Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Sport News

রুটদের বিপক্ষে টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্রথম একাদশ

ইংল্যান্ডের মাটিতে পা রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারত। পাল্টা জবাবে ওয়ান ডে সিরিজ পকেটে পুরেছে ইংল্যান্ড। এ বার পালা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের। আজ থেকে শুরু হচ্ছে সেই পর্ব। জো রুট বাহিনীকে হারিয়ে টিম কোহালি কি সিরিজ জিততে পারবে? কারা জায়গা করে নিতে পারেন ভারতের সম্ভাব্য একাদশে?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৮ ০৯:০০
Share: Save:
০১ ১২
ইংল্যান্ডের মাটিতে পা রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারত। পাল্টা জবাবে ওয়ান ডে সিরিজ পকেটে পুরেছে ইংল্যান্ড। এ বার পালা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের। আজ থেকে শুরু হচ্ছে সেই পর্ব। জো রুট বাহিনীকে হারিয়ে টিম কোহালি কি সিরিজ জিততে পারবে? কারা জায়গা করে নিতে পারেন ভারতের প্রথম একাদশে? ছবি: এপি।

ইংল্যান্ডের মাটিতে পা রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারত। পাল্টা জবাবে ওয়ান ডে সিরিজ পকেটে পুরেছে ইংল্যান্ড। এ বার পালা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের। আজ থেকে শুরু হচ্ছে সেই পর্ব। জো রুট বাহিনীকে হারিয়ে টিম কোহালি কি সিরিজ জিততে পারবে? কারা জায়গা করে নিতে পারেন ভারতের প্রথম একাদশে? ছবি: এপি।

০২ ১২
পাঁচ টেস্টের সিরিজের প্রথম ম্যাচে ওপেনার হিসাবে জায়গা হতে পারে মুরলী বিজয়ের। আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করে ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছেন তিনি। ইংল্যান্ডের সুইং সহায়ক পিচেও বিজয়ের জমাটি ডিফেন্স ভরসা দিতে পারে ক্যাপ্টেন কোহালিকে। —ফাইল চিত্র।

পাঁচ টেস্টের সিরিজের প্রথম ম্যাচে ওপেনার হিসাবে জায়গা হতে পারে মুরলী বিজয়ের। আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করে ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছেন তিনি। ইংল্যান্ডের সুইং সহায়ক পিচেও বিজয়ের জমাটি ডিফেন্স ভরসা দিতে পারে ক্যাপ্টেন কোহালিকে। —ফাইল চিত্র।

০৩ ১২
মুরলী বিজয়ের মতো টেকনিক্যালি কারেক্ট না হলেও শিখর ধওয়নের অ্যাটাকিং ক্রিকেট ব্যাকফুটে ফেলে দিতে পারে ইংল্যান্ডকে। ভুলে যাবেন না, টেস্ট ম্যাচের প্রথম দিনে লাঞ্চের আগেই শতরানের রেকর্ড করা প্রথম ভারতীয়ের নাম ধওয়ন। বিজয়ের সঙ্গে জুটিতে তাই তাঁকে বাইশ গজে দেখা যেতেই পারে। —ফাইল চিত্র।

মুরলী বিজয়ের মতো টেকনিক্যালি কারেক্ট না হলেও শিখর ধওয়নের অ্যাটাকিং ক্রিকেট ব্যাকফুটে ফেলে দিতে পারে ইংল্যান্ডকে। ভুলে যাবেন না, টেস্ট ম্যাচের প্রথম দিনে লাঞ্চের আগেই শতরানের রেকর্ড করা প্রথম ভারতীয়ের নাম ধওয়ন। বিজয়ের সঙ্গে জুটিতে তাই তাঁকে বাইশ গজে দেখা যেতেই পারে। —ফাইল চিত্র।

০৪ ১২
টি-টোয়েন্টিতে ইন্ডিয়ার জার্সি না পেলেও টেস্টের পরিবেশেই যেন চেতেশ্বর পূজারার আসল চেহারাটা দেখা যায়। ইংলিশ পেসারদের সামলাতে তিন নম্বরে আদর্শ হতে পারেন পূজারা। যদিও ২০১৪-র ইংল্যান্ড সফরে ৫ ম্যাচে মাত্র ২২২ রান করেছিলেন তিনি। ফলে এ বার নিজেকে প্রমাণ করার জন্য মুখিয়ে থাকবেন বলেই আশা ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টের। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টিতে ইন্ডিয়ার জার্সি না পেলেও টেস্টের পরিবেশেই যেন চেতেশ্বর পূজারার আসল চেহারাটা দেখা যায়। ইংলিশ পেসারদের সামলাতে তিন নম্বরে আদর্শ হতে পারেন পূজারা। যদিও ২০১৪-র ইংল্যান্ড সফরে ৫ ম্যাচে মাত্র ২২২ রান করেছিলেন তিনি। ফলে এ বার নিজেকে প্রমাণ করার জন্য মুখিয়ে থাকবেন বলেই আশা ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টের। —ফাইল চিত্র।

০৫ ১২
আইপিএলের পর আফগানিস্তান টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল বিরাট কোহালিকে। পূজারার মতোই ২০১৪-র ইংল্যান্ড সফরে বিশেষ রান পাননি বিরাট। ৫ ম্যাচে করেছিলেন মাত্র ১৩৪ রান। তবে এ বারের সফরের গল্পটা অন্য ভাবেই লিখতে চাইবেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। ব্যাটিং ছাড়াও তাঁর অ্যাগ্রেসিভ মনোভাবও দলকে চাঙ্গা করতে অপরিহার্য বলেই মত অনেকের। —ফাইল চিত্র।

আইপিএলের পর আফগানিস্তান টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল বিরাট কোহালিকে। পূজারার মতোই ২০১৪-র ইংল্যান্ড সফরে বিশেষ রান পাননি বিরাট। ৫ ম্যাচে করেছিলেন মাত্র ১৩৪ রান। তবে এ বারের সফরের গল্পটা অন্য ভাবেই লিখতে চাইবেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। ব্যাটিং ছাড়াও তাঁর অ্যাগ্রেসিভ মনোভাবও দলকে চাঙ্গা করতে অপরিহার্য বলেই মত অনেকের। —ফাইল চিত্র।

০৬ ১২
আফগানিস্তান টেস্টে ক্যাপ্টেন হিসাবে নিজের ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের পরিচয় দিয়েছেন অজিঙ্ক রাহানে। এ বার মিডল অর্ডারেও কোহালিদের ভরসা দিতে পারেন রাহানে। সুযোগ বুঝে আক্রমণে যেতেও পিছু হঠেন না তিনি। ২০১৪-তে ইংল্যান্ডের মাটিতেই অনবদ্য শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। ফলে প্রথম একাদশে দেখা যেতেই পারে রাহানেকে। —ফাইল চিত্র।

আফগানিস্তান টেস্টে ক্যাপ্টেন হিসাবে নিজের ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের পরিচয় দিয়েছেন অজিঙ্ক রাহানে। এ বার মিডল অর্ডারেও কোহালিদের ভরসা দিতে পারেন রাহানে। সুযোগ বুঝে আক্রমণে যেতেও পিছু হঠেন না তিনি। ২০১৪-তে ইংল্যান্ডের মাটিতেই অনবদ্য শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। ফলে প্রথম একাদশে দেখা যেতেই পারে রাহানেকে। —ফাইল চিত্র।

০৭ ১২
ঋদ্ধিমান সাহার অনুপস্থিতিতে প্রথম একাদশের উইকেট রক্ষক হিসাবে দীনেশ কার্তিকের সঙ্গে লড়াইটা ঋষভ পন্থের। তবে ইংল্যান্ডের মাটিতে সিরিজের প্রথম টেস্টেই আনকোরা ঋষভের বদলে পাল্লা ভারী থাকবে কার্তিকের। আইপিএলে তাঁর পারফরম্যান্সও টেস্ট দলের জায়গা করে নিতে সাহায্য করবে। —ফাইল চিত্র।

ঋদ্ধিমান সাহার অনুপস্থিতিতে প্রথম একাদশের উইকেট রক্ষক হিসাবে দীনেশ কার্তিকের সঙ্গে লড়াইটা ঋষভ পন্থের। তবে ইংল্যান্ডের মাটিতে সিরিজের প্রথম টেস্টেই আনকোরা ঋষভের বদলে পাল্লা ভারী থাকবে কার্তিকের। আইপিএলে তাঁর পারফরম্যান্সও টেস্ট দলের জায়গা করে নিতে সাহায্য করবে। —ফাইল চিত্র।

০৮ ১২
টিম ইন্ডিয়াকে ভারসাম্য দিতে পারে হার্দিক পাণ্ড্যর অলরাউন্ড পারফরম্যান্স। মিডিয়াম ফাস্ট বোলিংয়ের পাশাপাশি লোয়ার মিডল অর্ডারে নেমে বেশ চালিয়ে খেলতে পারেন। ফলে ওয়ান ডে-র মতোই টেস্টের প্রথম একাদশে হার্দিকের থাকাটা প্রায় নিশ্চিত, তা বলাই যেতে পারে। —ফাইল চিত্র।

টিম ইন্ডিয়াকে ভারসাম্য দিতে পারে হার্দিক পাণ্ড্যর অলরাউন্ড পারফরম্যান্স। মিডিয়াম ফাস্ট বোলিংয়ের পাশাপাশি লোয়ার মিডল অর্ডারে নেমে বেশ চালিয়ে খেলতে পারেন। ফলে ওয়ান ডে-র মতোই টেস্টের প্রথম একাদশে হার্দিকের থাকাটা প্রায় নিশ্চিত, তা বলাই যেতে পারে। —ফাইল চিত্র।

০৯ ১২
শুধুমাত্র বোলার হিসাবেই বিশ্বের যে কোনও একাদশে ঢুকে যেতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। তবে বোলিংয়ের পাশাপাশি তাঁর ব্যাটও মোক্ষম সময়ে জ্বলে উঠতে পারে। ফলে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে অশ্বিনের জায়গা পাকা ধরা যেতেই পারে। —ফাইল চিত্র।

শুধুমাত্র বোলার হিসাবেই বিশ্বের যে কোনও একাদশে ঢুকে যেতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। তবে বোলিংয়ের পাশাপাশি তাঁর ব্যাটও মোক্ষম সময়ে জ্বলে উঠতে পারে। ফলে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে অশ্বিনের জায়গা পাকা ধরা যেতেই পারে। —ফাইল চিত্র।

১০ ১২
২০১৪-র সফরে ৫ ম্যাচে ১৯ উইকেট নিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। সাম্প্রতিক অতীতে টিম ইন্ডিয়ার সেরা পেসারের তকমাটা তাঁকে দেওয়া যেতেই পারে। সুইংয়ের পাশাপাশি নাক্‌ল বলেও ইংল্যান্ডের ব্যাটসম্যানদের পরাস্ত করতে ভুবির জুড়ি মেলা ভার হবে। —ফাইল চিত্র।

২০১৪-র সফরে ৫ ম্যাচে ১৯ উইকেট নিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। সাম্প্রতিক অতীতে টিম ইন্ডিয়ার সেরা পেসারের তকমাটা তাঁকে দেওয়া যেতেই পারে। সুইংয়ের পাশাপাশি নাক্‌ল বলেও ইংল্যান্ডের ব্যাটসম্যানদের পরাস্ত করতে ভুবির জুড়ি মেলা ভার হবে। —ফাইল চিত্র।

১১ ১২
ভুবনেশ্বর কুমারের সঙ্গে বোলিং ওপেন করতে দেখা যেতে পারে যশপ্রীত বুমরাকে। টেস্টে ম্যাচ হলেও ইকনমি রেট-এ যে কোনও বোলারকে পিছনে ফেলে দিতে পারেন তিনি। সেই সঙ্গে যোগ করুন তাঁর উইকেটে নেওযার ক্ষমতা। জো রুট বাহিনীকে পরাস্ত করতে টিম ইন্ডিয়ার তুরুপের তাস হতে পারেন বুমরা। —ফাইল চিত্র।

ভুবনেশ্বর কুমারের সঙ্গে বোলিং ওপেন করতে দেখা যেতে পারে যশপ্রীত বুমরাকে। টেস্টে ম্যাচ হলেও ইকনমি রেট-এ যে কোনও বোলারকে পিছনে ফেলে দিতে পারেন তিনি। সেই সঙ্গে যোগ করুন তাঁর উইকেটে নেওযার ক্ষমতা। জো রুট বাহিনীকে পরাস্ত করতে টিম ইন্ডিয়ার তুরুপের তাস হতে পারেন বুমরা। —ফাইল চিত্র।

১২ ১২
ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিয়ে নিখুঁত লক্ষ্যে বল করে যেতে পারেন উমেশ যাদব। সেই সঙ্গে যোগ করুন তাঁর অ্যাগ্রেসিড মনোভাব। ভুবনেশ্বর কুমার এবং‌ যশপ্রীত বুমরার সঙ্গে প্রথম একাদশে থাকার বিষয়ে তাই অনেকটাই এগিয়ে উমেশ। —ফাইল চিত্র।

ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিয়ে নিখুঁত লক্ষ্যে বল করে যেতে পারেন উমেশ যাদব। সেই সঙ্গে যোগ করুন তাঁর অ্যাগ্রেসিড মনোভাব। ভুবনেশ্বর কুমার এবং‌ যশপ্রীত বুমরার সঙ্গে প্রথম একাদশে থাকার বিষয়ে তাই অনেকটাই এগিয়ে উমেশ। —ফাইল চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE