Advertisement
২৪ এপ্রিল ২০২৪
ODI

ফিরছেন কেদার, বাদ পড়বেন ধোনি? দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ

তৃতীয় একদিনের ম্যাচে মুখ থুবড়ে পড়েছে ভারত। বিরাট কোহালি ছাড়া চূড়ান্ত ব্যর্থ সব ব্যাটসম্যান। বুমরা ছাড়া বোলাররাও হতাশ করেছেন। এই অবস্থায় টগবগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মুম্বইয়ে নামছেন বিরাটরা। প্রশ্ন উঠছে ধোনির ব্যাটিং ফর্ম নিয়েও। তাঁকে বাদ দেওয়ার সাহস দেখাবেন কোহালি-শাস্ত্রীরা? দেখে নেওয়া যাক কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৮ ০৯:৪৩
Share: Save:
০১ ১২
তৃতীয় একদিনের ম্যাচে মুখ থুবড়ে পড়েছে ভারত। বিরাট কোহালি ছাড়া চূড়ান্ত ব্যর্থ সব ব্যাটসম্যান। বুমরা ছাড়া বোলাররাও হতাশ করেছেন। এই অবস্থায় টগবগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মুম্বইয়ে নামছেন বিরাটরা। প্রশ্ন উঠছে ধোনির ব্যাটিং ফর্ম নিয়েও। তাঁকে বাদ দেওয়ার সাহস দেখাবেন কোহালি-শাস্ত্রীরা? দেখে নেওয়া যাক কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ।

তৃতীয় একদিনের ম্যাচে মুখ থুবড়ে পড়েছে ভারত। বিরাট কোহালি ছাড়া চূড়ান্ত ব্যর্থ সব ব্যাটসম্যান। বুমরা ছাড়া বোলাররাও হতাশ করেছেন। এই অবস্থায় টগবগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মুম্বইয়ে নামছেন বিরাটরা। প্রশ্ন উঠছে ধোনির ব্যাটিং ফর্ম নিয়েও। তাঁকে বাদ দেওয়ার সাহস দেখাবেন কোহালি-শাস্ত্রীরা? দেখে নেওয়া যাক কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ।

০২ ১২
রোহিত শর্মা: প্রথম এক দিনের ম্যাচে শতরান করলেও আর সফল হননি। যদিও দল থেকে বাদ পড়ার কোনও প্রশ্নই ওঠে না। আজ ওপেনার রোহিতের ব্যাট কী করে সে দিকে তাকিয়ে থাকবে টিম ইন্ডিয়া।

রোহিত শর্মা: প্রথম এক দিনের ম্যাচে শতরান করলেও আর সফল হননি। যদিও দল থেকে বাদ পড়ার কোনও প্রশ্নই ওঠে না। আজ ওপেনার রোহিতের ব্যাট কী করে সে দিকে তাকিয়ে থাকবে টিম ইন্ডিয়া।

০৩ ১২
শিখর ধওয়ন: শুরুটা ভাল করলেও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারছেন না। অফস্পিনারদের বিরুদ্ধে শিখরের টেকনিক নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বেঞ্চে সুযোগের অপেক্ষায় রয়েছেন লোকেশ রাহুল। আজ কঠিন পরীক্ষার সামনে ধওয়ন।

শিখর ধওয়ন: শুরুটা ভাল করলেও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারছেন না। অফস্পিনারদের বিরুদ্ধে শিখরের টেকনিক নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বেঞ্চে সুযোগের অপেক্ষায় রয়েছেন লোকেশ রাহুল। আজ কঠিন পরীক্ষার সামনে ধওয়ন।

০৪ ১২
বিরাট কোহালি: অধিনায়ক কোহালি সম্পর্কে কোনও বিশেষণই বোধ হয় যথেষ্ট নয়। পর পর তিনটি শতরান। তবে তিনি ভাল করলেও তাঁর নেতৃত্বে দল ভাল খেলছে না। আজ তিনি কী করেন সেটাই দেখার।

বিরাট কোহালি: অধিনায়ক কোহালি সম্পর্কে কোনও বিশেষণই বোধ হয় যথেষ্ট নয়। পর পর তিনটি শতরান। তবে তিনি ভাল করলেও তাঁর নেতৃত্বে দল ভাল খেলছে না। আজ তিনি কী করেন সেটাই দেখার।

০৫ ১২
অম্বাতি রায়ুডু: ফর্মে আছেন। স্কোর বোর্ড সচল রাখার কাজ দারুণ ভাবে করতে দেখা গিয়েছে চার নম্বরে নামা রায়ুডুকে। যদিও সেট হয়ে গিয়ে আউট হয়ে গিয়েছেন গত ম্যাচে। চার নম্বরের জায়গাটা পাকা করতে রায়ুডুকে আজ সফল হতেই হবে।

অম্বাতি রায়ুডু: ফর্মে আছেন। স্কোর বোর্ড সচল রাখার কাজ দারুণ ভাবে করতে দেখা গিয়েছে চার নম্বরে নামা রায়ুডুকে। যদিও সেট হয়ে গিয়ে আউট হয়ে গিয়েছেন গত ম্যাচে। চার নম্বরের জায়গাটা পাকা করতে রায়ুডুকে আজ সফল হতেই হবে।

০৬ ১২
এম এস ধোনি: উইকেটের পিছনে সফল হলেও ব্যাট হাতে ধোনি তেমন নজর কাড়তে পারছেন না। আবার উইকেটের পিছনে দাঁড়ানোর সুযোগ পাননি পন্থ। বেশিক্ষণ ক্রিজে থাকতে পারছেন না। আজ ধোনি এবং পন্থের মধ্যে যে কোনও একজন খেলবেন। বৃহত্তর স্বার্থের কথা ভেবে কী বাদ দেওয়া হবে ধোনিকে, সুযোগ দেওয়া হবে ঋষভকে? এখন সেটাই দেখার।

এম এস ধোনি: উইকেটের পিছনে সফল হলেও ব্যাট হাতে ধোনি তেমন নজর কাড়তে পারছেন না। আবার উইকেটের পিছনে দাঁড়ানোর সুযোগ পাননি পন্থ। বেশিক্ষণ ক্রিজে থাকতে পারছেন না। আজ ধোনি এবং পন্থের মধ্যে যে কোনও একজন খেলবেন। বৃহত্তর স্বার্থের কথা ভেবে কী বাদ দেওয়া হবে ধোনিকে, সুযোগ দেওয়া হবে ঋষভকে? এখন সেটাই দেখার।

০৭ ১২
কেদার যাদব: চোট সারিয়ে দলে ফিরছেন। কেদারকে পেলে দলের ভারসাম্য তৈরি হবে। ব্যাট-বল উভয় ক্ষেত্রে উপকৃত হবে টিম ইন্ডিয়া।

কেদার যাদব: চোট সারিয়ে দলে ফিরছেন। কেদারকে পেলে দলের ভারসাম্য তৈরি হবে। ব্যাট-বল উভয় ক্ষেত্রে উপকৃত হবে টিম ইন্ডিয়া।

০৮ ১২
রবীন্দ্র জাদেজা: অলরাউন্ডার জাদেজা দলের গুরুত্বপূর্ণ সদস্য। বল-ব্যাটের পাশাপাশি জাদেজার ফিল্ডিংও দলের কাছে গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচে জাদেজার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।

রবীন্দ্র জাদেজা: অলরাউন্ডার জাদেজা দলের গুরুত্বপূর্ণ সদস্য। বল-ব্যাটের পাশাপাশি জাদেজার ফিল্ডিংও দলের কাছে গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচে জাদেজার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।

০৯ ১২
কুলদীপ যাদব: কুল-চা জুটি ভারতীয় স্পিন বোলিং আক্রমণের মূল স্তম্ভ। কিন্তু এখনও পর্যন্ত তেমন কিছু করতে পারেননি। কুলদীপের ব্যর্থতা দলের ক্ষেত্রে সমস্যা তৈরি করছে।

কুলদীপ যাদব: কুল-চা জুটি ভারতীয় স্পিন বোলিং আক্রমণের মূল স্তম্ভ। কিন্তু এখনও পর্যন্ত তেমন কিছু করতে পারেননি। কুলদীপের ব্যর্থতা দলের ক্ষেত্রে সমস্যা তৈরি করছে।

১০ ১২
যুজবেন্দ্র চহাল: কুলদীপের মতো চহালও তেমন দাগ কাটতে পারেননি। আক্রমণাত্মক ওয়েস্ট ইন্ডিজের সামনে অসহায় লাগছে চহালকেও। ফর্মে ফিরবে কুল-চা জুটি? সেটাই লাখ টাকার প্রশ্ন।

যুজবেন্দ্র চহাল: কুলদীপের মতো চহালও তেমন দাগ কাটতে পারেননি। আক্রমণাত্মক ওয়েস্ট ইন্ডিজের সামনে অসহায় লাগছে চহালকেও। ফর্মে ফিরবে কুল-চা জুটি? সেটাই লাখ টাকার প্রশ্ন।

১১ ১২
ভুবনেশ্বর কুমার: চোট মুক্ত হয়ে বিশ্রাম নিয়ে দলে ফিরছেন ভুবনেশ্বর কুমার। টিম ইন্ডিয়ার পেস আক্রমণের অন্যতম ভরসা ভুবনেশ্বর। গত ম্যাচে প্রথম দিকে ভাল বল করলেও শেষ দিকে অসহায় লেগেছে। আজ কি পুরনো ভুবিকে পাওয়া যাবে, সেটাই দেখার।

ভুবনেশ্বর কুমার: চোট মুক্ত হয়ে বিশ্রাম নিয়ে দলে ফিরছেন ভুবনেশ্বর কুমার। টিম ইন্ডিয়ার পেস আক্রমণের অন্যতম ভরসা ভুবনেশ্বর। গত ম্যাচে প্রথম দিকে ভাল বল করলেও শেষ দিকে অসহায় লেগেছে। আজ কি পুরনো ভুবিকে পাওয়া যাবে, সেটাই দেখার।

১২ ১২
যশপ্রীত বুমরা: প্রথম একাদশে ফিরেছেন বুমরাও। দলে ফিরেই চার উইকেট নিয়েছেন। আজও সফল হতে হবে বুমরাকে।

যশপ্রীত বুমরা: প্রথম একাদশে ফিরেছেন বুমরাও। দলে ফিরেই চার উইকেট নিয়েছেন। আজও সফল হতে হবে বুমরাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE