চতুর্থ ইনিংসে এখনও পর্যন্ত কোনও শতরান নেই মার্শের। এখন দেখার এই টেস্টে কত দূর এগোতে পারেন তিনি।

০৭ ১০
এ দিন ভারতের ইনিংসের শেষ চার উইকেট পড়ে চার রানে। যখন মনে করা হচ্ছিল কম করে ৩৭৫ রানের টার্গেট দিতে চলেছে ভারত, তখনই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতীয় ইনিংস।

এ দিন ভারতের ইনিংসের শেষ চার উইকেট পড়ে চার রানে। যখন মনে করা হচ্ছিল কম করে ৩৭৫ রানের টার্গেট দিতে চলেছে ভারত, তখনই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতীয় ইনিংস।

০৮ ১০
এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৬৬৬ বার ৩০০ বা তার বেশি রানের টার্গেট বিপক্ষের সামনে রাখা হয়েছে। কিন্তু, এর মধ্যে মাত্র ৩০বার সেই টার্গেটে পৌঁছানো সম্ভব হয়েছ। যার মধ্যে ২০ বার ঘটে ১৯৯০-এর পর।

এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৬৬৬ বার ৩০০ বা তার বেশি রানের টার্গেট বিপক্ষের সামনে রাখা হয়েছে। কিন্তু, এর মধ্যে মাত্র ৩০বার সেই টার্গেটে পৌঁছানো সম্ভব হয়েছ। যার মধ্যে ২০ বার ঘটে ১৯৯০-এর পর।

০৯ ১০
চতুর্থ দিনের শেষে চার উইকেট ১০৪ রান তুলেছেন অজিরা। অর্থাৎ, জিততে গেলে এখনও ২১৯ রান করতে হবে তাদের।

চতুর্থ দিনের শেষে চার উইকেট ১০৪ রান তুলেছেন অজিরা। অর্থাৎ, জিততে গেলে এখনও ২১৯ রান করতে হবে তাদের।

১০ ১০
এর আগে অবশ্য ভারতীয় ইনিংসকে টেনে নিয়ে যাওয়ার কাজ করেন চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক রাহানে। বেশ কয়েকটি ম্যাচের পর রান পেলেন রাহানে। যদিও এ দিন ফের ব্যর্থ রোহিত শর্মা।

এর আগে অবশ্য ভারতীয় ইনিংসকে টেনে নিয়ে যাওয়ার কাজ করেন চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক রাহানে। বেশ কয়েকটি ম্যাচের পর রান পেলেন রাহানে। যদিও এ দিন ফের ব্যর্থ রোহিত শর্মা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE